একদম সত্য কথা বলেছেন । আসলেই বেশি লটের ট্রেড ওপেন করে শুধু বেশি লাভ হবে এমনটি নয় বরং বেশি লস হতে পারে কারন কোন ট্রেডারই এই গ্যারান্টি দিতে পারবে না যে তার লাভ হবে । তাই ট্রেড করার সময় লাভ এবং লস দুটি মাথায় রেখেই লট সাইজ ওপেন করতে হবে । তবে হ্যা বেশি লট ওপেন করেও আপনি আপনার লস কে অনেক নিয়ন্ত্রন করতে পারবেন যদি আপনি স্টপ লস ব্যবহার করে থাকেন ।