মাকেট সেন্টিমেন্ট একটি ব্যাপক বিষয় । এ বিষয়ে আমি তেমন কিছুই জানি না । তবে ধীরে ধীরে জানার চেষ্টা করছি । মাকেট সেন্টিমেন্ট নিয়ে এনালাইসিস করার বেশ কিছু পদ্ধতি রয়েছে । এসব পদ্ধতি অনুসরন করে আমরা বিভিন্ন মুভমেন্ট সম্পকে নিশ্চিত হতে পারি ।
Printable View
মাকেট সেন্টিমেন্ট একটি ব্যাপক বিষয় । এ বিষয়ে আমি তেমন কিছুই জানি না । তবে ধীরে ধীরে জানার চেষ্টা করছি । মাকেট সেন্টিমেন্ট নিয়ে এনালাইসিস করার বেশ কিছু পদ্ধতি রয়েছে । এসব পদ্ধতি অনুসরন করে আমরা বিভিন্ন মুভমেন্ট সম্পকে নিশ্চিত হতে পারি ।
আমরা জানি ফরেক্সে তিন ধরনের এনালাইসিসের মাঝে একটি হচ্ছে সেন্টিমেন্টাল এনালাইসিস। সেন্টিমেন্টাল এনালাইসিস তাকেই বলে ট্রেডার যখন এনালাইসিসের ক্ষেত্রে নিজের মতামত দেয়। মার্কেটের গতিপ্রকৃতি নিয়ে প্রত্যেকটা ট্রেডারেরই আলাদা ধারনা থাকে, আলাদা মতামত থাকে, আলাদা ব্যাখ্যা থাকে। এতে তার অনুমানও আলাদা হয়। এটাই হলো মার্কেট সেন্টিমেন্ট।
আমরা মার্কেট সেন্টিমেন্ট ধরতে পারি না বলেই আমরা সবসময় লুজারের খাতায় নাম লেখাই। ফরেক্স করতে হলে আপনাকে মার্কেট এর সিন্টমেন্ট বিষয়টি বুঝতে হবে। আপনি যদি মার্কেট সেন্টিমেন্ট বুঝে ট্রেড করতে পারেন তাহলে আপনি সফল হবেন। তাই ট্রেড করার আগে মার্কেট সেন্টিমেন্ট বুঝার চেষ্টা করুন।
ফরেক্স মার্কেটের সেন্টিমেন্ট খুব জটিল একটা কাজ । আমরা সব সময় বেশী বেশী দক্ষতা অর্জন করার চেষ্টা করব তাহলেই আমরা লাভবান হতে পারব । সুতরাং আমরা দক্ষতা অর্জন করার চেষ্টা করব তাহলেই আমরা সফলকাম হতে পারব । সুতরাং আপনারাও এই ব্যবসা ধৈর্য্যের সহিত করার চেষ্টা করবেন তাহলেই লাভবান হতে পারবেন ।
ফরেক্স করতে হলে আপনাকে মার্কেট এর সেন্টিমেন্ট বিষয়টি বুঝতে হবে। আপনি যদি মার্কেট সেন্টিমেন্ট বুঝে ট্রেড করতে পারেন তাহলে আপনি সফল হবেন। তাই ট্রেড করার আগে মার্কেট সেন্টিমেন্ট বুঝার চেষ্টা করুন।সেন্টিমেন্টাল এনালাইসিস এর মাধম্যে মার্কেট কোন দিকে যেতে পারে সে সম্পর্কে জানা সম্ভব।সেন্টিমেন্টাল এনালাইসিস মুলত বিভিন্য ট্রেডার দের ভাবধারা ও মতামত।সেন্টিমেন্টাল এনালাইসিস থেকে বিভিন্য রকম অভিজ্ঞতা লাভ হয়।
মার্কেট সোন্টমেন্ট হল মার্কে সম্পর্কে সাবিক গবেষণার ফল। অর্থাৎ মার্কেট সম্পর্কে আমার ধারনা বা সিদ্ধান্তটায় হল মার্কেট সন্টিমেন্ট।
ফরেক্সে মার্কেট সেন্টিমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ । মার্কেট সেন্টিমেন্ট এর মাধ্যমে আমরা ফরেক্সে খুব ভালো কিছু করার স্বপ্ন দেখতে পারি । ফরেক্সে তারাই সবচেয়ে বেশি সফল হতে পারে যারা মার্কেটের আচরণ বুঝতে পারে । েএমন অনেক ট্রেডার আছে যাদের কাছে ফরেক্সের সব বিষয় নখদর্পনে । এর মাধ্যমে তারা লাভবান হতে পারে ।
ভাই এখানে মার্কেট সেন্টিমেন্ট বলতে বোজায় মার্কেটের গতিবিধি পর্যবেক্ষণ করাকে। যেমন ধরুন মার্কেটটা কি উপরে মুভ দিচ্ছে না নিচে মুভ করছে নাকি ভোলেটাইল পজিশনে আছে। এরপর ধরুন যে মার্কেটটা কি সুইং করে নামছে না উঠছে নাকি এভারেজ একটা গতিপথ ধরে এগুচ্ছে নাকি সাইডওয়ে ট্রেন্ডে সামনে চলছে। এই যে মার্কেটের বিভিন্ন মুভমেন্ট এটাকেই বলা হয় সাধারণত মার্কেটের সেন্টিমেন্ট ।
মার্কেট সেন্টিমেন্ট বলতে আমরা যা বুঝি মার্কেটের গতিবিধি পর্যন্ত বেক্ষণ করা। যেমন মার্কেট এখন কোন দিকে মুভ করছে সেটা বিচার বিশ্লেষণ করাকেই বুঝায়। এরপর ধরুন মার্কেট কি সুইং করছে না এভারেজ গতি পথ ধরে চলছে নাকি সাইডওয়ে আছে। এই যে মার্কেটের বিভিন্ন গতিবিধি পর্যবেক্ষণ করাকে সাধারণত আমরা মার্কেট সেন্টিমেন্ট বলে থাকি।
মার্কেট সেন্টিমেন্ট হল ফরেক্স এর জন্য আন্নতম গুরুত্যপুরন বিষয়। যদি আমাদের পরিপুরন মার্কেট সেন্টিমেন্ট সম্পর্কে ধারনা না থাকে তাহলে আমরা লস এর সম্মুখীন হব। কারন ট্রেড করার আগে আমাকে আবশই মার্কেট সেন্টিমেন্ট টা মাথাই রাখতে হবে। আমকে আবশই ভাল করে দেখে নিতে হবে আমি যেখানে ট্রেড করছি তা কি উপরের দিকে জাছছে নাকি নিচের দিকে । তাই মার্কেট সেন্টিমেন্ট খেয়াল রাখতে হবে।