-
ফরেক্স মার্কেট এ টিকে থাকতে হলে আমার সবার আগে প্রয়োজন ফরেক্স শিখা কারন আমি যদি ফরেক্স মার্কেট থেকে ভাল করে ফরেক্স শিখতে না পারি তাহলে আমি এই মার্কেট থেকে কিছুই করতে পারব না । ফরেক্স মার্কেট থেকে আমাকে আয় করতে হলে আমাকে এই মার্কেট এর সকল নিয়ম মেনে চলে আমাকে ট্রেড করতে হবে ।
-
ফরেক্স হলো একটা বিশাল মার্কেট । এমার্কেট থেকে আপনি খুব ভালো মুনাফা ্অর্জন করতে পারবেন। আবার সাধারন ভুলে আপনি আপনার একউন্ট শূন্য করে ফেলতে পারেন। তাঈ ফরেক্স মার্কেটে টিকে থাকতে হলে আপনাকে ্অভিজ্ঞতা আর্জন করতে হবে। মানি ম্যানেজম্যান্ট ,টকনিক্যাল এনালাঈসিস জনতে হবে।ফরেক্স মার্কেট থেকে আপনি যদি প্রথমে ভালো লাভ করতে চান তাহলে আপনি টিকে থাকতে পারেবেন না।আপনাকে প্রথমে ধৈর্য সহকারে ট্রড করতে হবে।এসব বিষয় জানা থাকলে আপনি ফরেক্স মার্কেটে টিকে থকতে পারবেন।
-
ফরকক্স মারকাতে টিকে থেকতে হলে প্রথমে আপপনার পপ্রয়োজন হল ধয্য এএটটা ননা হলে আপনি ফরেক্স মারকেটে টিকা থাকতে পারবেন না। করন এর আসল অশ্র হল ধরয্য জার জতো ধরয্য বাসি সে ততই ফরেক্স মারকেতে টেকা থাকতে পারবে না হলে ফরেক্স মারকেটে টেকা থাকা সম্ভব না।
-
আমি মনে করি ফরেক্স মার্কেট এ টিকে খাকতে হলে আপনাকে অবশ্যই বেশি বেশি ধৈর্য সহকারে থাকতে হবে। কারণ এখানে যেটা বেশি দরকার সেটা হলো ধৈর্য আর অভিজ্ঞতা অর্জন করা। উক্ত বিষয়গুলো যদি আপনি সঠিক ভাবে ধরে রাখতে পারেন তাহলে অবশ্যই ফরেক্স মার্কেট এ টিকে থাকতে পারবেন আমার পূর্ণ বিশ্বাস।
-
ফরেক্স মার্কেটে বেশী দিন টিকে থাকতে হলে আপনাকে প্রথমে ফান্ডামেনটাল এনালাইসিস ও টেকনিকাল এনালাইসিস করা জানতে হবে। আর মানি ম্যনেজমেন্ত ফলো করবেন। তাহলে ই আপনি ফরেক্স কে পেশা হিসেবে নিতে পারবেন।
-
ফরেক্স মার্কেটে টিকে থাকতে হলে আপনার অবশ্যই ধৈর্য্য এবং লক্ষ্য ঠিক রাখতে হবে এবং ফরেক্স সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান থাকতে হবে।
-
ফরেক্স মার্কেট এ টিকে থাকতে হলে আপনাকে সবার আগে এই মার্কেটয় এর সকল নিয়ম জানতে হবে এবং সেই অনুপাতে ট্রেড চালু আর বন্ধ করতে হবে তাহলে আপনি এই ফরেক্স মার্কেট হতে ভাল লাভ করতে পারবেন বলে আমি মনে করি । ফরেক্স মারকেত এ টিকতে পারলেই সফলতা বের করা যায় ।
-
ফরেক্স মার্কেটে টিকে থাকার জন্য দক্ষতা এবং লস মেনে নেওয়ার মত মনভাব থাকতে হবে এর লোভ থাকা যাবে না লোভ ফরেক্স মারেকট এ পতনের একমাত্র উপায় ফরেক্স মার্কেট করার আগে আমাদেরকে অবশ্যই ফরেক্স থেকে দক্ষতা অর্জন করতে হবে।
-
ফরেক্স মার্কেটে টিকে থাকার জন্য প্রয়োজন ধর্জ। ধর্জ ছাড়া ফরেক্স করা যায় না। আর সবচেয়ে বড় জিনিস লোভ করা যাবে না। লোভ করলে পতন অনিবার্জ। খুব দ্রুত বড়লোক হওয়ার চিন্তা করা যাবে না। খুব চিন্তাভাবনা করে ছোট ছোট ট্রেড করতে হবে।
-
আমার যা মনে হয় ফরেক্স এ টিকে থাকতে হলে ৩ টি জিনিস এর দিকে নজর দেয়া উছির সবার আগে তা হল ১... সব সময় মানি ম্যানেজমেন্ট এর নিয়ম শরন করা ২... সব সময় স্টপ লস এবং টেক প্রফিত ব্যাবহার করা ৩... রিস্ক রিওয়ার্ড রেসু এর দিকের নজর দেয়া।