-
এ্যানালাইসিস খুব ঠান্ডা মাথায় করা যায় । শর্ট টাইম ফ্রেমে ট্রেড করতে হলে যেমন দক্ষতা প্রয়োজন তেমন মার্কেটে বুঝতে না পারলে লসে স্বীকার হতে হয় । ফরেক্স মার্কেটে শর্ট টাইম ফ্রেমে কাজ করলে ভাল হয় । অল্প সময়ের মধ্যেই ইমোশন দূর হবে কারন শর্ট টাইমফ্রমে ট্রেড করলে দ্রুতই ট্রেড ওপেন এবং দ্রুতই ক্লোজ করা হয় ।
-
ফরেক্স এ মেটাট্রেডার প্লাটফরামে এ অনেকগুলো টাইম্ফ্রেম দেয়া আছে। আপনি আপনার সুবিধা মত টাইম্ফ্রেম ব্যবহার করতে পারেন। কারন আমরা যখন সময় পাই তখন আমরা স্কাল্পিং করে ট্রেড করতে পারি। আবার যখন সময় না পাই তখন লং ট্রেড দিয়ে মার্কেট বন্ধ করে বাইরে যেতে পারি।
-
শর্ট টাইমফ্রেমে ট্রেড করার অনেক রকম সুবিধা রয়েছে । শর্ট টাইমফ্রেমে ট্রেড করার মাধম্যে আপনি মার্কেট এর রিস্ক কমিয়ে আনতে পারেন । এছাড়াও আপনার লসের পরিমানও কম হবে । আসলে আমাদের একটি নিদির্ষ্ট পরিমান পিপস প্রতিদিন গেইন করতে পারলেই যথেষ্ট যা শর্টটাইমফ্রেম ব্যবহার করার মাধম্যে সহজেই করা যায়
-
আপনি যদি ফরেক্স মার্কেট এ অনেক দিন ট্রেড করতে চান তাহলে লং টাইম এ ট্রেড করতে হবে তবে যারা নতুন তারা লং টাইম এ ট্রেড করতে চাই না তাই আপনি যদি ফরেক্স মার্কেট এ নতুন হন তাহলে শর্ট টাইম এ ট্রেড করতে পারেন তবে কিছু দিন ট্রেড করার পর আপনি লং টাইম এ ট্রেড করতে পারেন তাই চিন্তাই রাখবেন আমি লং টাইম এ ট্রেড করবো ফরেক্স মার্কেট এ
-
আমার মতে আপনি যদি ফরেক্স মার্কেটে টিকে থাকতে চান তাহলে আপনাকে অবশ্যই লং টাইম ট্রেড করাটাই সবচেয়ে ভাল হবে। তবে লং টাইমে ট্রেড করলে আপনি হয়তো লাভ তেমন একটা অর্জন করতে পারবেন না। তবে আস্তে আস্তে আপনি এই মার্কেট থেকে ভাল মুনাফা গ্রহণ করতে পারবেন। কিন্তু যদি আপনি শর্ট টাইম নিয়ে ফরেক্স মার্কেট ট্রেড করতে চান তাহলে আপনাকে অনেক রিক্স নিয়ে ট্রেড করতে হবে। এবং বুঝে শুনে মার্কেটের অবস্থান থেকে ট্রেডে এন্ট্রি হতে হবে। আর যদি কোন ক্রমে ভুল ট্রেড ওপেন হয়ে যায় তাহলে আপনি খুব তাড়াতাড়ি এই মার্কেট লসের মুখে পড়ে যেতে পারেন। এজন্য আমি কখনও শর্ট টাইম ট্রেড সাপোর্ট করি না। যদিও লাভ বেশি হয় তারপরও এটা অনেক ঝুকিপূর্ণ একটি ট্রেডিং সিস্টেম। যারা ফরেক্স মার্কেট সম্পর্কে দক্ষ ও অভিজ্ঞতা তাদের জন্য শর্ট টাইম ট্রেড সবচেয়ে উত্তম।
-
শর্ট টার্ম ট্রেডিং এ সুবিধা হলো আপনি ট্রেড অল্প সময়ে ক্লজ করে দিতে পারেন। এতে দ্রুত লাভ করা যায়। আপনি স্কাল্পিং করে অল্প সময় অনেক প্রফিট ও করতে পারেন। আপনি লং ট্রেড করলে অনেক সময় অপেক্ষা করতে হতে পারে শুধু একট ট্রেড ক্লজ করার জন্য।
-
শর্ট টাইমফ্রেমে ট্রেড করা মানে হলো স্ক্যালপিং করা৷স্ক্যালপিং বা শর্ট ট্রেডের সুবিধা হলো তুলনা মূলক পর্যাপ্ত প্রফিট করা যায় এবং অতি অল্প সময়ে অধিক প্রফিট করা সম্ভব৷শর্ট ট্রেডের জন্য দিনের পর দিন বসে থেকে অপেক্ষা করতে হয়না৷শর্ট ট্রেডের জন্য অবশ্যই ছোট ছোট টাইম ফ্রেম যেমন- 5m/15m/30m বা 1h চার্টে ট্রেড করতে হয় যা খুবই স্বল্প মেয়াদী ট্রেড৷
-
অনেকেই শট টাইম ফ্রেম থেকে ফরেক্স ট্রেডিং করে ভালো ট্রফিটি করে কিন্তু দক্ষ ট্রেডার না হলে লস করতে হয়
-
শর্ট টাইম ফ্রেমে সুবিধাগুলো হচ্ছে ট্রেড তাড়াতাড়ি ক্লোজ হয় বেশি অপেক্ষা করতে হয় না । মার্কেটটা ক্লিয়ারলী বোঝা যায়, নয়েজ কম থাকে, পরিষ্কারভাবে সাপোট রিজিটেন্স চিহ্নিত করতে পারবেন, এটাই হচ্ছে শর্ট টাইম ফ্রেমে ট্রেড করার সুবিধা ।
-
শর্ট টাইম ফ্রেমে শুধু এক্সপার্ট ট্রেডারগন সুবিধা গ্রহন করতে পারেন। কারণ শর্ট টাইম ফ্রেমে মার্কেট মুভমেন্ট হয় বেশী। নতুন ট্রেডার যারা তারা ধরতে পারেন না কখন এন্টি নিবেন বা কখন ক্লোজ করবেন, দেখা বেশীর ভাগ সময় ট্রেড এ লস করেন। তাই নতুন দের জন্য লং টাইম দেখে শর্ট টাইম এ ট্রেড করা। আর লোভ বেশী না করা।