আমি মনে করি forex এ আপনি রিস্ক ( 10%)(%15) নিতে পারেন, এতে করে আপনি যদিও লস খান তারপর ও আপনার একউন্ত একবারে ফাকা হবে না। আর আপনার ট্রেডিং এর উপর নির্ভর করে আপনার ঠিক কতটা রিস্ক নেওয়া উচিত।
Printable View
আমি মনে করি forex এ আপনি রিস্ক ( 10%)(%15) নিতে পারেন, এতে করে আপনি যদিও লস খান তারপর ও আপনার একউন্ত একবারে ফাকা হবে না। আর আপনার ট্রেডিং এর উপর নির্ভর করে আপনার ঠিক কতটা রিস্ক নেওয়া উচিত।
আমার মনে হয় ট্রেড রিক্স আসলে নির্ভর করবে আপনার একাউন্টে থাকা আপনার ডলারের উপর। রিক্স ছাড়া আপনি কোন ব্যবসা করতে পারবেন না। তাই আপনাকে যে কোন ব্যবসা করতে রিক্স নিয়েই করতে হবে। আপনি আপনার একাউন্টে থাকা ১০% রিক্স নিয়ে ফরেক্স মার্কেটে ট্রেড করতে পারেন। তাহলে আপনার রিক্সটা কম হবে।
ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে আগে আপনাকে মানিম্যানেজম্যান্টঠিক রেখে ট্রেড ওপেন করতে হবে।আপনি যদি মার্কেট টিকে থাকতে চান তাহলে আপনাকে অবশ্যই মানি ম্যানেজম্যান্ট ফলো করতে হবে।
যে কোন ট্রেড করার সময়, লাভ এর চিন্তার আগে লস কত হবে তা চিন্তা করা ভাল। কারন লস মানেই হচ্ছে রিস্ক নেওয়া। তবে কত রিস্ক নেওয়া যাবে কত লাভ হলে ভাল হবে সব কিছু চিন্তা ভাবনা করে, স্টপ লস সেট করতে হবে। তবে রিস্ক কম নিয়ে স্টপ লস সেট করা উচিৎ। বেশি লাভ এর চিন্তা বাদ দিয়ে কম লাভে সন্তুষ্ট থাকতে হবে।
প্রতিটা ট্রেড এর জন্য মানি ম্যানেজমেন্ট এবং ট্রেড রিস্ক নির্ধারন খুবি গুরুত্তপুর্ন।আমি মনে করি আমরা যে ব্যালেন্স নিয়ে ট্রেড করি তার ২% রিস্ক হলে ভালো প্রফিট হলে সন্তুস্ট থাকাযাবে আর লস হলেও খুব বেশি হবে না।তাই ২% এর বেশি ত্রেড রিশক নিলে একাউন্ট লস হলে জিরো হয়ে যেতে পারে।
আপনি খুবিই সুন্দর একটি প্রশ্ন করেছেন আপনার লটের অমি সঠিক ভাবে বুঝতে পারি নি তবে আমি আমার ব্যলেন্স এর উপর মানি ম্যনেজমেন্ট করে ৫০০ পিপস হাতে রেখে ট্রেড করি কারন আমি একদম নতুন আর ফরেক্স র্মাকেট এনালাইসিস সঠিক ভাবে শিখে পারি নি তাই আমি র্মাকেটে অতিরিক্ত রিক্স নিয়ে ট্রেড রাজি নই এবং আমি লং টাইম ট্রেড করি ।
ফরেক্স অনেক লাভজনক ব্যবসায় হলেও এটা আবার খুব ঝুঁকি পূর্ণ ব্যবসায় ও বটে । ফরেক্স যে গতিতে আমরা মুনাফা করি তার চেয়ে বেশি গতিতে আমরা লস করতে পারি যদি না আমরা সাবধানতার সাথে ট্রেড করি । ফরেক্সে সবসময় স্টপলস বেবহার করা উচিত । স্টপলস আমাদের একাউন্ট এর নিরাপত্তা বিধান করে । আমাদের সব সময় ৫% থেকে ১০% এর বেশি ঝুঁকি নেয়া উচিত না । একটি কথা আমাদের সবার মনে রাখতে হবে যে আমরা যে হরে মুনাফা করি সেই হরে লস কভার করতে পারি না ।
আমি মনে করি, এটি ইনভেস্ট এর উপর নির্ভর করে আমি কত % রিস্ক নিবেন আমার ইনভেস্ট যদি বেশি হয় তাহলে ২% কেন ১০ % রিস্ক নিলেও সমস্যা নাই, এতে লসের চেয় লাভের সম্ভাবনা বেশি। আর যত কম রিস্ক তত লসের সম্ভাবনা বেশি। কারণ আপনি হয়ত ১০ বা ২০ পিপ পর স্টপ লস বসিয়েছেন, এই রকম মার্কেট উঠা নামা করা টা স্বাভিক। তহলে মার্কেট একটু ডাউন্ট করলেই আপনার লসের সম্ভাবনা খুব বেশি আর আপনি যদি রিস্ক বেশি নিয়ে ৫০ বা ১০০ পিপস পর স্টপ লস বসান তাহলে। মার্কেট একান্ত এক্সিডেন্ট না করলে হঠাত করে এত বেশি ডাউন্ট হয় না। তবে শর্ত ব্যালেন্স বেশি হওয়। আর ব্যালেন্স কম হলে আপনি. ৫% থেকে ১% রিস্ক নেন।
প্রথমদিকে প্রতিটি ট্রেডে ২% করে রিস্ক নেয়া যেতে পারে। পরবর্তীতে ট্রেডিংয়ে আপনার দক্ষতা বাড়ার সাথে সাথে ট্রেড রিস্কও বাড়াতে পারেন তবে সর্ব্বোচ্চ ৫% এর অধিক না নেওয়া উচিত। ফরেক্সের গতিপথ ভাল করে শিখলে লস হলেও গড়ে লাভ হবে ।
রিস্ক নেশি না নেয়াই ভালো আমাদের প্রতি ট্রেড এমন ভাবে দিতে হবে যেন আমরা আমাদের ডিপোজিট এর ২% রিস্ক নিয়ে ট্রেডিং করে ফরেক্স মার্কেট থেকে প্রফিট করতে পারি,তাই আমাদের ফরেক্স মার্কেট এর ট্রেডিং করে থাকি।