আমি ফরেক্স মার্কেটে নতুন ট্রেড করি। তবে তার চেয়ে বড় কথা হল ফোরামের বোনাস দিয়ে ট্রেড করি তাই আমার একাউন্ট এখনো ব্লক করেনাই। আশা কোন অশদ উপাই অবলম্বন করি নাই। এখনো লাভ করতে পারি নাই তাই ডলার উইথ্র কিভাবে আর দিব। আমার একটা একাউন্ট জিরো হয়ে গেচে।
Printable View
আমি ফরেক্স মার্কেটে নতুন ট্রেড করি। তবে তার চেয়ে বড় কথা হল ফোরামের বোনাস দিয়ে ট্রেড করি তাই আমার একাউন্ট এখনো ব্লক করেনাই। আশা কোন অশদ উপাই অবলম্বন করি নাই। এখনো লাভ করতে পারি নাই তাই ডলার উইথ্র কিভাবে আর দিব। আমার একটা একাউন্ট জিরো হয়ে গেচে।
আপনি যদি আপনার লাভের সবটুকু উঠাতে যান তাহলে আপনার একাউন্ট ব্লক করে দিতে পারে । মানে আপনাকে আপনার লাভের কিছু অংশ রেখে টাকা উঠাতে হবে অর্থাত আপনার নিজে থেকে কিছু ডিপোজিট রাখতে হবে । তাহলে আর একাউন্ট ব্লক হবে না বলে আশা করা যায় । ফরেক্স শেয়ার মারকেট থেকে আয়করা জাবে।
আমরা ফোরাম পোস্টিং করে যে বোনাস পাই সেটা দিয়ে ইন্সটা ফরেক্সে ট্রেড করতে পারি। এই বোনাস দিয়ে ট্রেডিং করে যে প্রফিট পায় সেটা তুলতে অনেক নিয়ম মানতে হয় আর না মানলে একাউন্ট ব্লক হয়ে যেতে পারে।
আমি এখনো কোন টাকা উঠাইনি। তবে সবার সমস্যাগুলো জেনে খুবই উপকৃত হলাম। আমার মতে টাকা উঠানোর নির্দিষ্ট একটি নিয়ম থাকা উচিত। আমাদেরকে সেই নিয়ম মেনে চললে আশা করি ভবিষ্যতে কোন সমস্যা হওয়ার কথা নয়। আমরা নিয়ম মেনে চলব।
ফরেক্স মার্কেট এ ট্রেডিং করে আমরা বোনাস অনেক সময় লস করে থাকি,কিন্তু আমরা বাংলাদেশ ফরেক্স ফোরামে পোস্ট করে যে বোনাস পাই তা দারা ট্রেডিং করে প্রফিট করলে তা উঠানো যায়,তাই আমাদের কম কম করে প্রফিট উঠাতে হবে,তাহলে।অনেক ভাল করা যায় ফরেক্স।মার্কেট এ।
ফরেক্স ফোরামের বোনাস দিউএ ইন্সটা ফরেক্সকে ট্রেড করা যায় খুব সহজে। আর পনি যদি বোনাসের অতিরিক্ত লাভ করতে পারেন ফরেক্স মার্কেটে ট্রেড করে তাহলে আপনি আপনার লাভের অংশ ইন্সটা ফরেক্স একাউন্ট থেকে উঠাতে পারবেন। তাই ট্রেড করার সময় লক্ষ রাকবেন যে লস না হয়।
আপনি যদি ফোরামের বোনাস দিয়ে ইন্সতাফরেক্সে ট্রেড করতে চান তা হলে সর্ব প্রথম আপনার অ্যাকাউন্ত দুই স্তরে ভাল ভাবে ভেরি ফাই করতে হবে ।এ ছাড়া ফোরাম ও ইন্সতাফরেক্সের নিয়ম নীতি মেনে চলতে হবে ।এর পরে আশা করা যায় আমাদের অ্যাকাউন্ত ব্লক হবে না ।
একাউন্ট ব্লক করার নানা বিধ কারন রয়েছে । সবচেয়ে বড় কথা আপনার মিনিমাম ইনভেস্টমেন্ট প্রয়োজন । আপনি যদি ছোটখাট ইনভেস্টমেন্ট না করেন তাহলে একাউন্ট ব্লক করে দিতে পারে । এছাড়াও একাধিক একাউন্ট করলে বা এক একাউন্ট একাধিক ফোরামে ব্যবহার করলে একাউন্ট ব্লক করে দেয়ার সম্ভাবনা রয়েছে বলে আমি মনে করি ।
ভাই আপনার সব সময় একটি জিনিস মাথায় রাখতে হবে যে আপনার একাউন্টটি একটি ফোরাম বোনাস একাউন্ট । তাই সব সময় ব্রোকার *হাউজের যে সকল নিয়মকানুন রয়েছে তা মেনে চলতে হবে । ব্রোকার সাধারনত স্ক্যাল্পিং , হেজিং সাপোর্ট করেনা । তাছাড়া আপনি যদি ফোরামের বিভিন্ন একাউন্ট থেকে বোনাস নেন তাহলে আপনার একাউন্ট ব্যান হওয়ার সম্ভাবনা বেশি ।
বোনাস দিয়ে ট্রেড করলে অনেক রুলস এন্ড রেগুলেশন মেনে চলতে হবে।বিশেষ করে ভলিয়মের ব্যাপারে সচেষ্ট থাকতে হবে।কখনই বড় ভলিয়মের ট্রেড করা যাবেনা।কখনই মার্জিন কে মাইনাসে আসবে এমনভাবে বড় এন্ট্রি নেওয়া যাবেনাযাবেনা।সর্বোপরি অনেক নিয়ম মেনে চললে অ্যাকাউন্টে ব্লক হওয়ার সম্ভবনা কমবে।