-
ধন্যবাদ আপনাকে। আপনি ইকোনোমিক ক্যালেন্ডার নিয়ে খুবই দারুন একটি পোস্ট দিয়েছেন। ইকোনোমিক ক্যালেন্ডার হলো ফরেক্স সংশ্লিষ্ট নিউজের সমষ্টি। এটা অর্থনীতিবিদ রাই তৈরি করে থাকেন। এই ইকোনোমিক ক্যালেন্ডারের নিউজ মার্কেটের উপর প্রভাব ফেলে। এই প্রভাব টা হয় পুর্ববর্তী রিপোর্টের ভিত্তিতে ইকোনোমিস্টদের প্রেডিঙ্কশন এবং একচুয়াল রিপোর্টের কম্পেয়ারের মাধ্যমে।
-
ফরেক্সে ট্রেড করতে হলে অবশ্যই আপনাকে ইকনোমিক ক্যালেন্ডার বুঝে তারপর ট্রেড করতে হবে। কেননা ফরেক্স ক্যালেন্ডার বা ফরেক্স নিউজ না জেনে যে অনুমানের উপর ট্রেড করলে প্রফিট তো হবেই না বরং নিজের ব্যালেন্স জিরো হওয়ার সম্ভাবনা রয়েছে। আমি ইতিপূর্বে বেশ কয়েকবার ব্যালেন্স জিরো করেছি এর মূল কারণ হলো ফরেক্স নিউজ অনুসরণ না করে দিয়েছিলাম। আর ইকনোমিক ক্যালেন্ডারে হাই ইম্প্যাক্ট সম্পৃক্ত নিউজ ছিল যার ফলে মার্কেট আমার বিপরীতে অবস্থান করেছিল এবং আমার ব্যালেন্স জিরো হয়ে গিয়েছিল।
-
আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দরকারি পোস্ট দিয়েছেন। আমরা সবাই ইকোনমিক ক্যালেন্ডারের নাম শুনেছি বাট এ ব্যাপারে স্বচ্ছ ধারণা নেই এবং কিভাবে এটা সেট করতে হবে সেটাও জানি না। ফরেক্স ট্রেডিংয়ে ইকোনমিক ক্যালেন্ডার খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এটা বিভিন্ন অভিজ্ঞ ইকোনমিস্টরা তৈরি করে থাকেন। ফরেক্স ট্রেডিংয়ের ফান্ডামেন্টাল এনালাইসিস ইকোনমিক ক্যালেন্ডার এর আওতায় পড়ে ।ফরেক্সে প্রতিদিনই কিছু আগাম নিউজ রিলিজ হয়। এখানে সাধারনতো কোন একটি দেশের বর্তমান ও ভবিষ্যৎ রাজনৈতিক, অর্থনৈতিক অবস্থা কেমন হতে পারে তার একটা বিশদ বিবরন থাকে। কোন দেশের কারেন্সির সাথে ঐ দেশের অর্থনৈতিক ও রাজনৈতিক অবস্থার সাথে অঙ্গাঅঙ্গি ভাবে জড়িত। তাই রাজনৈতিক পতন বা অর্থনৈতিক বিপর্জয়ের সাথে সাথে ঐ দেশের কারেন্সিরও মূল্য পরিবর্তিত হয়।
এসব নিউজগুলো বিভিন্ন ব্রোকারের ইকনোমিক ক্যালেন্ডারে সন্নিবেসিত থাকে। যেখান থেকে একজন ট্রেডার স্টাডি ও এনালাইসিস করে বুঝতে পারে আগামিতে কারেন্সির মূ্ল্য কেমন হতে পারে। আমরা যদি প্রতিটি ট্রেড নেয়ার আগে ইকোনমিক ক্যালেন্ডার থেকে ইমপর্টেন্ট নিউজ গুলো দেখে ট্রেডিং করি তাহলে লস হওয়ার সম্ভাবনা অনেক কম থাকে।
-
