-
ফরেক্স ব্রোকার খোলার সবচেয়ে সহজ পদ্ধতি হলো "এমটি-হোয়াইট-লেবেল" । নিচে বিস্তারিত।
১। প্রথমে এমটি-হোয়াইট লেবেল ক্রয় করুন ।
২। একটি সুন্দর ওয়েবসাইট বানিয়ে নিন ।
৩। লাইসেন্স বাধ্যতামূলক নয় । তবে ট্রেডারদের বিশ্বাস বৃদ্ধির জন্য লাইসেন্স গ্রহণ করতে পারেন ।
৪। একটি পেমেন্ট গেটওয়ে নির্বাচন করুন । এর জন্য পেয়জা সবচেয়ে ভালো এবং সহজ
৫। আপনার ওয়েব সাইটের প্রচার করুন । এবং ট্রেডারদের বিভিন্ন বোনাস প্রদানের মাধ্যমে আগ্রহী করে তুলুন ।
৬। একটি সুন্দর অফিস ভাড়া নিতে পারেন ।
-
ফরেক্স মার্কেটের জন্য যদি ব্রোকার হাউজ তৈরি করতে চান তাহলে অবশ্যই আপনাকে-# আন্তর্জাতিক বিভিন্ন regulation সার্টিফিকেট অর্জন করতে হবে৷#আপনাকে বেশ কয়েকটি সার্ভার কিনতে হবে৷#ওয়েবসাইট কিনতে হবে৷# কয়েক ধরনের ট্রেডিং প্ল্যাটফর্ম ইনস্টল করতে হবে৷# ক্লায়েন্ট ধরার জন্য বোনাসসহ বিভিন্ন ধরনের ব্যাপক বিজ্ঞাপন দিতে হবে৷# 24 ঘণ্টা সাপোর্ট টিম তৈরি রাখতে হবে৷# নিউজ এনালাইটিকসগুলো নিয়মিত প্রকাশ করতে হবে৷# বিভিন্ন ধরনের ব্রোকার রয়েছে আপনি যে ধরণের সুবিধা দিতে চান ঠিক সে ধরনের ব্রোকারের সিস্টেম তৈরি করতে হবে৷# deposit system এবং withdraw সিস্টেমের জন্য বিভিন্ন পেমেন্ট মেথড সংযোজন করতে হবে৷# আর ফরেক্স সম্পর্কে আপনার নিজেকে অবশ্যই পর্যাপ্ত অভিজ্ঞ হতে হবে৷#বেশ কয়েকজন দক্ষ এনালাইসিস্ট এবং instructor রাখতে হবে৷# আপনি কি পরিমান লিভারেজ দিতে পারবেন ? # কতটুকু spread নিবেন ? #কতটুকু SWAP দিবেন/নিবেন ?#রিবেট দিবেন কিনা ? #ডিপোজিট বোনাস দিবেন কিনা ?.... এই ধরনের অনেকগুলো বিষয় আপনাকে ভালোভাবে বুঝে শুনে broker house তৈরি করতে হবে৷
-
ফরেক্স ট্রেড মার্কেটে ট্রেড করে টিকে থাকা খুবই কষ্টসাধ্য বিষয়। এখানে একটি ব্রোকার হাউজ প্রতিষ্ঠার কোন চিন্তা /পরিকল্পনা আমার আপাতত নেই।
-
আমি ব্রোকার হাউজ সম্পর্কে আমার তেমন কিছুই জানা নাই তবে এটুকু জানি যে আমরা প্রত্যেকেই একটা না একটা ব্রোকার হাউজের আন্ডারে ট্রেড করে থাকি।আর একটা ট্রেডার হাুজ করতে কি কি পারমিশন লাগে তা জানি না তনে এটুকুই জানি যে এতে অনেক অনেক ইনভেস্টমেন্ট থাকতে হয়।কোন ভাই এ বিষয়ে কিছু জানলে অবশ্যই জানাবেন।ধন্যবাদ।
-
ফরেক্স মার্কেট এ আমরা কোন না কোন ব্রোকার হাউজের আন্ডারে ট্রেড করে থাকি।কিন্তু এই ব্রোকার হাউজের প্রতিষ্ঠা সম্পর্কে আমার কোন ধারণা নেই।এই ব্রোকার হাউজ প্রতিষ্ঠা করতে কি কি অনুমতি লাগে এগুলো আমার জানা নাই জানা দরকার।কোন ভাই এই বিষয়ে জানলে অবশ্যই জানাবেন।ধন্যবাদ।
