-
আমরা যখন টেকনিক্যাল এনালাইসিস করি তখন চার্টে বিভিন্ন ধরনের টাইম টাইম দেখতে পায় যেটার মাধ্যমে আমরা এনালাইসিস করে থাকি। একেক জন একেক ধরনের টাইমফ্রেম ব্যবহার করে থাকেন। আমি সাধারণত টেকনিক্যাল এনালাইসিস করার ক্ষেত্রে 4 ঘন্টা টাইম ফ্রেম ব্যবহার করে এনালাইসিস করে স্বচ্ছন্দবোধ করি। আবার অনেক ক্ষেত্রে সাপ্তাহিক এনালাইসিস করার ক্ষেত্রে d1 টাইমফ্রেম অনুসরণ করে এনালাইসিস করি।
-
আপনি খুবই গুরুত্বপুর্ন একটা বিষয় নিয়ে কথা বলেছেন। আমরা অনেকেই ক্যান্ডেল স্টিক চার্ট এনালাইসিস করতে জানিনা। আপনি যার সুন্দর একটা ব্যাখ্যা দিয়েছেন।
আমি নিজেও ১ ঘন্টার টাইম্ফ্রেম এ এনালাসিস করি। এজন্য ১৫ মিনিট থেকে ৪ ঘন্টার টাইমফ্রেম এ ভাল দৃষ্টি রাখি। এতে এনালাসিস করতে অনেক সুবিধা হয় আর ক্লিয়ারেন্স পাওয়া যায়। আর যত কৌশল আছে তার মধ্যে ক্যান্ডেলস্টিক ট্রেডিং অনেকটা খাদ মুক্ত। মুল কথা হল ট্রেন্ড নির্ধারণ আর সে অনুযায়ী ট্রেড করা।এভাবে ফরেক্স মার্কেটে ভাল করে ট্রেড করতে পারলে অনে অনেক টাকা ইনকাম করা যাবে।
-
আমরা যদি একটু বড় টাইম ফ্রেম ওপেন করি তাহলে মুভমেন্ট আমরা অল্প দেখতে পারব, এবং মার্কেট সম্পর্কে আমরা সঠিক বেপার টা বুঝতে পারব, নতুবা মুভমেন্ট বেশি থাকার ফলে ইটা আমাদেরকে বিভ্রান্তিতে ফেলে, যেমন ১ মিনিট এ স্কাল্পিং করার জন্য মুনিতে ৫ এর তিমেফ্রামে বেবহার করাটাই উত্তম। স্ট্যাটেজি ডেভোলপ করেছেন সেটার উপর । তবে আমার মতে আপন যদি ভালো ভাবে ট্রেডিং করতে চান তাহলে আপনাকে সব ধরনের টাইম ফেমেই কাজ করতে হবে ।
-
চার্ট এনালাইসিস এর ক্ষেত্রে কান্ডেলস্টিক চার্ট অনেক উপযোগী। কারণ কান্ডেলস্টিক চার্ট এর মার্কেট প্রদর্শন ত্রাদের দের নিকট অনেক বোধগম্য। কেউ যদি শেখার চেষ্টা করে তবে সে ভাল করতে পারবে বলে আমার মনে হয় । এরকম অনেক নতুন নতুন বিষয় আগেও শিখেছি । আসলে আমি শুধু বোনাসের জন্য পোষ্ট দেই না সাথে সাথে শেখার চেষ্টাও করি । আমি মনেকরি,আমাদের এনালাইসিস করার সময় লং টাইম ফ্রেম ব্যাবহার করে করতে পারলে অনেক ভাল হয়। ক্যান্ডেলস্টিক চার্ট এনালাইসিস করার জন্য আমার মতে সবচেয়ে ভাল টাইম ফ্রেম ৩০ মিনিট ও ৪ ঘন্টার টাইম ফ্রেম। যে টাইম ফ্রেমেই ট্রেড করেন না কেন ট্রেড করার আগে সব টাইম ফ্রেম ভাল করে এনালাইসিস করা প্রয়জন।
-
আমার মতে আপন যদি ভালো ভাবে ট্রেডিং করতে চান তাহলে আপনাকে সব ধরনের টাইম ফেমেই কাজ করতে হবে । আসলে এই ফোরাম থেকে শুধুমাত্র পোষ্ট না দিয়ে কেউ যদি শেখার চেষ্টা করে তবে সে ভাল করতে পারবে বলে আমার মনে হয় । এরকম অনেক নতুন নতুন বিষয় আগেও শিখেছি । আমাদের কে বিভিন্ন টাইম ফ্রেমের কেন্ডেলস্টিক এনালাইসিস আমার কাছে এক ঘন্টা ও ডেইলি মার্কেটে ট্রেড করতে ভাল লাগে।
-
আসলে এই ফোরাম থেকে শুধুমাত্র পোষ্ট না দিয়ে কেউ যদি শেখার চেষ্টা করে তবে সে ভাল করতে পারবে বলে আমার মনে হয় । এরকম অনেক নতুন নতুন বিষয় আগেও শিখেছি । আমার মতে আপন যদি ভালো ভাবে ট্রেডিং করতে চান তাহলে আপনাকে সব ধরনের টাইম ফেমেই কাজ করতে হবে । এতে এনালাসিস করতে অনেক সুবিধা হয় আর ক্লিয়ারেন্স পাওয়া যায়। আর যত কৌশল আছে তার মধ্যে ক্যান্ডেলস্টিক ট্রেডিং অনেকটা খাদ মুক্ত।