বেশিরভাগ সময়ই ফরেক্স মার্কেট একটি নির্দিষ্ট সীমার মধ্যে উঠানামা করে।এজন্য আমাদেরকে সঠিকভাবে এনালাইসিস করে সাপোর্ট ও রেজিস্ট্যান্স লেভেল বের করে নিতে হবে তাহলেই আমাদের পক্ষে প্রফিট করা সম্ভব হবে।
Printable View
বেশিরভাগ সময়ই ফরেক্স মার্কেট একটি নির্দিষ্ট সীমার মধ্যে উঠানামা করে।এজন্য আমাদেরকে সঠিকভাবে এনালাইসিস করে সাপোর্ট ও রেজিস্ট্যান্স লেভেল বের করে নিতে হবে তাহলেই আমাদের পক্ষে প্রফিট করা সম্ভব হবে।
একজন দক্ষ ট্রেডার অবশ্যই এনালাইসিস করে ট্রেড ওপেন করে থাকেন। ট্রেডের ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত নেয়ার জন্য টেকনিক্যাল এনালাইসিস খুবই গুরুত্বপূর্ণ ভুমিকা রাখে। আর টেকনিক্যাল এনালাইসিসের একটি ভাল হাতিয়ার হলো সাপোর্ট এবং রেসিট্যান্স। সঠিকভাবে সাপোর্ট এবং রেসিট্যান্স নির্ণয় করতে পারলে ভাল ট্রেডিং সিগনাল পাওয়া যায়। বর্তমানে অনেক ওয়েবসাইটে সাপোর্ট এবং রেসিট্যান্স দেয়া থাকে । একটি লিংক দিলাম https://www.investing.com/currencies...al?period=week
আমি বলবো ফরেক্স মার্কেটে সাপোর্ট এবং রেজিস্ট্যান্ট সঠিক ভাবে বের করতে পারা একটি ভালো আর্ট। সঠিকভাবে সাপোর্ট এবং রেজিস্ট্যান্ট বের করতে পারলে আপনার এটি মার্কেট সম্পর্কে ধরনা আসবে । অর্থাত আপনি ট্রেড রান করার পর এস এল টিপি দেবার ক্ষেত্রে এটি অনেক ভুমিকা পালন করে তবে আপনি যদি সর্ট টাইমে মার্কেট করে লংটাইমে সাপের্টি রেজিস্ট্যান্ট দেখেন তাহলে অনেক ভুল করবেন।
আমি মনে করি ফরেক্স ট্রেডিং এর ক্ষেত্রে সাপোর্ট & রেজিস্টান্স লেভেল অত্যান্ত গুরুত্বপূর্ণ । সাপোর্ট & রেজিস্টান্স লেভেল নির্নয় করে মার্কেটে ট্রেড করলে লস হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে । সাপোর্ট & রেজিস্টান্স লেভেল আপনাকে ভবিষ্যতে মার্কেট কোথায় যেতে পারে তা ধারনা দিতে পারে । তাই আমাদের সকলর *উচিত ভালভাবে দেখে শুনে ট্রেড করা ।
বিশ্বের সকল ট্রেডারগণ তিন পধ্বতিতে এনালাইসিস করে ট্রেড করছেন৷তার মধ্যে ২০ ভাগ হলো টেকনিক্যাল এনালাইসিস,যেখানে রয়েছে সাপোর্ট/রেসিসটেন্স লেভেল৷এই সাপোর্ট/রেসিসটেন্স লেভেলই যদি সঠিক ভাবে দেখতে,চিনতে ও বুঝতে না পারেন তাহলে ট্রেডই করতে পারবেন না৷আসল কথা কয়া দিলাম৷খুব সহজেই H/Line,Channel,Trend Line,M/A,Fibonacci Ratio....ইত্যাদি দিয়ে আপনার নির্ধারিত টাইম ফ্রেমে এই সাপোর্ট/রেসিসটেন্স লেভেলগুলো একেঁ নিতে পারবেন৷তাহলে অনেক ভালো ট্রেড করতে পারবেন৷
আমার মনে হয় ফরেক্স ট্রেডিং এর ক্ষেত্রে সাপোর্ট & রেজিস্টান্স লেভেল অত্যান্ত গুরুত্বপূর্ণ । সাপোর্ট & রেজিস্টান্স লেভেল নির্নয় করে মার্কেটে ট্রেড করলে লস হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে । সাপোর্ট & রেজিস্টান্স লেভেল আপনাকে ভবিষ্যতে মার্কেট কোথায় যেতে পারে তা ধারনা দিতে পারে । তাই আমাদের সকলর *উচিত ভালভাবে দেখে শুনে ট্রেড করা ।
ফরেক্স মার্কেটে ট্রেড ওপেন করার পূর্বে ভালোভাবে সাপোরট এন্ড রেসিসট্যান্ট লেভেল নির্নয় করতে হবে কারন সাপোরট এন্ড রেসিসট্যান্ট লেভেল সঠিকভাবে নির্নয় করতে না পারলে আপনার প্রতিটি ট্রেডে লস খাওয়ার সম্ভাবনা বেশি থাকবে । আপনি যদি ওই পদ্ধতি সম্পর্কে পুরোপুরিভাবে না জানতে পারেন তবে পদ্ধতি সঠিকভাবে ব্যবহার করতে পারবেন না ।
এই বস্তুটা যে কতগুরুত্বপূর্ণ তা এখন বুঝি। আগে বুঝতাম না কারণ জ্ঞান অনেক কম ছিল। তবে এটা মেনে ট্রেড করতে গেলে ভাল ই উপকার হবে। তবে আপনি যদি এর জন্য কোন কাস্টম ইন্ডিকেটর ব্যবহার করতে চান তবে তাও কাজে লাগবে। সবাইকে শূভ কামনা।
ফরেক্স আন্তর্জাতিক ব্যবসা । যেকোন সময় যেকোন ব্যক্তি ফরেক্স ব্যবসায় অংশ গ্রহন করতে পারবে ও টাকা আয় করতে পারবে । কিন্তু আমি মনে করি সকলের সাপোর্ট ও রেজিস্টান্স এনালাইসিস করে ট্রেড করা উচিত । আমি মনে করি সাপোর্ট ও রেজিস্টান্স মাত্রার গুরত্ব অনেক বেশি । এই জন্য আমি সাপোর্ট ও রেজিস্টান্স এনালাইসিস করেই ট্রেড করি ।
ফরেক্স মার্কেট হতে আমাদের ট্রেডিং করতে আমরা সাপোর্ট এবং রেজিস্টেন্স এর গুরুত্ব অনেক, ফরেক্স মার্কেটে আমাদের টিকে থাকিতে হলে অনেক কিছু জানিতে হবে,ফরেক্স মার্কেটে ট্রেডিং করে আমরা ভাল প্রফিট করতে হলে আমাদে স্টপ লস আর টেক প্রফিট ব্যাবহার করে ট্রেডিং করতে হবে,ফরেক্স মার্কেটে টিকে থাকিতে হবে।