-
রিবেট সম্পর্কে আমি যতটা জানি তা হল আমরা যখন একটি ট্রেড ওপেন করি তখন ওই ট্রেড টি 3 পিপস লসে ওপেন হয়। আর এই 3 পিপস হল ব্রোকারের প্রফিট। প্রত্যেক লট এর জন্য ব্রোকার এই প্রফিট পেয়ে থাকে। ব্রোকার কে দেওয়া কমিশন থেকে কিছু ফেরত পাওয়া গেলে তাকে রিবেট বলা হয়। কেউ অন্য কিছু জানলে দয়া করে জানাবেন। ধন্যবাদ *।
-
ফরেক্স ট্রেডিং এ রিবেট আমার কাছে একটি নতুন নাম। আমি এর আগে শুনিনি তবে আমি যতোদূর জানি তা হলো আমরা যখন ফরেক্সে কোন ট্রেড ওপেন করি তখন নিশ্চই খেয়াল করলে দেখতে পাবেন যে ট্রেডটি ওপেনের সাথে সাথে লট অনুপাতে প্রফিটের কলামে কিছু লস মাইনাস আকারে প্রদর্মিত হয়। আর এটিকে মূলত স্প্রেড নামে আমরা চিনি এটাকে আবার ব্রোকার কমিশন বা ট্যাক্সও বলা হয়। আর ব্রোকারের নেওয়া সেই কমিশনের কিছু অংশ ফেরত পাওয়াকেই ফরেক্সের ভাষায় রিবেট বলে থাকে। অভিজ্ঞরা ভালো করে জানাবেন
-
রিবেট হল ট্রেডিং এর উপর আংশিক কমিশন যা প্রতি ট্রেডের জন্য পাবেন। ইন্সটাফরেক্সর InstaRebate উদাহরণ হিসাবে নিয়ে এর বিশ্লেষণ করা যাক। InstaRebate সার্ভিসটির জন্য ইন্সটাফরেক্সকে ধন্যবাদ জানায়, ইন্সটাফরেক্স সকল ট্রেডারদের জন্য বাড়তি আয়ের পথ করে দেওয়ার জন্য। কেউ যদি ইন্সটাফরেক্সের InstaRebate প্রোগ্রামে অংশগ্রহন করে এবং সে যদি অ্যাফিলিয়েট লিঙ্কের মাধ্যমে অন্য কাউকে অ্যাকাউন্ট খোলায় তাহলে সে তার প্রতি ট্রেড থেকে ১.৫ পিপ্স রিবেট পাবে। এখানে লাভ হোক আর লস হোক সে প্রতি ট্রেডের জন্য ১.৫ পিপ্স রিবেট পাবেই। তাই আপনরা যারা বেশি আয় করতে চান তারা এই সুযোগটি নিতে পারেন।
-
-
আমরা যখন একটি ট্রেড ওপেন করি তখন ট্রেডটি একটু লসে ওপেন করা হয়। এই লসকে বলে spreadএটা ব্রোকারে প্রফিট।আবার ব্রোকারের সেই প্রফিট থেকে কিছু অংশ ফেরত পাওয়া যায় তাকে রিবেট বলা হয়।আর রিবেট হলো ফরেক্স ব্রোকারের নেওয়া অংশের অংশ বলে আমি মনে করি।
-
যখন আমরা কোনো ট্রেড ওপেন করি তা কিছু লস এ ওপেন হয়. লসের সেই পরিমাণটি নির্ধারিত হয় স্প্রেড অনুসারে. ভিন্ন কারেন্সী পেয়ার এর স্প্রেড ভিন্ন হয় যার ফলে ট্রেড ওপেন এ লস ও ভিন্ন কারেন্সী পেয়ার এর ক্ষেত্রে ভিন্ন দেখায়. এই লসটি মূলত ব্রোকার এর জন্য প্রফিট. এর প্রফিট এর যে পরিমান ব্রোকার ফেরত দেয় তাই হলো রিবেট
-
ফরেক্স মার্কেটে রিবেট সম্পর্কে বেশ অনেকই শুনেছিলাম। যদিও এটা সম্পর্কে খুব ভালো জানিনা, ধারনা খুব কম। তবে রিবেট সম্পর্কে আমি যা জানি তা হলো স্প্রেড থেকে কিছু অংশ ফেরত পাওয়া। স্প্রেড হলো ব্রোকারের প্রফিট। লক্ষ্য করলে দেখা যাবে আমরা যে ট্রেডই ওপেন করি না কেন সেটা কিছুটা লস থেকে ওপেন হয়। এই লসটাই হলো স্প্রেড বা ব্রোকারের অংশ।
-
ভাই ফরেক্স মার্কেটে আমিও একজন নতুন ট্রেডার । তাই ফরেক্স মার্কেটে রিবেট সম্পর্কে আমার কোন ধারনা নেই । তবে আমি যতো টুকু যেনেছি তাহল ব্রোকারের সেই প্রফিট থেকে কিছু অংশ ফেরত পাওয়াই হচ্ছে রিবেট (Rebate)।
-
রিবেট হচ্ছে ব্রোকার প্রদত্ব কিছু বাড়তি বোনাস যা তাদের লুজার ক্লায়েন্টদেরকে পুনরায় একাউন্টে ডিপোজিট দিয়ে থাকে৷এটা খুব সামান্য হলেও বাড়তি ট্রেডিং সুবিধা৷ব্রোকার যে স্প্রেড নিয়ে থাকে সম্ভবত ওখান থেকেই কিছু ব্যালেন্স দিয়ে দেয়৷এই সিস্টেমটা আসলেই ভালো৷
-
ছাড় সম্পর্কে আমি খুব শুনেছি। আমি এ সম্পর্কে খুব বেশি চিন্তা করি না সত্ত্বেও, আমার অনেক চিন্তা নেই। তবুও, ছাড় সম্পর্কে আমি যা ভাবি সেগুলিই ছড়িয়ে পড়ার একটি অংশ ফিরে পাচ্ছে। স্প্রেড বিশেষজ্ঞের সুবিধা। আমরা যে অফারটি লক্ষ্য করেছি, এটি খুব ভালভাবেই দেখা যেতে পারে যে আমরা যেই বিনিময়টি খুলি না, এটি কিছুটা দুর্ভাগ্যের সাথেই খোলে। এই দুর্ভাগ্য ছড়াতে বা ডিলারের জন্য প্রয়োজনীয়।