ফরেক্স মার্কেটে ট্রেড করার জন্য সবথেকে উপযুক্ত সময় হলো নিউ ইয়র্ক সেশন অর্থাৎ বাংলাদেশ সময় সন্ধ্যা ছয়টা থেকে। যদিও ফরেক্স মার্কেটে ট্রেড করার জন্য 24 ঘন্টাই মার্কেট ওপেন থাকে তথাপিও ফরেক্স মার্কেটে সাধারণত সন্ধ্যার দিকে মার্কেট বেশি মুভমেন্ট করে। সব ধরনের পেয়ারেই এই সময় বেশি মুভমেন্ট দেখা যায়। বেশিরভাগই ট্রেডারই এই সময়টার জন্য অপেক্ষা করে ভালো একটি এন্ট্রি নেয়ার জন্য। তবে আমি মনে করি যদি আপনি অভিজ্ঞ ট্রেডার হন তাহলে দিন বা রাত কোন ম্যাটার করে না। মার্কেট মুভমেন্ট বুঝে ট্রেড নিতে পারলেই হলো। ট্রেড নেয়ার আগে দেখতে হবে কখন বেশি মার্কেট ওঠা নামা করে। অনেকেই হয়তো রাতে ট্রেড করে থাকেন কারন এই সময়ে বেশিরভাগ ট্রেডার অনলাইনে থাকেন বিধায় মার্কেট অনেক বেশি মুভ করে।
তবে আমি বলবো যে আপনি যে পেয়ারে ট্রেড করবেন সেই পেয়ারের মার্কেট কখন ওপেন থাকে সেটা দেখে নেয়া ভালো। ধরুন আপনি ইউএসডি/ইউরো পেয়ারে ট্রেড নিবেন, সেক্ষেত্রে দুপুর ১ টা থেকে রাত ১০ টার মধ্যে ট্রেড নেয়াই ভালো। অনেকে আবার সন্ধা ৬ টা থেকে রাত ১০ টার মধ্যে ট্রেড নিয়ে থাকেন, সেটাও ভালো। আসল কথা হলো আপনি অভিজ্ঞ ট্রেডার হলে আপনি যে কোন সময়ই ট্রেড নিতে পারেন।