-
ফরেক্স সম্পর্কে আপনার শিক্ষায় ফরেক্স এ আপনাকে টিকে থাকতে সাহার্য করবে.কারণ ফরেক্স মার্কেট সহজন বেপার না.অনেক ভালো ভালো ত্রাদের ই ফরেক্স এ কোনো না কোনো সময় লস করে থাকে.তাই সব সময় নিজের জ্ঞান কে এইখানে কাজে লাগান.নিজেকে পরীক্ষার মুখ মুখী করুন তাহলেই যেকোনো অবস্থায় নিজেকে কিভাবে টিকিয়ে রাখতে পারবেন.
-
ফরেক্স হচ্ছে অন্য সব ট্রেড থেকে কিছুটা ভিন্ন রকম। এখানে লাভ ও লস সম্পূন নিজের নিয়ন্ত্রিত।
-
আমি মনে করি ফরেক্সে কখনোই আগে ভাগে একেবারে সঠিক ভাবে প্রেডিকশন করা সম্ভব হয়না। এখানে জাস্ট ধারনা করা হয়। যারা চার্ট এনালাইসিস করে খুব কাছাকাছি ধারনা করতে পারেন তারাই এখানে ভালো করেন। জগতের সব কিছুই কোনো না কোনো আর্ট। ফরেক্সে চার্ট এনালাইসিসও আর্ট । তবে একটা বিষয় হলো আপনি ঠিক কি নিয়ে আলোকপাত করেছেন আমি বুঝতে পারিনি।
-
ফরেক্স মার্কেটে আমাদের ভাল করে ট্রেডিং শিক্ষা ভাল করে নিতে হবে যাতে ফরেক্স মার্কেট হতে অনেক ভাল প্রফিট করা যায়,তাই আমাদের ভাল প্রফিট করার জন্য ফরেক্স মার্কেট নিয়ে এনালাইসিস করতে হবে যাতে আমাদের ভাল প্রফিট হয় তাই ফরেক্স মার্কেট কে আমরা আয়ের উতস্য মনেকরে ভাল মত ট্রেডিং শিখতে পারি।
-
হা ভাই মানুষ ভুল করেই আমি মনেবকরি শিখে আর ফরেক্স মার্কেটে যে ভুল করবে না সে আমি মনে করি শিখতে পারবেন বলে মনে করি না তাই ফরেক্স ব্যবসা করতে হলে আপনাকে ফরেক্স ব্যবসা টা কে ভাল করে আয়েত্ত করেই তবে ফরেক্স মার্কেটে ট্রেড করাটা ভাল বলে মনে করি।
-
আমারও কিছু শিক্ষা আছে, তাও হল চার্ট দেখে অনুমান করা। আমি গ্রাফিক চার্ট দেখে অনুমান করলে ৯০% সত্যি হয়। এটাও এক ধরনের অভিজ্ঞতা বলতে পারেন। অধিক ডেমো প্রাকটিস করে অভিজ্ঞ হউন।
-
ফরেক্সে রয়েছে প্রচুর ট্রেডিং কলা কৌশল। যা একজন মানুষের পক্ষে হঠাৎ করে বুঝে ওঠা সম্ভব নয়। এখানে সময় নিয়ে কাজে অগ্রসর হতে হয়। যে যত বেশি ট্রেড করে সেই তত বেশি দক্ষ ট্রেডার হয়ে উঠে। দক্ষতা ছাড়া এখানে টিকে থাকা কোনভাবেই সম্ভব নয়।
-
ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে আমাদের কে অনেক বেশি পড়া লেখা করতে হবে কারন রিয়াল মার্কেট আর ডেমো একনা আমরা যখন ডেমো ট্রেড করি সিরিয়াস নিয়ে ট্রেড করিনা। আমি মনে করি একটা ট্রেড নিয়ে অনেক ধৈর্য ধরে পড়ে থাকতে হবে তাহলে ফরেক্স মার্কেটে সফল ট্রেডার হতে পারব।
-
আসলেই ফরেক্স হল সাধনার ব্যাপার । আপনি যত বেশি সাধনা করবেন তত বেশিই এখানকার গভীর তথ্য সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারবেন । আর ফরেক্স মার্কেটে আমরা যারা ট্রেড করি তারা জানি যে ফরেক্সে কঠিন কিছু বিষয় রয়েছে যেগুলো বুঝতে পারলেই আপনি মনে করতে পারবেন যে আপনি একজন অসাধারণ দক্ষ । অাসলে যেখানে কঠিনতা সেখানেই জয় ।
-
ফরেক্সে কখনোই আগে ভাগে একেবারে সঠিক ভাবে প্রেডিকশন করা সম্ভব হয়না। আমাদের ফরেক্স নিয়ে সময় জ্ঞান অর্জন করতে হবে।