-
আমার মতে ট্রেড নেয়ার পূর্বে কিছু বিষয় দেখে নেয়া ভাল । যার মধ্যে অন্যতম হল নিউজ আছে কি না , মার্কেট ট্রেন্ড কি , কোন প্যাটার্ণ তৈরি হয়েছে কি না, কোন ক্যান্ডেল তৈরি হয়েছে কি না, কাছাকাছি কোন সাপোর্ট রেসিসটেন্স আছে কি না, ফিবোনাচ্চি লেভেল ইত্যাদি বিষয় । এসব বিষয় বিবেচনা করে ট্রেডে এন্ট্রি নেয়া উচিত বলে আমি মনে করি ।
-
ফরেক্স মার্কেটে কারর অ্যাকাউন্ট যেন জিরো না হয়ে যায় সেটিই আমাদের প্রত্যাশা তবে চাওয়া এবং পাওয়ার মাঝে প্রায়শই অনেক বেশি পার্থক্য লক্ষ করা যায় একজন ট্রেডারের সব সময় উচিত হবে ট্রেড করার পূর্বে খুব ভাল ভাবে মার্কেট ট্রেন্ড অ্যানালাইসিস করা,মানিম্যানেজমেন্ট করা লোভ এবং আবেগকে কন্টোল করে তার পর ট্রেড করা।
-
ফরেফরেক্স মার্কেটে আমাদের উচিত প্রতিটি ট্রেডকে চ্যালেন্জস্বরূপ বিবেচনা করে ট্রেড করা। তাতে করে আমরা প্রতিটি ট্রেড শুরু করার পূর্বে ট্রেড নিয়ে অ্যানালাইসিস এবং প্রাইস মুভমেন্ট নিয়েও অ্যানালাইসিস করতে পারি।তবে একটা কথা হচ্ছে ট্রেড করার পূর্বে অবশ্যই মার্কেটের পর্যাপ্ত অ্যানালাইসিস, সাপোর্টে এবং রেসিসটেন্স এবং মানি ম্যানেজমেন্ট অনুসরন করার প্রয়োজন।
-
আমি মনে করি ট্রেড দেয়ার আগে আমাদের অবশ্যই কিছু বিষয় দেখে নেয়া ভালো। যেমন নিউজ দেখে মার্কেটে এর প্রভাব বিশ্লেষন করে ট্রেড নিতে হবে। যেকোনো ট্রেড নেয়ার আগেই কমপক্ষে ৫ মিনিট মার্কেট এনালাইসিস করে নিতে হবে। আমরা যদি একটু সতর্ক থেকে ট্রেড করি তবে আমাদের একাউন্ট ঝুকির হাত থেকে রক্ষা পাবে, আমাদের একাউন্ট জিরো হওয়ার হাত থেকে রক্ষা করতে হলে সতর্ক হতে হবে।
-
ফরেক্স মার্কেটে লাভ-লস হয়ে থাকে ট্রেড করার মাধ্যমে। ফরেক্স মার্কেটে ট্রেডিং হচ্ছে বিজনেসের মূল অংশ। তাই ফরেক্স মার্কেটে প্রতিটি ট্রেড করবার আগে আমাদের কিছু বিষয় ভালভাবে দেখে নেয়া উচিত। প্রতিটি ট্রেড করার আগে আমাদের দেখা উচিত আমরা ভালভাবে মার্কেট এনালাইসিস করেছি কি না, মানি ম্যানেজমেন্ট এর নিয়ম মেনে ট্রেডিং করছি কিনা।
-
আমি মনে করি ট্রেড দেয়ার আগে আমাদের অবশ্যই কিছু বিষয় দেখে নেয়া ভালো। যেমন নিউজ দেখে মার্কেটে এর প্রভাব বিশ্লেষন করে ট্রেড নিতে হবে। যেকোনো ট্রেড নেয়ার আগেই কমপক্ষে ৫ মিনিট মার্কেট এনালাইসিস করে নিতে হবে। আমরা যদি একটু সতর্ক থেকে ট্রেড করি তবে আমাদের একাউন্ট ঝুকির হাত থেকে রক্ষা পাবে, আমাদের একাউন্ট জিরো হওয়ার হাত থেকে রক্ষা করতে হলে সতর্ক হতে হবে।
-
আসলে ফরেক্স মার্কেটে একটি ট্রেড ওপেন করার আগে আপনাকে শতবার চিন্তা করা উচিত বলে আমি মনে করি । কেননা মার্কেটে যদি সারা দিনে একটি ট্রেড আপনার বিপরিতে যায় তাহলে এই একটি ট্রেডই আপনার এক সপ্তাহের কিংবা এক মাসের অর্জনকে শেষ করে দিতে পারে । তাই ট্রেড করার আগে মার্কেট এ্যনালাইস করে তার পর ট্রেড ওপেন করা উচিত ।
-
হ্যাঁ এটা একদম সঠিক কথা ফরেক্স এ ট্রেড দেওয়ার আগে এক থেকে পাঁচ বার দেখে নেওয়া ভাল। কারন ফরেক্স এ ট্রেড করা এত্ত সহজ না ফরেক্স ট্রেড করতে হলে আপনাকে ফরেক্স সম্পর্কে যানতে হবে কিভাবে ট্রেড করে সেটা শিখতে হবে এছাড়াও মাঝে মাঝে অনেক ভূল হয় ট্রেড করতে গেলে সেটা যেন না হয় তার জন্য বার বার দেখে তার পর ট্রেড করতে হবে। আমি মনে করি সবাই যদি এই ভাবে ট্রেড করে তাহলে আর কোন সমস্যা থাকবে না কারো সবাই ঠিক ঠাক মত ট্রেড করতে পারবেন।
-
মার্কেট এ ট্রেড দেওয়ার আগে দেখে নিন মার্কেট কোন অবস্থায় আছে । মার্কেট কি ধরনের মুভ করছে , মার্কেট এর প্রাইছ সো করছে ? মার্কেট এ কি কোন নিউজ আছে কি না ? মার্কেট এর ভলাতিলিতি কেমন ? মার্কেট এ কোন কো- রিলেশন আছে কি না ? মার্কেট এর সাপোট এবং রেজিস্তেঞ্ছ ঠিক আছে কি না ? এ বিষয় গুলু দেখে তারপর ট্রেড করতে হবে ।
-
এটা ঠিক যে আমরা ট্রেড দেবার পর ভাবি এই ঠিক ছিলনা । ইস যদি আর একটু নিচে নিতাম বা আগে নিতাম এমন কিছু । তবে আমার মতে এই সব না ভেবে ট্রেড করার আগে যদি ভাবা যায় তাহলে ভাল । কেননা এত করে ট্রেডে ভুল হবার সম্ভাবণা কম থাকে । তাই ট্রেড ওপেন করার পূর্বে যা ভাবার তা ভাবতে হবে ।