ট্রেডিং স্ট্রাটিজি ছাড়া ট্রেড করলে কোন ভাবেই সফল হওয়া সম্ভব বলে আমার মনে হয় না । প্রত্যেক সফল এবং প্রফেশনাল ট্রেডার এর অবশ্যই একটি ট্রেডিং স্ট্রাটিজি থাকা প্রয়োজন । ট্রেডিং স্ট্রাটিজির বাহিরে কোন ট্রেড করলে বেশিরভাগক্ষেত্রেই বিফল হতে হয় ।
Printable View
ট্রেডিং স্ট্রাটিজি ছাড়া ট্রেড করলে কোন ভাবেই সফল হওয়া সম্ভব বলে আমার মনে হয় না । প্রত্যেক সফল এবং প্রফেশনাল ট্রেডার এর অবশ্যই একটি ট্রেডিং স্ট্রাটিজি থাকা প্রয়োজন । ট্রেডিং স্ট্রাটিজির বাহিরে কোন ট্রেড করলে বেশিরভাগক্ষেত্রেই বিফল হতে হয় ।
হ্যাঁ ফরেক্স ট্রেড করে সফল হতে হলে অবশ্যই স্ট্রাটেজি মেনে ট্রেড করতে হবে । তানাহলে আমরা কখনই সফল হতে পারব না । সফল হতে হলে আবশ্যই আমাদেরকে সুশৃংখল ভাবে ট্রেড করতে হবে । মানি ম্যানেজমেন্ট মেনে ট্রেড করতে হবে । ফরেক্সে মার্কেটে সময় দিতে হবে , মার্কেট এনালাইসিস করতে হবে । টেকনিক্যাল এনালাইসিস এর পাশাপাশি আমাদেরকে ফান্ডামেন্টাল এনালাইসিসেও দক্ষতা অর্জন করতে হবে । ট্রেড করার সময় স্টপ লস ও টেক প্রফিট দিয়ে দিতে হবে ।
ট্রেডিং স্ট্রাটেজির জন্য সবারই একটি সুগঠিত প্ল্যান থাকা উচিৎ ।আমার ট্রেডিং এর জন্য আমি আমার নিজের বানানো সুগোঠিত ট্রেডিং স্টাটেজি ব্যবহার করি এবং এই স্টাটেজি আমাকে অনেক সহযোগিতা করে ভাল প্রফিট পাবার জন্য ।আমি বুঝে শুনে আমার ট্রেডিং স্ট্রাটেজির সমস্ত প্লান কাজে লাগিয়ে ট্রেড করি ।সবারই একান্ত কর্তব্য সফলতার জন্য নিজস্ব কৌশল অবলম্বন করে ফরেক্স মার্কেটে ধৈর্য্য,গেয়ান, দক্ষতা,পরিশ্রম করে স্ট্রাটেজি ব্যাবহার করে সফল হওয়া ।
সফল ফরেক্স ট্রেডারদের নিজস্ব ট্রেডিং স্ট্রাটেজী থাকে ।আর একটি ভালো ট্রেডিং স্ট্রাটেজী পারে একজন সাধারণ ট্রেডারকে দক্ষ ট্রেডারে পরিণত করতে । তাই ফরেক্সে সফল হতে হলে আপনাকে একটি ভালো ট্রেডিং স্ট্রাটেজী তৈরী করে নিতে হবে এবং ধৈর্য সহকারে সেটা ব্যাবহার করে যেতে হবে ।দুই দিন পরপর ট্রেডিং স্ট্রাটেজী চেঞ্জ করা যাবে না । আপনি যেই ভাবে সাজিয়েছেন ঠিক সেইভাবেই করে যেতে হবে ।
