ফরেক্স মার্কেটে বিভিন্ন সেশনে ট্রেড করে আয় করা যায়। সে ক্ষেত্রে দিন এবং রাত দুটোই সমান। কেননা দিনেও সেশন আছে তেমনি রাতেও সেশন আছে। এতে করে আমরা আমাদের সুবিধা মতো রাতে কিংবা দিনে যার যার সুবিধা মতো ট্রেড করতে পারি। তবে সেশন টাইম বুঝতে হবে।
Printable View
ফরেক্স মার্কেটে বিভিন্ন সেশনে ট্রেড করে আয় করা যায়। সে ক্ষেত্রে দিন এবং রাত দুটোই সমান। কেননা দিনেও সেশন আছে তেমনি রাতেও সেশন আছে। এতে করে আমরা আমাদের সুবিধা মতো রাতে কিংবা দিনে যার যার সুবিধা মতো ট্রেড করতে পারি। তবে সেশন টাইম বুঝতে হবে।
ফরেক্স মার্কেট সপ্তাহে ৫দিন খোলা থাকে । এই পাঁচ দিনের চব্বিশ ঘন্টাই ট্রেড করা যায়। কারন এই চব্বিশ ঘন্টাই মার্কেটে কমবেশি মুভ থাকে। তবে যখন দুইটি সেশন ওভার ল্যাপ করে তখন মার্কেটে খুব মুভ করে। তখন ট্রেড করা উচিত । আপনি ফরেক্স ফেকটরিতে গিয়ে ৪ টা মার্কেট কোন টা কখন কাকে ওভার ল্্যাপ করে দেখে নিন।
ট্রেড করার কোন ভাল সময় নাই যে কোন সময় আপনি ট্রেড করতে পারবেন।
ফরেক্স মার্কেট সপ্তাহে ৫দিন খোলা থাকে এই পাঁচ দিনের রাত দিন চব্বিশ ঘন্টাই ট্রেড করা যায়।তবে আমি মনে করি ফরেক্সে ট্রেড করার জন্য ঐ সময় গুলোই উত্তম যখন মার্কেট মুভমেন্ট অনেক বেশি ভাল থাকে ।আর রাতে মার্কেট মুভমেন্ট কম থাকে । তাই আমি মনে করি দিনে ট্রেড করেই ভাল ।
ট্রেড করার কোনো নির্দিষ্ট ভালো সময় নেই.তাইতো বলা হয়ে থাকে ত্রাদের দের মার্কেট এনালাইসিস করতে যাতে তারা মার্কেট এর অবস্থান অনুযায়ী ট্রেড করতে পারে.এই এনালাইসিস করলেই আপনি বুঝতে পারবেন মার্কেট এর কোন পরিস্থিতি ট্রেড এর ভালো আর কোন পরিস্থিতি খারাপ.কিন্তু এই ভালো=খারাপ পরিস্থিতিকে সময় দ্বারা চিন্নিত করতে পারবেননা কারণ মার্কেট এর উত্থান-পতন এর জন্য.
ফরেক্স এ ট্রেড করার সময় লক্ষ্য রাখতে মার্কেট মুভিং এর উপর মভিং যদি ভাল হয় তাহলে ট্রেড করা উচিত। আমি মনে করি দুপুর ২ তার পরে এবং সন্ধ্যা ৬.৩০ টার পরে ট্রেড করে ভাল প্রফিত করা যায়।
আমরা জানি ফরেক্স মার্কেট সপ্তাহে ৫দিন খোলা থাকে । এই পাঁচ দিনের চব্বিশ ঘন্টাই ট্রেড করা যায়। কারন এই চব্বিশ ঘন্টাই মার্কেটে মুভ থাকে। তবে সবসময় মার্কেটে একরকম মুভ থাকে না। যখন দুইটি সেশন ওভার ল্যাপ করে তখন মার্কেটে খুব মুভ করে। তখন ট্রেড করা উচিত এছাড়াও সপ্তাহের মাঝামাঝি মার্কেটে ভালো মুভ করে। তখনও ট্রেড করা যায়।
ফরেক্স মার্কেট এমন একটা মার্কেট যেটা সপ্তাহে প্রায় পাঁচদিনেই খোলা থাকে এবং দিনে চব্বিশ ঘন্টার সর্বক্ষণ মার্কেটের কার্যক্রম চলতে থাকে । আর এই কার্যক্রম পরিচালনা করার জন্য অবশ্যই অনেক বেশি পরিমাণে প্রয়োজন হয় আমাদের ট্রেডার এরকৃত ট্রেডগুলো । এই ট্রেডগুলোর ফলে মার্কেটে অনেক মুভমেন্ট থাকে । তবে আমি মনে করি না যে নিদ্দিষ্ট কোন ধরনের সময় থাকা উচিত । কেননা যে কোন সময়েই আপনি চাইলে ট্রেড করতে পারেন । আমি সাধারণত রাতে ট্রেড করি ।
আমি প্রায় সারা দিন ট্রেড করে থাকি, তবে আমার মনে হয় সারা দিনে ২ টা সময় ট্রেড করা ভালো ১ টা সময় হচ্ছে বাংলাদেশ সময় দুপুর ১ টা থেকে ৩ টা পর্যন্ত এবং অন্য টা বাংলাদেশ সময় সন্ধ্যা ৭ টা থেকে রাত ১০ টা পর্যন্ত, তাই আমার মতে এই সময় ট্রেড করলে ভালো লাভ করা যায়, এছাড়া সারা দিনের যে কোন সময় ভালো সংকেত পেলে ট্রেড করা যেতে পারে।
ফরেক্স মার্কেট দিনের কখন ট্রেড করারর উত্তম সময় সেটা বলা অনেক মুশকিল তবে সপ্তাহে মার্কেট ৫ দিন খোলা থাকে বিদায় আমরা চাইলে যেকোনো সময় ট্রেড ওপেন করতে পারি ফরেক্স মার্কেট এর মূভম্যান্ট তখন বেশি হয় যখন মার্কেট নিউজ থাকে নিউজের সময় মার্কেট বেশি মূভ করে।ফরেক্স মার্কেট এর নিউজ সন্ধ্যা বেলায় বেশি থাকে বলে আমার মনে হয়।