-
ফোরামটা আসলে নতুনদের জন্য একটা আসির্বাদ স্বরুপ। যাদের আসলে ইনভেস্টমেন্ট এ সুযোগ খুব কম বা যারা নতুন এই মার্কেটে হেজিটেটেড তাদের জন্য ফোরাম আসলেই খুব ভালো একটা স্থান। নতুনরা এখান থেকে ফরেক্স সম্পরকে আরো জানতে পারবে। তাছাড়া এখান থেকে তারা তাদের মুলধনও করে নিতে পারবে।
-
যাদের আসলে ইনভেস্টমেন্ট এ সুযোগ খুব কম বা যারা নতুন এই মার্কেটে হেজিটেটেড তাদের জন্য ফোরাম আসলেই খুব ভালো একটা স্থান। আমার মনে হয় ফোরাম করে যদি কেউ ভালো কোন পর্যায়ে যেতে পারে তবে সে অবশ্যই বড় অ্যামাউন্ট ডিপোজিট করতে আর ভয় পাবে না। তাউ এটা আসলেই নতুনদের জন্য একটি ভালো স্থান যেখানথেকে তারা রিয়েলের স্বাদ পেতে পারে। ধন্যবাদ
-
আমি মনে করি যারা ফোরামের অর্জিত বোনাস অন্যের কাছে বিক্রি করে দেয় এবং যারা এটা ক্রয় করে তারা দুপক্ষই সুবিধাবাদী। আমি মনে করি বোনাসের থেকে আমাদের বেশি প্রয়োজন ফরেক্স সেখা এবং বিভিন্ন বিষয়গুলো জানা, সেগগুলো সবার সাথে শেয়ার করা।
-
যারা ফরেক্স ফরমের পোষ্টের বিনিময়ে ডলার দিয়ে থাকে তারা সুবিধা বাদী কারন পরবর্তীতে দেখা যায় এর ৫০%আবার তারা নিয়ে যাচ্ছে।
-
ব্যাপারটা জানা ছিল না । তবে যারা এই ধরনের কাজ করছে তারা ভাল কিছু করতে পারবে বলে আমার মনে হয় না । শুধু শুধু নিজেদের সময় নষ্ট করছে । এর চেয়ে শেখার উদ্দেশ্য নিয়ে ফোরামে পোষ্ট করলে আরও লাভবান হওয়া যেত ।
-
ফোরাম থেকে আমরা ফরেক্স সম্পকে অনেক জ্ঞান অজন করতে পারি । ফোরাম খথকে আমরা ফরেক্স এ কেমন করে ট্রেড করতে হয় , কি ভাবে ট্রেড করলে আমরা অধিক ভাবে লাভবান হতে পারব তা জানতে পারি । ফোরাম থেকে ্নতুন কৈৗশল জানতে পারি । কোন সম্যাস হলে এখান থেকে সমাধান নিতে পারি ।
-
ফরেক্স ফোরামে যারা কেবলমাত্র বোনাস ডলার কামানোর জন্য পোস্ট করে থাকে তাদের আমার কাছে সুবিধাবাদী বলে মনে হয় কারন তারা পোস্ট করে থাকে কেবল বোনাস লাভের জন্য যার ফলে তার পোস্টের মান বিবেচনা করে না বরং পোস্টের সংখ্যা বিবেচনা করে থাকে যা একেবারেই অনুচিত এবং ফোরামের রুলস বহিভূত কর্মকান্ড বলে আমি মনে করি।
-
ফরেক্স ব্রোকার গুলো ট্রেডারদের সুবিধার জন্য ফোরাম অনুমোদন করেছে। এর জন্য আলোচনাকারীদের নির্দিষ্ট পরিমান বোনাস দেই। অনেক আলোচনাকারী আছে যারা এই বোনাস অন্য ট্রেডারদের নিকট বিক্রি করে দেই। এরাই সুবিধাবাদী।
-
ফরেক্স ফোরাম আসলে জাদের জন্য আশীর্বাদ স্বরূপ যাদের ফরেক্স মার্কেটে ট্রেড করার ক্ষমতা নেই। তারা ফোরামের মাধ্যমে পোস্ট করে যে ডলার পাই সে ডলার দিয়ে তারা ট্রেড করে। ফোরাম পোস্ট শুধু ডলার আয় করার জন্যও নয় বরং এ থেকে শিক্ষাও বটে। কিন্তু যারা এ পোস্ট করে ডলার অন্যের কাছে বিক্রি করে দেয় তারাই হল সুবিধাবাদি।
-
ফোরাম হচ্ছে শিকার একটি ভাল মাধ্যম , এর মাধ্যমে যারা নতুন ফরেক্স ব্যবসায় আসতে চায় তারা ফোরামের এর মাধ্যমে অনেক কিছু জানতে এবং শিখতে পারে , আমার মনে যারা প্রকৃত ফোরামের সুবিধা এবং কাজ শিখতে চায় তারা ফোরামে যত মেম্মার হবে তত বেশি আমরা ফরেক্স সম্পর্কে জানতে এবং শিখতে পারব । ফরেক্স ট্রেডারদের জন্য আশীর্বাদ স্বরুপ। এখানে ট্রেডাররা ট্রেড সম্পর্কে তাদের চিন্তা-চেতনা, ধ্যান-ধারনা প্রকাশ করে থাকে। আর নতুন ট্রেডারা অনেক কিছুই শিখতে পারে।