স্ট্রাটেজি বলতে পরিকল্পনাও বলা চলে। ফরেক্স ট্রেডিং স্ট্রেটেজি মানে ট্রেডিং কৌশল। ফরেক্স ট্রেডিং স্ট্রেটেজির গুরুত্ব অপরিসীম। আগে থেকে একটা ভালো প্লানের মাধ্যমে ট্রেডিং স্ট্রেটেজি তৈরি করা হয়।ট্রেডিং স্ট্রেটেজি মাধ্যমে একটা ট্রেডার ভালোলাফল পেতে পারে।যদি তার ট্রেডিং স্ট্রাটেজি কার্যকরি হয়।এজন্য আমার মনে হয় ফরেক্সে ট্রেডিং স্ট্রেটেজির গুরুত্ব অপরিসীম।
ফরেক্স সম্পূর্ণরুপে মেধাভিত্তিক ব্যবসায় অর্থ্যাৎ আমি বুঝাতে চাচ্ছি যে ফরেক্স হল এমন একটা ব্যবসা যেখানে নিজের দক্ষতাই সবচেয়ে বড় হাতিয়ার একজন অভিজ্ঞ ট্রেডারের কম মূলধন থাকলেও তিনি তার দক্ষতা এবং ট্রেডিং দক্ষতা দিয়ে অল্প মূলধনকেও দ্বিগুণ করতে পারেন প্রক্ষ্যন্তরে একজন নতুন ট্রেডারের পক্ষে তা অসম্ভব তাই আমরা যারা নতুন আছি তাদের উচিত নিজস্ব একটা ট্রেডিং স্ট্রাটেজি তৈরী করা ফরেক্স মার্কেটে দক্ষতার কোন বিকল্প নেই
ফরেক্স মারকেটে আমি মনে করি যে ফরেক্স মারকেটে ট্রেড করে সফলতা পেতে হলে বা প্রফিট করতে গেলে সবচেয়ে জেটা বেশি গুরুতু পুরন সেটা হল ফরেক্স ট্রেডিং গরে তলা একটি ভাল ট্রেডিং স্টাডেজি গরে তুলতে হবে তাহলে ফরেক্স মারকেটে সেই ট্রেডিং স্টাটেজি গরে নিয়ে ট্রেড করলে ভাল করা জায় তাহলে ফরেক্স ট্রেড করে সফলতা পাওয়া জেতে পারে তাই আমাদের উচিৎ ভাল একটি স্টাটেজি নিয়ে ট্রেড করা ।
ট্রেডিং স্ট্রাটেজি হলো কিভাবে গুছিয়ে ট্রেড করতে হবে এবং কিভাবে সর্বোচ্চ প্রফিট করতে হবে তাকেই বোঝায়। ভালো ট্রেডং স্ট্রাটেজি ভালো ট্রেডারের দক্ষতার প্রকাশ ঘটায়। প্রতিটি ট্রেডারের সফলতার জন্য ট্রেডিং স্ট্রাটেজি প্রয়োজন। কারন ট্রেডিং স্ট্রাটেজি না থাকলে ট্রেডে অগোছালোতা সৃষ্টি হয়। তাই ট্রেডিং স্ট্রাটেজির গুরুত্ব অপরিসীম।
ফরেক্স মার্কেট এ ট্রেডং স্ট্রাটেজির গুরুত্ব অনেক,তাই আমি মনেকরি ফরেক্স মার্কেট থেকে ধারাবাহিক ভাবে যদি কেউ প্রফিট করে যেতে পারে তাকে আমরা স্ট্রাটেজি বলি,ফরেক্স মার্কেট থেকে ভাল ইনকাম করার জন্য মার্কেট এ ট্রেড করার সময় স্টপ লস ও টেক প্রফিট ব্যাবহার করতে হবে।
ট্রেডিং অধ্যয়নের গুরুত্ব অপরিসীম । যে যত বেশী অধ্যয়ন করবে স তত বেশী সফলকাম ও লসের হাত থেক মুক্তি পেতে পারবে । সুতরাং আমরা ফরেক্স ব্যবসা করার আগে ভালোভাবে অদ্যয়ন করে নেব যাতে করে কোন প্রকার সমস্যায় পড়তে হয় না ।