অর্থনীতির সাথে ফরেক্স সরাসরি জড়িত। তাই এখানে অর্থনীতি অনেক বড় প্রভাব ফেলে। একারনেই প্রতিদিন বেশ কিছু নিউজ রিলিজ হয় ফরেক্স সংশ্লিষ্ট।
আমরা নিউজ ট্রেড এর জন্য forexfactory follow korte pari
Printable View
অর্থনীতির সাথে ফরেক্স সরাসরি জড়িত। তাই এখানে অর্থনীতি অনেক বড় প্রভাব ফেলে। একারনেই প্রতিদিন বেশ কিছু নিউজ রিলিজ হয় ফরেক্স সংশ্লিষ্ট।
আমরা নিউজ ট্রেড এর জন্য forexfactory follow korte pari
ফরেক্স মার্কেট এ যারা জড়িত তারা কমবেশী সবাই জানে ফরেক্স এ নিউজ খুব গুরুত্বপুর্ন। আর নিউজগুলা ফান্ডামেন্টাল এনালাইসিস এর মধ্যে অন্যতম উপাদান হিসেবে কাজ করে। যখন নিউজ রিলিজ হয় যেগুলা মার্কেট এ হাই ইম্পেক্ট করে তা খুব গুরুত্বপূর্ন। তাই নিউজ ট্রেডিং আরো ভালভাবে বুজতে হবে। এতে মার্কেট মুভমেন্ট ও ভাল হয়।
ফরেক্স মার্কেটে নিউজ ট্রেডিং করা অনেক ভাল তাই আমাদের ফরেক্স মার্কেটের নিউজ দেখতে হবে এবং বুঝতে হবে প্রতি নিউজের সময় মার্কেট অনেক উঠানামা করে থাকে ফরেক্স মার্কেটে ট্রেডিং করে ভাল প্রফিট করতে চাইলে ফরেক্স মার্কেটের নিউজ বুঝা তার সাথে ট্রেডিং সিস্টেম করে প্রফিট করা।
ফরেক্স মার্কেট এর ট্রেডিং অনেকটা নিউজ ফিড এর উপর নির্ভর করে।ফরেক্স ট্রেড কেউ কেউ নিউজের উপর ভিত্তি করে করে থাকে কারন এই নিউজে অর্থনৈতিক অবস্থার উপর এর নিয়ন্ত্রিত হই।আবার অনেক ট্রেডার আছে যখন নিউজ পাবলিশ হয় তখন ট্রেড করে না।
যারা ফরেক্স ট্রেডিং করে তারা সবাই কমবেশি নিউজের সাথে পরিচিত। ফরেক্স হলো অর্থনির্ভর মার্কেট। অর্থনীতির সাথে ফরেক্স সরাসরি জড়িত। তাই এখানে অর্থনীতি অনেক বড় প্রভাব ফেলে। একারনেই প্রতিদিন বেশ কিছু নিউজ রিলিজ হয় ফরেক্স সংশ্লিষ্ট। এ সব নিউজ দ্বারা মার্কেটের গতি কেমন হবে তার ধারনা পাওয়া যায়। নিউজ এনালাইসিস করে ট্রেড করাই হলো নিউজ ট্রেডিং।
ফরেক্স মাকের্ট এ নিউজ হল কোন দেশের খবরা খবর দেখা। ফরেক্স এর নিউজ ফাউন্টামেটাল এর মধ্যে পরে। কোন দেশের রাজনৈতিক, অর্থনৈতিক, প্রাকৃতিক দুর্যোগ ও সামাজিক অবস্থা কেমন তা এই নিউজ দেখে ফরেক্স মার্কেট কোন দিকে যাবে তা ধারনা করে দেয় এই নিউজ ট্টেডিং এ।
অনেকেই আছে যারা নিউজ ট্রেডিং করে থাকে। তবে বেশির ভাগ ট্রেডারই নিউজ ট্রেডিং এ অতিরিক্ত ঝুকি নিয়ে ট্রেড করে থাকে। যার ফল শ্রুতিতি তারা তাদের এ্যাকাউন্ট জিরো করে ফেলে। তাই না বুঝে নিউজ ট্রেডিং করা উচিত নয়। আবার করলেও নিউজ ট্রেডিং এর সময় অবশ্যই স্টপ লস ব্যবহার করা উচিত।
নিউজ ট্রেডিং নিউজ বুঝে করতে পারলে খুব ভাল। নিউজ পাবলিশ হবার আগে ফরেক্স ফেকটরি বা ফরেক্স নিউজ পাবলিস করে যেসব সাইট সেখানের নিউজ স্থানের ডানের দিকে সবুজ, লাল ও কালো রংয়ের লেখা থাকে। নিউজ পাবলিসের পরে লেখাটি কাল হলে নিউজটি মার্কেটের সেই মুদ্রায় তেমন কোন প্রভাব ফেলবে না। সবুজ হলে ফলাফল ভাল বলে গন্য হবে। আর যদি লাল হয় তাহলে ঐ মুদ্রার জন্য খারাপ সংবাদ। সবসময় এ রকম নাও হতে পারে।
আমি নিউজ ট্রেড করি না। আমি অন্য নিউজ ট্রেড করতে উতসাহী ও করি না। কারন নিউজ অনিশ্চিত। ভালো ও আস্তে আবার খারাপ ও আসতে পারে। মার্কেট এ নিউজ অনুমান করা হয়। আবার একটি নিউজ প্রকাশ হবার পর তা সংশোধন ও করা হয়ে থাকে। তাই নিউজ ট্রেড আমি পছন্দ করি না।
নিউজ ট্রেড অনেক গুরুত্বপূর্ণ ট্রেডিং সিস্টেম এবং এটি অনেক আদীম একটি ট্রেডিং পদ্ধতি । টেকনিক্যাল ট্রেডিং এর পূর্বে এটি ছিলো একমাত্র ট্রেডিং পদ্ধতি এই পদ্ধতিতে মার্কেট এর সাথে গ্যামবেল করা হয় । একসাথে উভয় অবস্থানে ট্রেড নিয়ে হাইজিং করা হয় । কিন্তু এই পদ্ধতি অনেক রিস্কি । কারন এই ট্রেডিং পদ্ধতিতে আপনি একসাথে দুই দিকেই লস করতে পারেন । এবং নতুন ট্রেডাদের উচিৎ* নিউজ ট্রেড থেকে নিজেকে বিরত রাখা ।