-
সবাই মনে করে যে ফরেক্স এ ট্রেড করা খুব ই সহজ কিন্তু যখন ই সে ট্রেড করতে যাই দেখা যাই যে সে শতকরা ৯৫% লস করে।আসলে অনেকের কাছ থেকে নানা রমক কথা শুনে আমারা ভাবি এখান থেকে মানুষ বলে অনেকে টাকা ইঙ্কাম করছে। কিন্তু আমারা পরিসংখ্যান এ দেখতে পাই যে মাত্র ১০% মানুষ যারা ফরেক্স করে লাভবান হতে পারে।বেসিরভাগ ই লস করে কারন বেশি লোভ ও সল্পজ্ঞান তাই যদি আমারা ফরেক্স সম্পকে ভাল করে না জেনে ট্রেড করি তাহলে ফরেক্স আমাদের কাছে খুব ই কঠিন ই মনে হবে।
-
ফরেক্স ততটাই কঠিন যতটা আপনি মনে করতে না পারেন। আমি মন করি ফরেক্স কোন ছেলেখেলা না যে সহজ হবে। এখানে নগদ অর্থ জড়িত তাই এটা সহজ হবার কো্ন কারণ নেই। মাথার ঘাম পায়ে ফেলেই ইনকাম করতে হয়। খুব সহজে টাকা ইনকাম করতে পারলে টাকার ভেল্যু নষ্ট হয়ে যায়।
-
ফরেক্স কখনো সহজ হতে পারেনা। কেননা এখানে সরা বিশ্বের ধনী লোকেরা ব্যবসা করে। আমাদের মত ছোট ট্রেডার রা এদের থেকে ইনকাম করা অনেক কঠিন। জেনে বুঝে ট্রেড করলে আয়করা সহজ।
-
ফরেক্স কতো কঠিন বা হবে ফরেক্স বেশি কঠিন বা সহজ সেটা ফরেক্স সম্পর্কে জাকনার পর বুঝা যাবে তাই তবে ফরেক্স মার্কেট না যেকোনো কাজ কঠিন কি সহজ সেটা সম্পর্কে জানার পর শেখার পর জানা যায় তবে যেকোনো কাজ ভাল করে শিখতে পারলে বেশি কঠিন মনে হয় না।
-
আমি মনে করি, ফরেক্স যদি আমি ভালভাবে জানতে আর বুজতে পারি তাহলে ফরেক্স খুব একটা কঠিন হবে না। ওনেকে ফরেক্স এর ওপর ভাল ধারনা না নিয়ে ট্রেড করে লস খাই। আর তারা মনে করেন ফরেক্স এ ট্রেড করা খুব কঠিন একটা কাজ। আবার ওনেকে ট্রেড করে লাভবান হন। কারন তারা কিছহু টেকনিক ব্যবহার করেন।
-
ফরেক্স যেহেতু টাকার খেলা তাই ফরেক্স আসলে অত সহজ জিনিস না। অনেকেই হয়ত বা বলে থাকে যে ফরেক্স সহজ কিন্তু আসলে ফরেক্স অত সহজ না ঠিক যতটা আপনি শুনেছেন। ফরেক্স থেকে টাকা আয় করতে হলে যথেষ্ট পরিশ্রম করতে হয় ।তানাহলে লাভ এর মুখ ত দূরের কথা শুধু লস এর মুখ দেখতে হয়। তাই কেউ যদি ফরেক্স শিখতে চাই তাইলে প্রথমে তাকে অনেক পরিশ্রমি হতে হবে।
-
ফরেক্স সম্পর্কে যারা যারা জানেন দেখেছেন,এখানে লেন-দেন বা ট্রেড সঠিক ভাবে করতে পারলে সবই সহজ।আর না করতে পারলেতো কঠিন হওয়াটাই তেমন বড় কথা নয়।
-
ফরেক্স মারকেট কঠিন কারন ফরেক্স একেবারে কন সহজ ব্যবসা না ফরেক্স মারকেটে ৯৫% ফরেক্স ট্রেডার লস করে তাই ফরেক্স ব্যবসাকে একেবারে সহজ বলা জায় না তবে ফরেক্স অভিজ্ঞতা ভাল করে জানতে পারলে ফরেক্স আবার সহজ হয়ে যাবে ।
-
আমি মনে করি ফরেক্স খুবই সহজ যদি আপনি বুজে কাজ করেন আর যদি বুজে কাজ না করেন তাহলে এটা আপনার জন্য অনেক কঠিন হয়ে যাবে অনেকে অনেক সময় কিছু লস করে ফরেক্স ট্রেডং বাদ দিয়ে দেয় কিন্তু বুজতে চায় না যে কেন হয়েছে এটাকে অনেক কঠিন মনে করে এটাতে কাজ করা বন্ধ করে দেয় । কিন্তু আপনি দক্ষ হলে এটা অনেক সহজ মনে হবে।
-
ফরেক্স হল একটি ব্যবসায়ি প্রতিষ্ঠান । এখানে লাভ ও হতে পারে আবার লস ও হতে পারে। তবে এখানে বুঝলে সবই সহজ আবার না বুঝলে সবই কঠিন লাগে। যে যত বেশী ডেমো করবে সে তত বেশী এ বিষয়ে অভিজ্ঞ হবে। আর যারা ডেমো না করে ইনভেস্ট করবে তাদের ব্যবসায়ে লস হতে পারে।