-
আমি মনেকরি , নতুন ট্রেডারদের ফরেক্স বাজার সম্পর্কে ভালভাবে স্টাডি করা। ফরেক্স সম্পর্কে ভালভাবে বুঝার পর প্রচুর ডেমো প্রাকটিস করা। ফরেক্স বাজারের সকল ধরনের আনালাইসিস করা। ফরেক্স নিয়ম মেনে ট্রেড করা। লোভ কন্ট্রোল করে ট্রেড করা। ইমুশন কন্ট্রোল করে মার্কেট বুঝা। মানি ম্যানেজমেন্ট মেনে ট্রেড শেখা।
-
ফরেক্স ট্রেডিং-এ নতুনদের জন্য জরুরী হচ্ছে, ফরেক্স এর এ টু জেট সবকিছু ধাপে ধাপে আয়ত্ব করার চেষ্টা করা। ফোরামে পোষ্ট অনুশীলন করা, ডেমো ট্রেড-এ প্রেকটিস করে ফরেক্সের অভিজ্ঞতা বৃদ্ধি করা যা দ্বারা পরবর্তীতে সফল ট্রেডার হওয়া যাবে। সিনিয়রদের পরামর্শ গ্রহণ করা। ধৈর্যের সাথে ফরেক্সের সঙ্গে লেগে থাকা।
-
নতুন ট্রেডারের জন্য কিছু জরুরী কথা হচ্ছে ফরেক্স নিউজ পড়া, ফরেক্স মার্কেট এ্যানালাইসিস করা , যত দিন দক্ষতা অর্জন করতে পারেননি ততদিন ডেমো ট্রেড করা, ফরেক্সে ধৈর্য্য ধারণ করে ট্রেড করা ।
-
একজন নতুন ট্রেডার কে অনেক গুলো বিষয় মাথায় রাখতে হয়। প্রথমেই তাকে ফরেক্স ট্রেডিং শিখতে হবে ভালো করে। তার ট্রেডিং জ্ঞান কে ইউটিলাইজ করতে হবে। বিভিন্ন প্রতিকূল পরিবেশে মার্কেটে টিকে থাকার মন্ত্র জানতে হবে। পেশা হিসেবে ফরেক্সকে ভালো করে নিতে হবে। ট্রেডিং ভালোভাবে করতে হবে।
-
একজন নতুন ট্রেডাসর্ হিসাবে আমাদেরক ট্রেড ব্যবসা শুরু করার আগে ফুরাম সম্পর্কে ভাল ধারনা অর্জন করতে হবে।এই বিষয়ে পড়া শুনা করে বুজে ট্রেড করলে মনে হয় প্রথমে কিছুটা সফলতা আসবে।লোভতে দুরে সরিয়ে রাখতে হবে।মাথা ঠান্ডা রেখে ট্রেডিং করতে হবে। বুযে শুনে বাই সেল দিতে হয়।ফরেক্স বিভিন্ন দেশের কারেন্সি নিয়ে কাজ করে। আর এ কারনে সময় বুযে সেল দেয়া উচিত। আপনারা আমাদের মত নতুন দেরকে শিখতে সাহায্য করবেন।
-
আপনি আপনার পোস্ট এ যেসব বিষয়গুলো উল্লেখ করেছেন আসলেই এইগুলো একজন ত্রাদের এর জন্য জরুরি.আমরা অনেকেই এইখানে ক্ষনিকের পর্যবেক্ষণ নিয়ে চলে আশি যা কেবন লাভ এর ইতিহাস কিন্তু এইখানে লাভ করা খানিকটা কঠিন.যার জন্য দরকার জানা ফরেক্স কি,এইখানে কিভাবে উপ্পার্জন করতে হয় এবং কি করলে এইখানে টিকে থাকা যাবে.
-
ভাই আপনি থিক বলছেন যারা নতুন তাদের জন্য এ গুলো জানা খুব প্রজন * ফরেক্স ট্রেডিং কি ?
* কিভাবে ফরেক্স ট্রেডিং করতে হয় ?
* পেশা হিসাবে ফরেক্স ট্রেডিং
* আপনি কি ফরেক্স ট্রেডিংয়ের জন্য উপযুক্ত ?
* কিভাবে ফরেক্স মার্কেটে টিকে থাকতে হয় ... ইত্যাদি
-
ফরেক্সে যারা নতুন তাদের জন্য কিছু কথা জানা খুব জরুরি , যেমন ফরেক্সে সবাই কাজ করতে পারে কিন্তু সবাই টাকা আয় করতে পারে না । কারন ট্রেডিং দক্ষতার অভাব থাকে । ফরেক্সে সবাই ধোইর্য নিয়ে কাজ করতে পারে না , এক্ষেত্রে নতুনদের উচিত কাজ করার বা ত্রেড করার সময় মনোযোগী হওয়া ও ধৈর্য নিয়ে কাজ করা । ফরেক্সে কোন লোভ করা যাবে না । কারন ফরেক্সে কোন লোভ করা হলে ফরেক্স থেকে লস হয় ।
-
একজন নতুন ট্রেডার কে অনেক গুলো বিষয় মাথায় রাখতে হয়। প্রথমেই তাকে ফরেক্স ট্রেডিং শিখতে হবে ভালো করে। তার ট্রেডিং জ্ঞান কে ইউটিলাইজ করতে হবে। বিভিন্ন প্রতিকূল পরিবেশে মার্কেটে টিকে থাকার মন্ত্র জানতে হবে। পেশা হিসেবে ফরেক্সকে ভালো করে নিতে হবে। ট্রেডিং ভালোভাবে করতে হবে। তাহলেই একজন নতুন ট্রেডার ভালো ট্রেডার হতে পারবে।
-
আপনি একদম সত্য বলেছেন যে ফরেক্স মার্কেট এ নতুন দের জন্য ফরেক্স মার্কেট হছে একটি কষ্ট কর বিষয়।নতুন ভাইদের জন্য বলছি মার্কেট সম্পর্কে আপনাকে অনেক কষ্ট করতে হবে।আপ্নাকে মার্কেট সম্পর্কে অনেক কিছু জানতে হবে।মার্কেটে যদি আপনি লসও হই ওই লসটাকে মেনে নিয়ে কাজ করতে হবে।