টেকনিক্যাল এনালাইসিসে আমরা কাজে লাগাতে পারি । আমরা যখন ফিবন্যাসি টুল টি চার্ট্টে প্লেস করি তখন আমরা অনেকগুলো লেভেল দেখতে পাই । এই লেভেল গুলোর মধ্যে সবগুলো লেভেল সমান গুরুত্বপুর্ন নয় । কিছু কিছু লেভেল মার্কেট খুবই অনুসরন করে থাকে । আর আপনি যদি ফিবোন্যাসি এর লেভেল অনুযায়ী ট্রেড করতে চান তাহলে আপনাকে এর সাথে আরও কিছু টেকনিক্যালে এনালাইসিস কাজে লাগিয়ে ট্রেড করতে হবে ।