-
ফরেক্স হল একটি বেবসায়ি প্রতিস্টান প্রতিটি প্রতিস্তানেরই কিছু না কিছু লক্ষ্য থাকে আর ফরেক্সের লক্ষ্য হল বেকার মানুষদের মেধাকে কাজে লাগিয়ে অর্থ উপার্জন করানো এতে করে দেশের অর্থ নৈতিক দিক দিয়ে পরিবর্তন আসবে তাহলে আমাদের দেশে যেমন বেকার সমস্যা দূর হবে ঠিক তেমন ই দেশে বৈদেশিক মুদ্রা ও আসবে
-
হ্যাঁ ফরেক্সে কোন বাধা নেই যে আপনি ট্রেড করতে পারবেন কিন্তু উনি ট্রেড করতে পারবেন না । ফরেক্সে আমরা সবাই ট্রেড করতে পারি । আর এজন্য আমাদের সকলেই ফরেক্স শিখে ফরেক্সে ট্রেড করতে পারে । ফরেক্স ট্রেড করে অন্য যেকোন ব্যাবস্যার চেয়ে বেশি লাভ করা যায় । কিন্তু একথাও সত্য যে ফরেক্স অনেক ঝুকিপুর্ন । তাই ফরেক্স এ প্রতিটা ট্রেড এ এন্ট্রি নেয়ার সময় খুব ভালো করে আগে মার্কেট এনালাইসিস করে নিতে হবে । আর মানি ম্যানেজ মেন্ট মানতে হবে । আর যে এ দুটি কাজ দক্ষতার সাথে করতে পারবে সেই ফরেক্স করতে পারবে ।
-
না আমি মনে করি না যে ফরেক্স এই লক্ষ্য নিয়ে এসেছে । আসলে আমরা ফরেক্সকে আমাদের বেকার সমস্যার সমাধানে কাজে লাগাতে পারি । আর বেশি কিছু নয় । ফরেক্স বছর বছর ধরে আছে আর প্রথম দিকে ফরেক্স সবার নাগালের মধ্যে ছিল না আর এখন সবার নাগালের মধ্যে এনে দিয়েছে বিভিন্ন ব্রোকার । ফরেক্স এর উতপত্তি স্থল আমেরিকাতেই আর বড় বড় ব্যাবসায়ীরা তখন ফরেক্স ট্রেড করত । আমরা ফরেক্স এর মাধ্যমে বেকার সময়ার সমাধান করতে পারি তবে আগে ফরেক্স শিখতে হবে ।
-
ফরেক্স এর লক্ষ হচ্ছে সকলকেই আর্থিক ভাবে সাবসম্বি করা । কারন ফরেক্স একটি স্বাধীন ব্যবসা । এই ব্যবসা সকলেই করতে পারে । ফরেক্স ব্যবসা বেকার সমস্যা দূর করতে সক্ষম হবে । এখন যারা চাকুরীর জন্য বেকার ঘুরে বেড়াচ্ছে তাদের উচিত ফরেক্স সম্পর্কে ভালো জ্ঞান অর্জন করে ফরেক্স থেকে মুনাফা আয় করে নিজেকে অর্থনৈতিক দিক থেকে সাবলম্বি করা । ফরেক্স ব্যবসা করে এখন অর্থনৈতিক এবং সামাজিক উন্নয়ন করা অনেক সহজ হচ্ছে । ফরেক্স এর লক্ষ হচ্ছে দারিদ্রতা বিমোচন করা ।
-
ফরেক্র লক্ষ হচ্ছে সাফল্য অরজন করা। সবার লক্ষ হচ্ছে ফরেক্র করে নিজেদের কে সাফল্যের দিকে নিয়ে যেতে। কিন্তু ফরেক্র সম্পরকে যারা যানে না ওরা কখনই এই মারকেট থেকে সাফল্য তেমন অরজন করতে পারে না। সবার লক্ষই হলো সাফল্য অরজন করা । তবে যারা মারকেট সম্পরকে ভাল যানে তারাই সাফল্য অরজন করতে পারে আশা বাধি।
-
আমি মনে করি ফরেক্স এর লক্ষ হচ্ছে সব বেধা বেধ ভুলে নির্বিশেষে সব মানুষ নিজেদের মেধা কাজে লাগিয়ে নিজেদের ভাগ্য পরিবর্তন করুক এবং দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে অর্থনীতিতে ভুমিকা রাখুক । ফরেক্স দ্বারা আমরা সাভলম্বি হওয়ার সাথে সাথে দারিদ্র বিমুচনে ভুমিকা রাখতে পারি, আর এটাই ফরেক্স এর লক্ষ বলে আমি মনে করি ।
-
সহজ উপাই এ টাকা ইনকাম করার একটি রাস্তা হচ্ছে ফরেক্স। তাই আমি মনে করি টাকা উপার্জন করা ই হলো ফরেক্স এর প্রধান লক্ষ। যেহেতু ফরেক্স টাকা উপার্জন এ সবাইকে সমান ভাবে সাহাজ্জ করসে তাই বেকারত্ত দূর করা ও যে ফরেক্স এর অন্যতম আরেকটি লক্ষ তা বলা যাই।
-
ফরেক্স মার্কেট এ সবাই কাজ করতে পারে, এখানে যেকেও ট্রেড করতে পারে। ফরেক্স এর মাধ্যমে অনেক বেকারত্ত দূর হয়েছে আর ভবিশ্যতেও হবে। ফরেক্স এর আসল উদ্দেশ্য হলো সকল মানুষের বেকারত্ত দূর করা। আর ট্রেডিং এর মাধ্যমে মুনাফা অরজন করা। ফরেক্স দ্বারা আমরা সাভলম্বি হওয়ার সাথে সাথে দারিদ্র বিমুচনে ভুমিকা রাখতে পারি, আর এটাই ফরেক্স এর লক্ষ।
-
এই কথাগুলো আসলে আমরা যে যে ভাবে মনে করি। ফরেক্স ব্রোকারের লক্ষ্য হল বেশি ট্রেডার দের ফরেক্সের সাথে যুক্ত করা আর বর্তমান ট্রেডার দের স্বার্থ রক্ষার মাধ্যমে বেশি বেশি ট্রেড করতে উদ্বুদ্ধ করা। এতে ব্রোকারের লাভ বেশি হয়। আর আমরা ফরেক্সে আসি বেশি লাভের আশায়। অনেকেই জীবীকা নির্বাহের জন্য ফরেক্স করি। তবে ফরেক্সের মুল উদ্দেশ্য বা লক্ষ্য হল জনসাধারণ এর জন্য কারেন্সি হাত বদলের সুযোগ তৈরী করে দেয়া।
-
আমার মন হয় ফরেক্স যেহেতু সকল পেশার সকল শ্রেনির মানুষ করতে পারে এবং এখন থেকে আয় করতে পারে তাই আমার লক্ষ হবে বেকার জনজনগোষ্টির আয়ের উতস বাড়ানো্ এবং বেকার সমস্যার উত্তরন করা। এবং সবাইকে স্বাবলম্বী করে গড়ে তোলা। ফরেক্স দ্বারা আমরা সাভলম্বি হওয়ার সাথে সাথে দারিদ্র বিমুচনে ভুমিকা রাখতে পারি, আর এটাই ফরেক্স এর লক্ষ। ফরেক্স এর লক্ষ হবে এটা যেন সারা বিশ্বের সকল মানুষ যেন সমান ভাবে ফরেক্স করতে পারে। ধন্যবাদ