-
ফরেক্স কে বাংলাদেশ সরকার অনুমতি দেয়নি তাই আপনি বাংলাদেশ থেকে ফরেক্স এ সরাসরি টাকা বা ডলার জমা করতে পারবেন না । তবে আমাদের দেশে অনেক ফ্রীলান্সার আছেন যারা আউটসোর্সিং এর মাধ্যমে ডলার আয় করেন । আপনি তাদের কাছ থেকে ডলার নিয়ে ফরেক্স একাউন্ট এ বিনিয়োগ করতে পারেন । তাছাড়া আপনি বাংলাদেশ ফরেক্স ফোরাম এ কমেন্ট এর মাধ্যমে যে বোনাস পান তা দিয়েও ফরেক্স মার্কেটে বিনিয়োগ করে মুনাফা অর্জন করে সেই টাকা উৎত্তোলন কিংবা বিনিয়োগ করতে পারেন ।
-
আমাদের মাঝে অনেকে আছেন যারা ফরেক্স ট্রেড করতে ইচ্ছুক। কিন্তু টাকা না থাকার কারনে ইনভেস্ট করতে পারেন না। তারা এই ফোরাম পোস্ট করে অর্জিত ব্যলেন্স দিয়ে লাইভ ট্রেড করতে পারেন। এবং প্রফিট উঠাতে পারেন। এই ফোরাম এ আপনার ট্রেডিং একাউন্ট যুক্ত করলে আপনি আপনার বোনাস পেয়ে যাবেন।
-
বাংলাদেশ ফরেক্স ফোরাম ফরেক্স ট্রেড শেখার এবং লাইভ ট্রেড করার জন্য অনেক বড় একটা যায়গা।এখানে পোষ্ট করার মাধ্যমে আমরা বোনাস ইয়ার্ন করে তা দিয়ে রিয়েল ট্রেড করতে পারি। বোনাস একাউন্ট এ এটাচ করার জন্য প্রথমে একটা বৈধ একাউন্ট থাকতে হবে আপনার ট্রেডিং একাউন্ট নাম্বার আপনার ফোরামের প্রোফাইলে গিয়ে বোনাস ফর পোস্ট অপশন থেকে এটাচ একাউন্টে এটাচ করে দিলেই বোনাস ট্রেডিং একাউন্ট এ যোগ হয়ে যাবে।
-
আপনি ফোরামের ডলার দিয়ে ট্রেড করতে পারবেন এবং যদি চান নিজের পকেটের টাকা দিয়ে ডলার কিনে একাউন্টে ডিপোজিট করতে তাও পারবেন। আপনি অনলাইন মার্কেট প্লেস থেকে ডলার কিনতে পারবেন এবং তা আপনার একাউন্টে যোগ করে ট্রেড করতে পারবেন।
-
ট্রেডিং একাউন্টে ডলার যোগ করতে হলে আপনার ট্রেডিং একাউন্ট নাম্বারটি ফরেক্স ট্রেডিং তথা ফোরাম একাউন্টের সাথে এ্যাটাচ করতে হবে । আমরা ফোরামে পোস্টিং করার মাধমে যে বোনাস অর্জিত করি তা করতে অবশ্যই আমাদের অনেক বেশি সময় ব্যায় করতে হয় । তাই বোনাস ডলার যাতে সঠিকভাবে ট্রেডিং একাউন্টে যুক্ত হয় সেদিকটা বিশেষভাবে খেয়াল রাখতে হবে ।
-
আপনার ফোরাম বোনাস একাউন্টে যোগ করার জন্য তেমন কোন কষ্ট করতে হবে না। আপনি বোনাস একাউন্টে গিয়ে আপনার ইনিস্তা ফরেক্স একাউন্টের ট্রেডিং একাউন্ট নম্বর আর পাসওয়াড যোগ করে দিলেই পরের মাসের ১ থেকে ৭ তারিখের ভেতর ব্যালেন্স যোগ হয়ে যাবে।
-
এজন্য আপনাকে ইনস্টফরেক্স কেবিনেটে একটি ট্রেডিং একাউন্ট খুলতে হবে।তারপর সেই একাউন্টটি আপনাকে ফোরামের একাউন্টের সাথে যুক্ত করতে হবে।তাহলেই আপনি ফোরামের বোনাস প্রতিমাসের শুরুতে আপনার ট্রেডিং একাউন্টে ১ থেকে ৭ বা ৮ তারিখের মধ্যে পেয়ে যাবেন।
-
1) পেজা বিক্রি করে neteller অতবা *skrill কিনতে হবে। কারন অনেক broker আছে paza support করে না তাই। এখন কিভাবে ক্রয় বিক্রয় করবেন তা বলছিঃ- http://dbsewallet.com/home/signup?us...desh@yahoo.com এইখান থেকে *account করে $ buy/sell করতে পারবেন। ওরা instant payment করে আমি হাজার হাজার টাকা ওদের মা্ধ্যমে $sell/buy করেছি। পরিচিত লোক যদি থাকে তাদের মাধ্যমেও $ sell/buy করতে পারেন।
2) www.fxopen.com এই broker এ payza দিয়ে ডিপোজিট করতে পারবেন।
-
বর্তমানে অনলাইনে একটি জনপ্রিয় পেমেন্ট প্রসেসর হল নেটেলার। অন্যান্য দেশে আগে থেকেই নেটেলার জনপ্রিয় হলেও বাংলাদেশে নেটেলারের জনপ্রিয়তা শুরু হয়েছে ১৪ ফেব্রুয়ারি, ২০১২ থেকে। কারণ এর পূর্বে নেটেলার বাংলাদেশিদের নেট+ কার্ড প্রদান করত না। ১২ ফেব্রুয়ারি, ২০১২ তে বাংলাদেশসহ আরও ১৮টি দেশ নেট+ মাস্টারকার্ড পাওয়ার সুবিধাভুক্ত হয়।
-
নেটেলারে আপনাকে অবশ্যই অ্যাকাউন্ট ভেরিফাই করতে হবে তাদের সার্ভিস ব্যবহার করার জন্য। ভেরিফাই না করে $১০০ পর্যন্ত লেনদেন করা যায় কিন্তু তা নিরাপদ নয়। আপনাকে অবশ্যই ভেরিফাই করতে হবে। ভেরিফাই ছাড়া অ্যাকাউন্ট ব্যবহার করা সম্ভব নয়। নেটেলার অ্যাকাউন্টের নাম এবং আপনার ট্রেডিং অ্যাকাউন্টের নাম এক হতে হবে। তা নাহলে ব্রোকারে সমস্যা হতে পারে। তাই নিজের আসল নাম ব্যবহার করতে হবে।
অনেকেই ভেরিফাইয়ের জন্য আবেদন করেছেন কিন্তু অ্যাকাউন্ট ভেরিফাই হচ্ছেনা বলে অভিযোগ করেছেন। অনেকে ডকুমেন্টস আপলোড করছে ঠিকই কিন্তু সাবমিট করছেন না। ডকুমেন্টস আপলোড করার পরের পেইজে সাবমিটের আলাদা বাটন রয়েছে। সেখান থেকে সাবমিট না করলে ভেরিফাইয়ের জন্য রিকোয়েস্ট ওদের কাছে যায় না, তাই ভেরিফাইও হয় না। তাই ভেরিফাই করার সময় সবাই এই ব্যাপারে খেয়াল রাখবেন।:woo::happy::D