একটা সময় ছিল যখন লস হলে মেনে নিতে পারতাম না। মাথা নষ্ট হয়ে যেত লস রিকভার করার জন্য। ফলাফল আরো বেশি লস করতাম। একসময় স্টপলস ব্যবহার বাদ দিলাম। বেশ কয়েকদিন বেশ ভাল প্রফিট করলাম। সব সময় কি ভাগ্য সহায় হয়। লুজিং ট্রেড বাড়তে বাড়তে একসময় একাউন্ট স্টপ আউট।
Printable View
একটা সময় ছিল যখন লস হলে মেনে নিতে পারতাম না। মাথা নষ্ট হয়ে যেত লস রিকভার করার জন্য। ফলাফল আরো বেশি লস করতাম। একসময় স্টপলস ব্যবহার বাদ দিলাম। বেশ কয়েকদিন বেশ ভাল প্রফিট করলাম। সব সময় কি ভাগ্য সহায় হয়। লুজিং ট্রেড বাড়তে বাড়তে একসময় একাউন্ট স্টপ আউট।
লাভ লস ছাড়া কনো ব্যবসা হয় না তবে ব্যবসায়ে লসকে এড়িয়ে লাভ করতে শিখাই বুদ্ধিমানের কাজ। আর এই লসকে এড়িয়ে লাভ করতে হলে আপনাকে ফরেক্স মার্কেট সম্পর্কে ভালো জ্ঞান লাভ করতে হবে বেশি বেশি ডেমো ট্রেডিং করে ভালো ট্রেডার হতে হবে তাহলে আপনি সফোল হতে পারবেন।
ফরেক্স মার্কেট লস হওয়াটা স্বাভাবিক ব্যাপার।তাই লস টাকে আমাদের মেনে নিতে হবে এবং ধৈর্য সহকারে ট্রেড করতে হবে মার্কেট বুঝে ট্রেড করতে হবে।ফরেক্স মার্কেট লোভ থেকে বিরত থাকতে হবে। যেহেতু ফরেক্স এক প্রকার বিজনেস তাই এখানে অনেক সময় আমাদের লস হবে , এই স্বাভাবিক জিনিস টা মেনে নিতে হবে। এখানে আমরা সারা জীবন শুদু লাভ ই করে যাব তা নয়।
ফরেক্স মার্কেটে লস হয় লস যেকোনো সময় লস হতে পারে তাই ফরেক্স মার্কেটে লস হয়ার কিছু কারন আছে সেগুল হল ফরেক্স সম্পরকে ভাল কন অভিজ্ঞতা অরজন না করে ফরেক্স মার্কেটে অংশ গ্রহন করে ট্রেড করা ।
ব্যাবসা মানেই লাভ আর লস এর খেলা। শুখু এক ঘেয়েমি লাভ হবে এমন কোন ব্যাবসা নেই। তাই লস হলেই যে আমি হাল ছেরে দেব তা কিন্তু নয়। অন্যান্য ব্যাবসার মত ফরেক্স এ ও টিকে থাকব।
আমি আপনার সাথে পুরোপুরি একমত যে ফরেক্সে লস খুবই সাধারন একটা বিষয়। লাভ লসের এ ব্যবসায় একটু অমনোযোগ বয়ে আনতে পারে লসের সমুদ্র। আর এজন্য ফরেক্সে সামান্য লস থেকেই কিছু শিখে নিতে হবে। আমি কিছুটা লস করলে আগে ধৈর্য্য ধরে কিছুদিনের জন্য ট্রেড অব্যাহতি দেই।এরপর ফিরে এসে লসের কারন নির্ণয় করে লস রিকভারের চেষ্টা করি।
ফরেক্স মার্কেটে ব্যাবসা করলেই লস হবে আমার যখন লস হয় আমি চেস্টা করি সেই লস থেকে শিক্ষা নেওয়ার কারন আমি একনো শিখতেছি এখনে শিখার কোন শেষ নেই। এখানে প্রতিনিয়ত আমাদের কে নতুন নিউজ গুলো পড়তে হতে হয়।
ব্যবসায় যেমন লাভ লস থাকে ঠিক ফরেক্স মার্কেট ও লাভ লস থাকবে। আর লস আছে বিধায় সবাই ফরেক্স এ বুঝে শুনে ট্রেড করে। যদি লস না থাকত তাহলে তো এটা কোন মার্কেট ই হতো না। তবে মূল হচ্ছে আপনার লস কে মেনে নেওয়া। লস টা কেন হলো তা এনালাইসিস করে ভুল টা বের করে আনা।
আমি বেশিরভাগ সময় লসই করি তবুও মন খারাপ করি না । নিজের ভুল গুলো লিখে রাকার চেষ্টা করতেছি । আর ধীরে ধীরে আরও বেশি ট্রেডে লাভ করার চেষ্টা করছি । আশা করি সফলতা পাব । এই বছরটা আমার জন্য খবই গুরুত্বপূর্ণ ।
ফরেক্সে এসে ট্রেডাররা প্রথম থেকেই লস করতে থাকে। লস হলে প্রথম দিকে বেশ মন খারাপ হয়। এই লসকে কমাতে হলে আমাদের লসগুলিকে ডেমো ট্রেডের উপরে ছেড়ে দিতে হবে। কি করে প্রফিট করা যায় তা জেনে রিয়েল ট্রেডে খুব ছোট ছোট লটে ট্রেড করে কনফিডেন্স আনতে হবে।