আসলে ভাই আমি নিজেও লাইক এর ব্যাপার তা যানিনা।
আসলে পোস্টে লাইক দেয়ার কোনো সীমাবদ্ধতা আছে বলে আমার জানা নেই তবে এটা না থাকার সম্ভাবনাই বেশী। এবং আপনি লাইক করার ক্ষেত্রে অবশ্যই আপনার দেখে নেওয়া উচিত পোস্টটি যদি মানসম্মত হয় তাহলে সেই পোস্টে লাইক দেয়া উচিত।এবং পোস্টে লাইক দেওয়া না দেওয়া এটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার এটা কোন বাধ্যতামূলক নয়। আপনি মন চাইলে লাইক করতে পারেন এবং আপনার যদি মন না চায় তাহলে পোস্টে লাইক নাও করতে পারেন। সেক্ষেত্রে আপনার ইচ্ছের উপর নির্ভর করে, তবে আপনার বুঝে শুনে লাইক দেওয়া উচিত কারণ আপনি যদি কাউকে লাইক না দেন তাহলে আপনাকেও লাইক না দেয়ার সম্ভাবনা বেশি থাকবে।আসলে মানসম্মত পোস্টে আমাদের সকলেরই লাইক দেওয়া উচিত।আমি ডেইলি 10 টা করে পোস্ট দিই,আর একাধিক লাইক দিয়ে থাকি,লাইক দিই যদি কারো উপকার হয় বোনাস পেতে এর জন্য,কিন্তু প্রতেক দিন কত লাইক দেওয়া যাবে সেই টা যানতে পারলে ভালো হতো,যদি কেউ যানতে পারেন তাহলে আমাদের যানাবেন।