-
ধন্যবাদ অপনাকে আপনার এই মূল্যবান পোস্টের জন্য । ফরেক্স একটা অনিশ্চয়তার মার্কেট প্লেস । এবং এখান কখন লাভ হবে কিংবা কখন ক্ষতি হবে তা কেউ বলতে পারে না । তাই আমরা সবাই ট্রেড করি আমাদের পূর্ব ট্রেড অভিজ্ঞতা ও দক্ষতা থেকে । ফরেক্স ব্যবসা করতে গেলে আমাদেরকে বেশিরভাগ ট্রেডিং-এ সফল হতে হবে । এতে করে আপনি এই মার্কেটে দীর্ঘ সময়ের জন্য টিকে থাকতে পারবেন । মার্কেট মুভমেন্ট এবং ফরেক্স অভিজ্ঞতা অাপনাকে সফল ট্রেড করতে সহয়তা করবে ।
-
সবই ঠিক আছে কিন্তু কিছু জিনিস মনে হয় বাদ পড়ে গেছে । আমার ক্ষুদ্র জ্ঞানে যেটুকু জানা আছে তা শেয়ার করছি। সব ট্রেডার যেভাবে চিন্তা তার বিপরীতে চিন্তা করতে হবে। কারণ মোটামুটি সবাই যেদিকে ঝুকবে মার্কেট তার বিপরীত দিকে যাবে। কেননা চাহিদা এবং যোগান বিধি মেনে মার্কেট আপডাউন করে। অনেক সময় খুবই শিওর কোন প্যাটার্ণও মিস করে শুধু একটি কারণে। সব ট্রেডাররা যেখান থেকে বাই নেবে মার্কেট সেখান থেকে রিভার্স করার সম্ভাবনা থাকে।
-
ফরেক্স হল একটা সুন্দর আয়ের পথ, আমরা জারা ফরেক্স এ আচি, তারা জেন এই পথকে আগলে দরে সামনের দিখে এগিয়ে যেতে পারি,
-
সফল ট্রেদিং এর জন্য যা প্রয়োজন তা হচ্ছে ধৈর্য্য এবং প্রতিনিয়ত এনালাইসিস করা । আমার মনে হয় অনলাইন আয় এর সবচেয়ে কঠিন মাধ্যম হচ্ছে ফরেক্স । ফরেক্স এতটা সহজ নয় যতটা আমরা মনে করি। ফরেক্স করতে হলে এবং সফল হতে হলে আআমদের অনেক অনেক প্রিশ্রম করতে হবে । আর আমরা যখন ট্রেড করব তখন অবশ্যই মানি ম্যানেজমেন্ট অনুসরন করে ট্রেড করতে হবে তানাহলে আমাদের একাউন্ট জিরো হতে বাধ্য ।
-
।ফরেক্স মার্কেটে একজন সফল ট্রেডিং এর জন্য দরকার ফরেক্স মার্কেট সম্পর্কে ভাল অভিজ্ঞতা ফরেক্স মার্কেট সম্পর্কে অনেক জ্ঞান অর্জন করা বা ফরেক্স সম্পর্কে সকল অভিজ্ঞতা অর্জন করে ফরেক্স মার্কেটে ফরেক্স ট্রেড করে সফল হতে পারবে বা পারা যাবে তাই সফল হতে হলে অবশ্যই দরকার ফরেক্স জ্ঞান।
-
সফল ট্রেডিং এর জন্য সব থেকে আগে দরকার ফরেক্স সম্পর্কে খুব ভালো করে জ্ঞান অর্জন করা এছাড়া ফরেক্স মার্কেট খুব ভালো করে এনালাইসিস করা এছাড়া মার্কেটে ত্রেড করার সময় অবশ্যই মাথা থান্দা করে ফরেক্স মার্কেটে ত্রেড করা এছাড়া খুব বেশি লোভ না করা এবং খুব বেশি করে ডেমো করা
-
ট্রেডিং এর জন্য সর্ব প্রথম যা দরকার তা হল অধ্যবসায়, নিজের ইচ্ছা, ট্রেড এন্ট্রি নেওয়ার পয়েন্ট. এবং ভাল ভাবে ট্রেডিং শিখা কোন অভিজ্ঞ ট্রেডার এর কাছ থেকে . এবং নিজের লোভ ও ইমোশন কন্ট্রোল করা।
-
নতুন ভাবে মনে হয় কাউকে ঝানোর দরকার নেই যে ফরেক্স কি তারপরও আলোচনার স্বার্থে এবং একেবারে নভিস যারা তাদেরকে বলছি; ফরেক্স হল এমন একটি ট্রেডিং মার্কেট যেখানে একটি মুদ্রার বিপরিতে আরেকটি মুদ্রা কেনাবেচা করে প্রফিট করা যায়। আর এই মার্কেটে ট্রেডিং সুবিধাগুলোও নতুনরা একবার জেনে নিতে পারেন।
-
খুব সহজ উত্তর হল কোন ফরেক্স ট্রেনিং সেন্টারে চলে যান অথবা আপনার পরিচিত কেউ ফরেক্স জানলে তারকাছ থেকে যেকোনভাবে শিখতে শুরু করুন। আসুন এইবার একটু গভীরে যায,ট্রেনিং সেন্টারে গিয়ে ফরেক্স শিখলে কেমন হয় ,বর্তমানে আমাদের দেশে মোটামুটি সব ফরেক্স ট্রেনিং সেন্টারের সাধারণ ফরেক্স ট্রেডিং এর ট্রেনিং ফি ৮,০০০-১০,০০০ টাকার মধ্যে। সময় ২-৪ সপ্তাহ। ভালো। কোন বিষয় সম্পর্কে ভালো ভাবে জানতে হলে ট্রেনিং আর কোন বিকল্প নেই।
-
কোন বিষয় সম্পর্কে ভালো ভাবে জানতে হলে ট্রেনিং আর কোন বিকল্প নেই। নিজে নিজে সবাই সব কিছু পারে না। ট্রেনিং সেন্টারের এই এক মাসের ট্রেনিং এ আপনি ফরেক্স ট্রেডিং রাজ্য,একটু পা দিলেন এখন বাকি কাজ আপনার, নিয়মিত অধ্যায়ন এবং চেষ্টায় আপনাকে একজন ট্রেডার রুপে গড়ে তুলতে পারে,