-
ফরেক্স একটি কোম্পানি আর এর মালিকানা আসার মনে হয় একক ভাবে কেও না । আর ব্রোকারের ব্যাপারটা একটু অন্য রকম । আমার মনে হয় ব্রোকার হতে হলে হয়তো ফরেক্স কর্তৃক কিছু শর্ত আছে যা মেনে ফরেক্সের ব্রোকার হওয়া যায় । তাই ব্রোকার হওয়ার সপ্ন না দেথে ভাল ট্রেডার হওয়ার সপ্ন দেখাই ভাল ।
-
আমি ফরেক্সে নতুন তাই ফোরামে কাজ করছি । এবং ফরেক্স সম্পর্কে আরো বিস্তারিত জানার চেষ্টা করছি । আমি জানি প্রত্যেকটা ট্রেডারকেই যে কোন একটা ব্রোকারে অধিনে ট্রেড করতে হয় । তবে ব্রোকার হাউস সম্পর্কে আমার তেমন কোন ধারনা নেই । তবে অরলাইনে চার্জ করলে মনে হয় পাওয়া যেতে পারে । আমি আজ ট্রাই করবো ।
-
ইন্সটাফরেক্স বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদন প্রাপ্ত হয়। ফরেক্স যাবতীয় অর্থের লেনদেন ব্রোকার হাউস মাধ্যমে হয়ে থাকে। কিন্তু কিভাবে এই ব্রোকার হাউস প্রতিষ্ঠিত হয় বা কিভাবে লেনদেন করে এটা একচুয়ালি জানাবেন। শুধু এতোটুকু জানা আছে যে ব্রোকার হাউজ প্রতিষ্ঠা করার জন্য অনেক মুলধন প্রয়োজনীয় হয়।
-
)
ফরেক্স মার্কেট এ আমরা কোন না কোন ব্রোকার হাউজের আন্ডারে ট্রেড করে থাকি। এ ব্রোকার হাউজগুলো প্রতিষ্ঠা করতে হলে অনেক কিছু আপনাকে জানা লাগবে।আপনাকে আন্কর্জাতিক সার্টিফিকেট অর্জন করতে হবে,বিভিন্ন সার্ভার ও বিভিন্ন ওয়েব সাইট কিনতে হবে। ক্লায়েন্ট ধরার জন্য বিভিন্ন ধরনের বিজ্ঞাপন দিতে হবে,সাপোর্ট টিম রেডি রাকতে হবে।নিউজগুলো নিয়মিত প্রকাশ করতে হবে।ট্রেডারদের কি ধরনের সুবিধা দিতে চান সেগুলো প্রকাশ করতে হবে।ডিপোজিট এবং উইথড্র সিস্টেমের জন্য প্রয়োজনীয় মেথড সংযোজন করতে হবে।বেশ কয়েকজন দক্ষ এনালিস্ট এবং ইনস্ট্রাক্টর রাখতে হবে।আপনি কি পরিমাণ লিভারেজ দিতে পারবেন,কতটুকু spread নিবেন,কতটুকু swap দিবেন না নিবেন???রিবেট দিবেন কিনা,বোনাস দিবেন কিনা?? এই বিষয়গুলো আপনাকে অভিজ্ঞ হয়েই ব্রোকার হাউজ তৈরি করতে হবে।
-
আমরা কোনো না কোনো ব্রোকার হাউজের অধীনে ট্রেড করে থাকি, কিন্তু আমরা অনেকেই জানিনা এই ব্রোকার হাঊজ কীভাবে প্রতিষ্ঠিত হয়। অনলাইনে রেজিস্ট্রেশন করে রেজিস্ট্রেশন ফি দিয়ে ব্রোকার হাউজ প্রতিষ্ঠা করা যায়। অনলাইনে how to open a broker house? লিখে সার্চ দিলে আপনি অনেক তথ্য পাবেন। শিফট ব্রোকার নামে একটা সাইটও আছে।