আসলে ৯০ থেকে ৯৫ ভাগ নতুন ট্রেডার আমরা লস করে থাকি ফরেক্স মার্কেটে।ফরেক্স এ যারা নতুন তারা বেশির ভাগ এ অভিজ্ঞতা না নিয়ে ফরেক্স সম্পরকে ভাল করে পড়ালেখা না করে তেরেদ করেন আর এ কারনে ই বেশির ভাগ এ লস করেন।
Printable View
আসলে ৯০ থেকে ৯৫ ভাগ নতুন ট্রেডার আমরা লস করে থাকি ফরেক্স মার্কেটে।ফরেক্স এ যারা নতুন তারা বেশির ভাগ এ অভিজ্ঞতা না নিয়ে ফরেক্স সম্পরকে ভাল করে পড়ালেখা না করে তেরেদ করেন আর এ কারনে ই বেশির ভাগ এ লস করেন।
ফরেক্স মার্কেটে শতকরা ৯৫ জন লস করে কথাটা ঠিক না । আপনি বলতে পারেন যে ফরেক্স মার্কেটে নতুন ট্রেডারদের মধ্যে শতকরা ৯৫ জন লস করে । যারা ফরেক্স মার্কেটে ৪-৫ বছর নিয়মিত লেগে আছে এবং প্রতিদিন কিছু শিখছে তাদের মধ্যে খুব কম লোকই আছে যারা লস করে।
ব্রোকার একটা স্পেড কটে নেয়।আপনি ট্রেড অপেন করার সাখে সাখে ৩ পিপস স্পেড ব্রোকার কেটে নেয়।এভাবে আপনি যতবার ট্রেড অপেন করবেন ব্রোকার ততবার স্পেড কেটে নেয়।তাছাড়া অন্যভাবে ব্রোকারের কোন লাভ হয় নাকি তাহা আমার জানা
৯০-৯৫ ভাগ ট্রেডার লস করে এটা শুনে আমি প্রথমে খুব পরিমাণে ঘাবড়ে যায় । তবে মুল কাহিনী খুঁজতে গিয়ে দেখি যে আসলে ৯০-৯৫ ভাগ ট্রেড লুজার ট্রেডারের কথা বলা হচ্ছে তারা আসলে কিন্ত নতুন ট্রেডার ! আর সে হিসেবে এটাই হওয়াটা স্বাভাবিক । কেননা আমরা যারা ফরেক্স মার্কেটে ট্রেডিং করি তারা জানি যে এই মার্কেটে প্র্রথমে সবাইকেই লস করে তারপরে আস্তে আস্তে লাভের দিকে যেতে হয় ।
আসলে এর মূল কারন হল জ্ঞান এর অভাব। প্রাথমিক দিকে সবার ধারনা থাকে ফরেক্স হল টাকার গাছ। বাই সেল করলেই হল। প্রফিট আর প্রফিট। আসলে ব্যাপারটা সম্পূর্ন ভিন্ন। ফরেক্স এ শুধু লস আর লস। এর মূল কারন হল আমাদের লোভ। আমরা লোভে পরে মানিম্যানেজমেন্ট এর দিকে খেয়াল না করে অধিক লাভের আসায় বড় বড় রিক্স নিয়ে ট্রেড করে থাকে। হয়ত দুএকটি ট্রেডে আমরা লাভ করে আরো বেশি লাভের আশায় বড় লটে ট্রেড দিয়ে থাকি। আর এর ফলে ফলাফল এসে দাড়ায় এ্যাকাউন্ট জিরো। তাই আগে ফরেক্স সম্পর্কে বিস্তারিত জেনে মার্কেট সম্পর্কে বুঝে ট্রেড করতে পারলে লসের সম্ভাবনা কমে যায়।
আপনি ঠিকই বলেছেন ফরেক্স প্রায় ৯০ ভাগ লোক ব্যর্থ তার কারন ট্রেডিং দক্ষতা অনেক কম।একজন দক্ষ ট্রেডার হতে গেলে আপনাকে অবশ্যই ধৈর্যশীল হতে হবে।এবং মার্কেটে কাজ করার যথেষ্ট মন মানসিকতা রাখতে হবে।নিয়মিত ডেমো একাউন্টে ট্রেড করতে হবে।
নব্বই থেকে পচানব্বই পার্সেন্ট ট্রেডারই লুজার হয় এই কথাটির অর্থ হল এই পরিমান ট্রেডার না জেনে বা না বুঝেই ট্রেড করে থাকেন, তাই এই পরিমান লুজার হয়। তবে সারা জীবন কিন্তু এইসব লুজার থাকবে না। একসময় তারাও অভিজ্ঞ ট্রেডার হবে। ততদিনে আবার নতুন নতুন ট্রেডারের জন্ম হবে এবং তারাও লুজারের খাতায় নাম লেখাবেন।
ফরেক্স মার্কেট এ যে ৯০-৯৫% লাভ করা যাবে এর জন্য ফরেক্স এর এতো পরিমান জ্ঞান, অভিজ্ঞতা ও দক্ষতা থাকতে হবে যে ফরেক্স মার্কেট এ তার সাথে সম্পূর্ন মিল থাকতে হবে। আর মার্কেট কথন কেমন থাকবে তা ভাল করে আগেই তা সংকেত জানা গেলে ফরেক্স এ ভাল আয় করা যাবে। এছাড়া মার্কেট ভাল এনালাইসিস করে ফরেক্স মার্কেট এ আয় করা যাবে।
৯০ থেকে ৯৫ ভাগ ফরেক্স ট্রেডারই লুজার হয় আমি আপনার এই মতামতের সাথে দ্বিমত প্রশন করতে চাই আমি জানি না যে কিসের ভিত্তিতে আপনি এমনটি বললেন বা এমনটি ভাবছেন হ্যা এটা ঠিক যে এখানে এসে অনেকেই ট্রেডিং জ্ঞানের আলোকে ট্রেড করতে পারে না লোভের কারনে কিন্তু তাই বলে ৯০ থেকে ৯৫ ভাগ ট্রেডারই যে লুজার এটি ভাবার বা বলার কোন বাস্তব কারন আছে বলে আমার মনে হয় না।
ফরেক্সে ডলার লুজার করার একমাত্র উদ্দেশ্য হল লোভ । আমরা সব সময় এই ব্যবসা করার জন্য সকলকে এ্যানালাইসিস করার জন্য উৎসাহ দেব । আমরা সব সময় এই ব্যবসা করার জন্য ধৈর্য্য ধারণ করার চেষ্টা করব তাহলেই আমরা লাভবান হতে পারব । আর লস হওয়ার কারণ হল এ্যানালাসিস ছাড়া ট্রেড । আমরা সব সময়ই আগে এ্যানালাইসিস করে নেব তারপর এই ব্যবসা করব তাহলেই আমরা লাভবান হতে পারব ।