আপনি অত্যন্ত গুরুত্বপুর্ন তথ্য দিয়েছেন। ফরেক্স ট্রেডিং এর ক্ষেত্রে ইকোনমিক ক্যালেন্ডার বা ইকোনমিক নিউজ খুব গুরুত্বপুর্ন। ফরেক্স মার্কেটে ইকোনমিক নিউজগুলো ব্যপকভাবে ইমপ্যাক্ট ফেলে। ফরেক্সে মার্কেটে প্রতিদিনই কিছু আগাম নিউজ রিলিজ হয়। এসব নিউজে সাধারনতো কোন একটি দেশের বর্তমান ও ভবিষ্যৎ রাজনৈতিক, অর্থনৈতিক অবস্থা কেমন হতে পারে তার একটা বিশদ বিবরন উল্লেখ থাকে। প্রত্যেকটি দেশের কারেন্সির সাথে ঐ দেশের অর্থনৈতিক ও রাজনৈতিক অবস্থার সাথে অঙ্গাঅঙ্গি ভাবে জড়িত। যেটা ফরেক্স মার্কেটে সরাসরি প্রভাব ফেলে। তাই রাজনৈতিক পতন বা অর্থনৈতিক বিপর্জয়ের সাথে সাথে ঐ দেশের কারেন্সিরও মূল্য পরিবর্তিত হয়। এসব নিউজগুলো বিভিন্ন ব্রোকারের ইকনোমিক ক্যালেন্ডারে সন্নিবেসিত থাকে। ইকোনমিক নিউজ গুলো দেখে একজন ট্রেডার স্টাডি ও এনালাইসিস করে আগাম ধারনা নিতে পারে আগামিতে কারেন্সির মূ্ল্য কেমন হতে পারে, কারেন্সির মূল্য বাড়তে পারে নাকি কমতে পারে সেটা জানা যায় ইকনোমিক ক্যালেন্ডার থেকে। তাই আমাদের উচিত এসব *নিউজকে গুরুত্ব দিয়ে ট্রেডিং করা।
-
ইকোনমি ক্যালেন্ডার হল ফরেক্স মার্কেটের অত্যন্ত প্রভাব বিস্তারকারী একটা সাইট ফরেক্সে হল কোন দেশের মুদ্রা তথা অর্থ ব্যবস্থার সাথে জড়িত বিষয় আর তাই ফরেক্স মার্কেটে আমরা যে সব ট্রেড করে থাকি তা মূলত প্রভাবিত হয় কারেন্সিভুুক্ত দেশসমুহের অর্থনৈতিক অবস্থা ও অর্থনৈতিক পরিবেশের উপর আর এই সব দেশের অর্থনৈতিক অবস্থার প্রকাশ ঘটায় ইকোনমিক ক্যালেন্ডার , তারা সুন্দরভাবে বিশ্লেষনের মাধ্যমে মার্কেটের অথিত বর্তমান ও ভবিষ্যৎ পরিস্থিতি সম্পর্কে খবর দেয় যা ট্রেডারদেরকে ট্রেড করতে সাহায্য করে
-
ফরেক্স ট্রেডারদের জন্য ফরেক্স ইকোনমিক ক্যালেন্ডার খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় । কারণ ফরেক্স ইকোনমিক ক্যালেন্ডার থেকে ফরেক্স ট্রেডাররা বিভিন্ন দেশের অর্থনৈতিক উন্নয়নের অবস্থা সম্পর্কে জানতে পারে ।ফরেক্স ইকোনমিক ক্যালেন্ডার তৈরি করেন অভিজ্ঞ সম্পন্ন ইকোনমিস্টরা । ফরেক্স ইকোনমিক ক্যালেন্ডার তৈরি করা হয় পূর্ববর্তী রিপোর্ট থেকে ।
-
ফরেক্স মার্কেট এ কারেন্সির দাম উঠানামা করে তাই আমি।মনেকরি যদি কোন দেশের অর্থনীতি ভাল হয় তার কারনে সে দেশের মুদ্রা বাজার অনেক বেড়ে যায়,আবার কোন দেশের অর্থনৈতিক অবিস্থা খারাপ হলে সে দেশের মুদ্রা বাজার অনেক কমে যায়,তাই একে আমরা ইকোনমিক বলে থাকি।
