-
বুলিশ এবং বেয়ারিশ এই শব্দ দুটির সাথে অনেকেই পরিচিত আবার অনেকেই এটি নতুন শুনেছে আসলে ফরেক্স মার্কেটে জানার এবং শেখার কোন শেষ নেই। কোন একটি বিশেষ কারেন্সি পেয়ার যখন উপরে উঠতে থাকে তখন ফরেক্সের ভাষায় তাকে বুলিশ বলে অবিহিত করা হয় আর যখন ঐ কারেন্সি নিচের দিকে নামতে থাকে তখন তাকে বেয়ারিশ বলে অবিহিত করা হয়।ক্যান্ডেলস্টি কে বিবেচনা করে বলতে হলে উদ্ধমুখী ক্যান্ডেলকে আমরা বুলিশ এবং নিম্নমুখী ক্যান্ডেলকে আমরা বেয়ারিশ বলতে পারি।
-
আপনারা নিশ্চই লক্ষ করে দেখবেন ফরেক্স মার্কেটে ট্রেডিং করার সময় আমরা বুলিশ আর বিয়ারিশ শব্দ ব্যাবহার করে থাকি,ফরেক্স মার্কেট যখন উপরের দিকে উঠে সে সময় আমরা কেন্ডেল স্টিক চার্টের ক্যান্ডেল কে বুলিশ বলে থাকি,আবার মার্কেট যখন।নিচে নামতে থাকে সে সময় ক্যান্ডেল স্টিক চার্টের ক্যান্ডেল কে আমরা বিয়ারিশ বলে থাকি,।
-
ফরেক্স বুল এবং বিয়ার মুলত এসেছে এই প্রাণী দুটির শত্রুকে আক্রমণ করার ধরন অনুযায়ী। বুল বা ষাঁড় যখন শিং দিয়ে নিচ থেকে উপরের দিকে গুঁতো দিয়ে আক্রমণ করে এবং বিয়ার বা ভাল্লুক দাঁড়িয়ে থাবা দিয়ে উপর থেকে নিচের দিকে আক্রমন করে। এই একই ঘটনা ফরেক্স মদ্রা জোড়ার মধ্যে হয়ে থাকে। বুল মার্কেট হল ফরেক্স বা শেয়ার মার্কেটের ঊর্ধ্বগতিশীল মার্কেট। আপরদিকে বেয়ার মার্কেট হল ফরেক্স বা শেয়ার মার্কেটের নিম্নমুখী মার্কেট।