-
আমি যখন ডেমো ট্রেডিং প্রাকটিস করি তখন এই মার্জিন ও ফ্রী মার্জিন দেখতে পাই । আমি যদি কোনো ট্রেড ওপেন করি তাহলে আমার মার্জিন ব্যালেন্স থেকে একটা অংশ কেটে নেয় আর সেই কেটে নেওয়া অংশকে মার্জিন বলা হয় এবং মার্জিন ব্যালেন্স থেকে যে অংশ কেটে নেওয়ার পরে যে অবশিস্ট অংশ থেকে যায় তাকে ফ্রী মার্জিন বলে। ইকুইটি বাড়লে মার্জিন লেভেল বাড়ে আবার ইকুইটি কমলে মার্জিন লেভেল কমে। তাই আমাদের সবসময় চেষ্টা করতে হবে মার্জিন লেভেল যেন ডাউন হয়ে না যায়।
-
রানিং সকল রেড যোগ করে তার ওপর যে পরিমাণ বিনিয়োগ করা হয় তাকে মার্জিন বলে
আর ফ্রি মার্জিন হল, ফ্রী মার্জিন হলো ইকুইটি থেকে বিয়োগ করে মার্জিন বাদ দিলে যেটা থাকে তাকে ফ্রি মার্জিন বলে
তাই আমাদের সবসময় চেষ্টা করতে হবে মার্জিন লেভেল যেন ডাউন হয়ে না যায় এবং ইকুইটি বাড়ানোর চেষ্টা করা।তাই এই বিষয় সম্পর্কে বিস্তারিত তথ্য আপনাদের মাধ্যমে জানতে চাই। বিষয় গুলো সম্পর্কে জানতে আপনাদের সাহায্য চাই।
-
মার্জিনঃ বর্তমানে যতগুলো ট্রেড দেওয়া আছে তার জন্য যে পরিমান বিনিয়োগ হয়েছে সেটাই হলো মার্জিন।
ফ্রি মার্জিনঃ আর ইকুইটি থেকে মার্জিন বাদ দিলে যা থাকে তাই হলো ফ্রি মার্জিন। ফ্রি মার্জিন দিয়ে বুঝায় আপনি আরো কতোটুকু ট্রেড নিতে পারবেন।
মার্জিন লেভেলঃ আর ইকুইটিকে মার্জিন দ্বারা ভাগ করে ১০০ দ্বারা গুন করলে মার্জিন লেভেল পাওয়া যায়। এটা খুবই গুরুত্বপূর্ণ কারন মার্জিন লেভেল ৩৫% এর নিচে চলেে আসলে একাউন্ট স্বাভাবিক ভাবেই বন্ধ হয়ে যায়। ইকুইটি বাড়লে মার্জিন লেভেল বাড়ে আবার ইকুইটি কমলে মার্জিন লেভেল কমে তাই আমাদের সবসময় চেষ্টা করতে হবে মার্জিন লেভেল যেন ডাউন হয়ে না যায় এবং ইকুইটি বাড়ানো সম্ভব হয়।
-
মার্জিন কি? আর ফ্রি মার্জিন কি? বিশেষ করে মার্জিন আর ফ্রি মার্জিন এর পার্থক্য কি জানতে চাচ্ছিলাম? যিনি সঠিক তথ্য জানেন তথ্যটি শেয়ার করে জানালে উপকৃত হব, সাথে সাথে তার প্রতি কৃতজ্ঞ থাকবো।