-
ফরেক্স ব্যবসাতে কারেন্সি অনেক নিচে গেছে এবার উপরে উঠবে বলে কেউ যদি ট্রেড করে থাকে তাহলে সে বুকার সর্গে বাস করতেছে।ফরেক্স মার্কেট অনেক এ্যানালাইসিস করে তারপরে ট্রেড করতে হবে।এবং মারর্কেটের অবস্হান বুঝেই ট্রেড এ্যান্টি দিতে হবে।তাহলে শুুধুু লস হবে লাভের আশা করা ঠিক হবেনা।
-
ফরেক্স মার্কেট কখনো নিচে নামে আবার কখনো কখনো উপরে উঠে। ফরেক্স মার্কেটে কখন কোন দিক মার্কেট মুভমেন্ট করে এটা সঠিক ভাবে বোঝা যায় না। কিন্তু কখন উপরে উঠতে পারে এবং কখন নিচে নামতে পারে এই বিষয়টি তখন বুঝতে পারবেন যখন আপনি টেকনিক্যাল এনালাইসিস এবং ফান্ডামেন্টাল এনালাইসিস ভাল করে করবেন। ফরেক্স মার্কেটে তিনটি গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রেখে আপনি ট্রেড করবেন।এগুলোর হলো ট্রেন্ড লেভেল ও সিগন্যাল।ফরেক্স মার্কেটে সবসময়ই ট্রেন্ড এর সাথে ট্রেড করারশ চেষ্টা করবেন।একটা বিষয় খেয়াল রাখতে হবে যে ট্রেন্ড এর বিপরীতে ট্রেড করবেন না।কারন ট্রেন্ড এর বিপরীত এ ট্রেড করবেন তো লস করবেন। মার্কেটের অবস্থা বিচার না করে যদি মনে করি মার্কেট অনেকদূর গেছে এখন আর এদিকে যাবেনা তাই ভেবে বিপরীতমুখী ট্রেড নিয়ে বসি সেটা কোন অভিজ্ঞ ট্রেডারের বৈশিষ্ট্য হতে পারেনা। বেশিরভাগ ট্রেডার এমন করেই ব্যালেন্স জিরো করে থাকেন। ফরেক্স মার্কেটে প্রফিট করার জন্য মার্কেটের এন্ট্রি পয়েন্ট এবং এক্সিট পয়েন্ট সঠিকভাবে আইডেন্টিফাই করতে পারা অত্যন্ত জরুরী।
-
আপনি আপনার জায়গায় ঠিক আছেন তবে আপনি যদি জানতে পারেন যে বাজারটি আসলেই নিচে রয়েছে, তবে আপনার এটি নিচে রাখা উচিত কারণ বাজারটি যত বেশি হবে তত বেশি লাভ হবে। সে কারণেই খাদিজা তেলঙ্গানা নীচে আমাদের খুব উপকারী হবে
-
আমি লস গুলো খাইছি ট্রেড যখন অনেক নিচে নেমে যায় তখন আমি মনে করি যে মার্কেট মনে আমার উপর উঠবে এইভাবে যখন আবার বাই ট্রেড ধরি তখন দেখি না মার্কেট আবারও নিচে নামতেছে।লস এর পরিমাণ এত বেড়েছে ক্লাস করা ছাড়া আর কোন উপায় থাকেনা আর যখন করি তখন দেখি যে মার্কেট এত বাই হয়েছে যে আমি যদি ক্লোজ না করতাম অনেক প্রফিট করবে ফেলতাম