-
ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে আপনাকে ইকোনোমিক কেলেন্ডার ভাল করে বুঝতে হবে। এবং প্রতিনিয়ত ইকোনোমিক কেলেন্ডার ভাল করে পরতে হবে। একজন সফল ফরেক্স মার্কেটের সদস্য সব কিছুই ভাল করে পড়ে শুনে ফরেক্স মার্কেটে ট্রেড করে কারন না হলে অনেক লস হয়ে পারে।
-
ফরেক্স ট্রেডিং এর ক্ষেত্রে ইন্ডিকেটর পুরোপুরি কার্যকর নয়। এটি হয়তো ৫০% কাজ করে থাকে। পুরোপুরি ইন্ডিকেটর নির্ভর হয়ে ট্রেডি নেয়া ঠিক নয়। ইন্ডিকেটর থেকে শুধু ধারনা নেয়া যেতে পারে। ইন্ডিকেটরের এবং আপনার এনালাইসিস যদি একই ধারনা দিয়ে থাকে তাহলে আপনি ট্রেড নিতে পারেন। আর ইন্ডিকেটর নির্ভর ট্রেডিং কে আমি সমর্থন করি না। কেননা তাতে করে আপনার ট্রেডিং ক্ষমতা ধ্বংশ করার নামান্তর। তার চেয়ে নিজের ট্রেডিং স্ট্রাটেজি ডেভলপ করার চেস্টা করুন। তাতে করে দেখা যাবে আপনি নিজেই একদিন ইন্ডিকেটর তৈরি করতে পারেন। তখন আর কারো স্ট্রাটেজির উপর নির্ভর করতে হবে না।
-
ফরেক্স ইকোনোমিক ক্যালেন্ডার
ফরেক্স ইকোনমিক ক্যালেন্ডার তৈরি করেন অভিজ্ঞ ইকোনমিস্টসরা। পূর্ববর্তী মাসের ডাটা নিয়ে ভবিষ্যতে মার্কেট মুভমেন্ট এর একটি ফোরকাস্ট প্রদান করা হয় এই কালেন্টারে। আপনার ব্যবহারের সুবিধার জন্য নিচের নিয়মগুলো ফলো করুন।
Current time এ GMT +6:00 সিলেক্ট করুন।
যে কারেন্সিতে ট্রেড করবেন শুধু সেই কারেন্সি�র নিউজ সিলেক্ট করার জন্য More অপশনে যান এবং ঐ কারেন্সি গুলোতে ঠিক দিন। প্রয়োজনে No Impact ও Low Impact ঠিক তুলে দিন।
যে ভাবে কারেন্সি Impact রিপোর্ট বুঝাবেনঃ
Previous: ফরেক্স ক্যালেন্ডারের প্রিভিয়াস কলাম লাস্ট রিলিস ডাটা প্রকাশ করে।
Consensus: ডাটা নির্দেশ করে ইকোনমিস্টসদের মার্কেট প্রিডিকশনে আজকের মার্কেট মুভমেন্ট বা মার্কেট ইম্পকেট রেইট কেমন।
Actual: এবং সর্বশেষ একচুয়াল ডাটা আপডেট করা হয়। নিউজ রিলিসের সাথে সাথে মুহূর্তের মধ্যে Consensus ভেলুর সাথে কম্পেয়ার করা হয়। তারপর উক্ত ডাটার পজেটিভনেস এবং নেগেটিভনেস বিচার করে কোন কারেন্সিকে কতটুকু ইম্পেক্ট করছে তা নিশিত করা হয়। এবং ফাইনালি ট্রেডাররা সেই ইকোনমিক ডাটা নিয়ে ট্রেডে প্রবেশ করে যার যার এনালাইসিস এবং অভিজ্ঞতা নিয়ে।সফল হতে হলে আপনাকে অভিজ্ঞতা অর্জন করতে হবে।