-
স্টপ লস এবং টেইক প্রফিট ফরেক্স মার্কেটের একটি গুরুত্বপূর্ন বিষয়। স্টপ লস হছে আপনি আপনার ট্রেডের কতটুকু লস দিতে চান এটাকে বুঝায়। আর টেইক প্রফিট হচ্ছে আপনের ট্রেডের কি পরিমান লাভ করতে চান। ফরেক্স মার্কেটে স্টপ লস অবশ্যই আমাদের ব্যবহার করা উচিত। নতুবা অনাকাঙ্ক্ষিত লসের মধ্যে পরতে হবে।
-
স্প্রেডঃআপনি একটি ট্রেড ওপেন করলেই দেখবেন ট্রেডটি কিছুটা লসে ওপেন হবে। এটাকেই স্প্রেড বলে। ফরেক্স ব্রোকার একটি ট্রেড ওপেন করার জন্য এই ফি কমিশন বা চার্জ হিসেবে কেটে নেয়।
টেক প্রফিট : টেক প্রফিটের মাধ্যমে আপনি আপনার লাভে থাকা ট্রেডটি কোন প্রাইসে বন্ধ করে দিতে চান তা ঠিক করে দিতে পারবেন।
-
অনাকাঙ্খিত লস এর হাত থেকে রক্ষা পেতে স্টপ লস ব্যবহার করতে হয়। মার্কেট যখন লস এ যায় তখন সেট করে রাখা নির্দিষ্ট প্রাইস এ গিয়ে ট্রেড অটো বন্ধ হয়ে যায় , এটাই স্টপ লস। আর টেক প্রফিট হচছে আপনার সেট করে রাখা নির্দিষ্ট প্রাইস এ গিয়ে লাভ নিয়ে ট্রেড ক্লোজ হয়ে যায়।মার্কেট যেহেতু সব সময় উঠা নামা করে তাই আপনার প্রফিটে থাকা ট্রেড টি যে কোন সময় লস এ চলে যেতে পারে। তাই টেক প্রফিট সেট করা থাকলে তা আপনার প্রফিট এর নিশ্চয়তা দিতে পারে।
-
আমার মতে স্টপ লস ও টেক প্রপিট ব্যবহার করা ভালো, তবে আমি মনে করি স্টপ লস ও টেক প্রপিট ব্যবহার করার চেয়ে ট্রেড করে মার্কেটে থাকার চেষ্টা করুন। কেননা ধরুন আপনি স্টপ লস সেট করে দিলেন, এবং সেই মোতাবেক মার্কেট সেখনে জেতেই আপনার লসে ট্রেড ক্লোজ হয়ে গেল, কিন্তু আপনার স্টপ লসের একটু পরে যেতেই মার্কেট টার্ন করল। তাহলে কি হল, আপনার লসটিই হয়ে গেল। এভাবে টেক প্রপিট এর ক্ষেত্রেও হতে পারে।
-
ফরেক্স মার্কেটে স্টপ লস এবং টেক প্রফিট একটি গুরুত্বপূর্ণ বিষয় । স্টপ লস ব্যবহারের মাধ্যমে আপনি আপনার একাউন্ট ব্যালেন্স শূন্য হওয়া থেকে বিরত রাখতে পারেন । অভিজ্ঞ ট্রেডাররা সব সময় স্টপ লস ব্যবহার করে ট্রেড করে থাকে । আর টেক প্রফিট হচ্ছে অতিরিক্ত লোভ না করে একটি নির্দিষ্ট লক্ষমাত্রা নিয়ে ট্রেডটি আপনা আপনি বন্ধ করে দেওয়ার একটি কৌশল ।
-
স্টপ লস বলতে আপনার ট্রেডকি যদি লসে যায় আপনি যতটুকু পর্যন্ত লস করতে ইচ্ছুক ।আর টেক প্রফিট হচ্ছে আপনি যতটুকু পর্যন্ত প্রফিট করতে চান তা সেট করাকে বুঝায়।এছাড়া স্টপ লস টেক প্রফিটকে অনেকে অনেকভাবে সংঙ্গায়িত করে।মূলত ট্রেড করার সময় আমরা এগুলো ব্যবহার করে থাকি।
-
ফরেক্স মার্কেটে টিকে থাকতে হলে অবশ্যই লং টার্ম ট্রেড করতে হবে কারন আমরা যখন লং টার্ম ট্রেড করি তখন আমাদের প্রতিটা ট্রেড আমাদের লাভের পরিমান পুরন করে ট্রেড বন্ধ করতে পারব। স্কেলপিন করলে একটা সমস্যা হয় যে ফরেক্স মার্কেটে আপনাকে সাময়িক লাভ করতে পারবেন সে সকল লাভ একটি ট্রেড বিপরীতে গেলে সেটা চলে যাবে।
-
আমি ট্রেড দিতে স্টপ লস কোথায় দিব সেটা চেস্টা করি কারন অনেক সময় বড় লস থেকে বাচা যায় আবার বড় প্রপিট হাত ছাড়া হয়ে যায় তবে আমি মনে করি স্টপ লস ব্যাবহার করলে ভাল হবে এইটা আমাদের জন্য ভাল একটা দিক ট্রেডকে নিজের নিয়ন্ত্রনে রাখার আরেকটা কৌশল বলা যায়।
-
স্টপ লস ব্যাবহার করে ফরেক্সে ট্রেড করতে পারলে ট্রেডকে এবং অ্যাকাউন্ট ব্যালেন্সকে অনেকগুনে জিরো হওয়ার হাত থেকে বাচানো ।এটি কোন ট্রেড যদি অনেক বেশি লসের দিকে চলে যেতে থাকে তা হলে সেট করা প্রাইজের নিচে নামার চেষ্টা করার সাথে সাথে ঐ ট্রেডটি ক্লোজ হয়ে যায় যার ফলে কিছুটা হলেও লস হয় কিন্তু তাতে করে অ্যাকাউন্ট ব্যালেন্স কখনই সম্পূর্ন ভাবে জিরো হয়ে যায় না।
-
ফরেক্স মার্কেটে যারা স্টপলস ও টেকপ্রফিট মার্জিন এর গুরুত্ব অপরেসীম।আপনি যদি টেড করার সময় স্টপলস ও টেকপ্রফিট মার্জিন ব্যবহার না করেন তাহলে যদি ট্রেডটি আপনার বিপক্ষে যায় এবং মার্কেট ভলািটি বেশি থাকে আপনি বিশাল পরিমানে লস করবেন।