স্টপ লসে আমার দুটি মত-
১। যাদের ব্যালেন্স কম তাদের স্টপ লস ব্যবহার একান্ত জরুরী, না হলে একাউন্ট জিরো হয়ে যাবে। অর্থাৎ ট্রেডিং জিবনে ইতি পড়ে যাবে।
২। যাদের ব্যালেন্স বেশি তারা স্টপ লস ব্যবহার না করে নিশ্চতভাবে লাভ তুলে নিতে পারে।
Printable View
স্টপ লসে আমার দুটি মত-
১। যাদের ব্যালেন্স কম তাদের স্টপ লস ব্যবহার একান্ত জরুরী, না হলে একাউন্ট জিরো হয়ে যাবে। অর্থাৎ ট্রেডিং জিবনে ইতি পড়ে যাবে।
২। যাদের ব্যালেন্স বেশি তারা স্টপ লস ব্যবহার না করে নিশ্চতভাবে লাভ তুলে নিতে পারে।
স্টপলস মানেই লস থেকে অন্তত মোটামুটি রেহাই পাওয়া যায় । যদি ট্রেডাররা এই স্টপলস দিয়ে রাখে তাহলে বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা পাওয়া যায় । তাই আমরা এই স্টপলস ব্যবহার করব এবং অন্যকে এই স্টপলস ব্যবহার করার জন্য অনুরোধ করব । কেননা স্টপলস দেওয়া না থাকলে এক পর্যায় এ্যাকাউন্ট শূণ্য হয়ে যেতে পারে ।
আপনি যদি স্টপ লস স্ট্রেটিজি ফলো করে চলেন তাহলে আপনি অল্প সময়ের জন্য ট্রেড করছেন এবং মার্কেট ফল এর কারনে আপনার একাউন্ট জিরো হওয়ার সম্ভবনা কম থাকে, এবং আপনি লস যদি সেল এ করে থাকেন এবং এটা কতটুকু উপরে উঠার কারনে আপনি লস খেয়েছেন তার উপর বেস করে নেক্স সেল এ কিন্তু আপনি লাভ করবেনই কারন মার্কেট এর কিন্তু ফ্লো থাকেই কস একবার টপ এ যাবার পর কিন্তু মার্কেট আবার নিচের দিকে ফল করবে তাতে আপনি লাভবান হবেন।
স্টপ লস দিয়ে আসলে বড় ধরনের লসের হাত থেকে রক্ষা পাওয়া যায়। নির্দিষ্ট পিপ্সে গিয়ে হিট করার জন্য একটা বর্ডার দিয়ে দেওয়া হল "স্টপ লস"। আবার একি ই ভাবে তেক প্রফিত ও দিয়ে দেওয়া যায় । নির্দিষ্ট বর্ডার এ গিয়ে হিট করলেই টেক প্রফিত কিংবা আমার প্রফিত আমি পেয়ে যাব। বর্ডার টাকে প্যারামিটার ও বলা যায়।
স্টপ লস (stop loss): স্টপ লসের মাধ্যমে আপনি আপনার লসে থাকা ট্রেডটি কোন প্রাইস এ বন্ধ করে দিতে চান তা ঠিক করে দিতে পারবেন। ধরুন, আপনি ১.৩৫৪০ তে একটি বাই ট্রেড ওপেন করলেন। আপনি চাচ্ছেন ৫০ পিপস লাভ করবেন এবং ৫০ পিপসের বেশি লস করবেন না। তাহলে আপনি ৫০ পিপস স্টপ লস এবং ৫০ পিপস
স্টপ লস ব্যাবহারে আপনার একাউন্তে পুরোপুরি ফাকা হওয়া থেকে বাচিয়ে দেয়, যদি আপনি ট্রেড এ লস খান অর্থাৎ ট্রেড যদি আপনার বিপক্ষে যায়। তবে স্টপ লস দিয়ে আপনি ট্রেড কে নিয়ন্তন করতে পারবেন, অর্থাৎ আপনি কতটুকু লস মানিয়ে নিতে পারবেন টা আগেই নির্ধারণ করাই হচ্ছে স্টপ লস।
স্টপ লস ব্যবহারে লসের ঝুকিঁ বা পরিমান কম করা যায়। ফরেক্স মার্কেটের গতি অনেক সময় খুব দ্রুত উঠানামা করে। তখন ট্রেড করা থাকলে এবং মার্কেট ট্রেডের বিপরিতে গেলে লসের সম্ভাবনা অনেক বেশি থাকে। তাই আমরা লসের পরিমান কমাতে স্টপ লস ব্যবহার করি।
আমরা অনেকে ফরেক্স এ ট্রডিং এর মাধ্যমে টাকা করছি। কিন্তু আমরা অনেক সময় লসের সম্মুখীন হয় তাই এই লস এড়াতে স্টপলস ব্যবহার করা হয়।
স্টপ লস ট্রেডিং এর একটি অংশ.স্টপ লস ট্রেডিং এর ক্ষেত্রে একটি উপকারী মাধ্যমে.এর মাধ্যমে ত্রাদের গণ ট্রেডিং একাউন্ট এর ব্যালান্স লস খাবিয়া থেকে রখিয়া কেটে পারে.এইটা ট্রেডিং এর একাউন্ট কে মার্জিন লস থেকে বাচাতে পারে.এবং ত্রাদের যদি অন্য কাজে বেস্ট থাকে তাহলে স্টপ লস সেট করে চলে যেতে পারত যার ফলে তার একাউন্ট কে লস ও হতে হতনা.
স্টপলস আমাদেরকে বড় ধরনের ঝুঁকি থেকে রক্ষা করে। আমরা আমাদের মূলধনকে যত বেশি সময় এই মার্কেটে ধরে রাখতে পারব ততই বেশি শিখতে ও আয় করতে পারব। এ জন্য আমাদের প্রতিটি ট্রেডে টেক প্রফিট ব্যবহার না করলেও অন্তত স্টপ লস ব্যবহার করা উচিত।