ফরেক্স মার্কেটে ট্রেড করতে এসে শুরুতে আমরা অনেকেই ব্যালেন্স জিরো করে ফেলি। ব্যালেন্স জিরো করার অনেক ধরনের কারণ রয়েছে।
১। ফরেক্স মার্কেটে ব্যালেন্স জিরো করার first and foremost কারণ হলো অতিরিক্ত লোভ করা।
২। ব্যালেন্স জিরো করার অন্যতম কারণ হলো অধৈর্যতা। বেশিরভাগ ট্রেডার ফরেক্স মার্কেট থেকে ঝরে যায় শুধুমাত্র অথচ তার কারণে।
৩। ট্রেনিং এর সময় স্টপ লস এবং টেক প্রফিট ব্যবহার না করাও ব্যালেন্স জিরো করার আরেকটি কারণ।
৪। সঠিকভাবে মানি ম্যানেজমেন্ট না করে ট্রেড করা।
৫। মার্কেট এনালাইসিস এবং সাপোর্ট রেসিস্টেন্স নির্ণয় না করেই মনগড়াভাবে ট্রেড নেয়া ব্যালেন্স জিরো হওয়ার কারণ।
এসব বিষয়গুলো এড়িয়ে সঠিক পন্থায় ট্রেড করতে পারলে মূলধন রক্ষা করে ট্রেড করা সম্ভব, অন্যথায় বারবার লস কর ব্যালেন্স জিরো করার সমূহ সম্ভাবনা থাকে।