-
ফরেক্স করার জন্য কোন নির্দিষ্ট কোন সময় নেই বললেই চলে ।আপনি যেকোন সময় ফরেক্স করতে পারেন। হ্যাঁ ফরেক্স শিখার জন্য আপনাকে কিছুটা সময় ব্যায় করতে হবে ।নূন্যতম আপনি পাঁচ থেকে ছয় মাস ডেমোতে ট্রেড করার পর রিয়ালে ট্রেড করতে পারবেন । এতে লসের পরিমান কম হতে পারে।
-
আমি মনেকরি ফরেক্স মার্কেট এ প্রথম অবস্থাই ট্রেড করার জন্য বেসি সময় নেয়া ভালো হবে।এতে আপনি ফরেক্স মার্কেট কে ভালোভাবে এনালাসিস করে ট্রেড করতে পারবেন।আপনি ফরেক্স মার্কেট কে যত বেসি এনালাইসিস করতে পারবেন ততবেসি আপনি ফরেক্স মার্কেট এ ট্রেড করে আয় করতে পারবেন এবং ট্রেড করে আপনি সফল হতে পারবেন।ফরেক্স মার্কেট এ ট্রেড করার জন্য আমরা ফরেক্স মার্কেট কে তিন ভাবে এনালাইসিস করি।তাই ফরেক্স মার্কেট এ ট্রেড করার জন্য প্রথম অবস্থাই সময় বেসি নিয়ে ট্রেড করা।
-
আমি ও আপনার সাথে একমত। আমরা যারা নতুন আছি তাদের উচিত ছোট ছোট টাইম ফ্রেমে ছোট ছোট ট্রেড করে ছোট ছোট প্রফিট নিয়ে কাজ করা। বড় ট্রেড ওপেন করতে হলে আমাদের মানি ম্যানেজমেন্ট করে ট্রেড করতে হবে। আমাদের ইনভেস্ট ভাল হলে আমরা ভাল প্রফিট ও করতে পারব ।
-
ছোট টাইমফ্রেম এ ট্রেড করে লাভ করতে হলে অবশ্যই একজন অভিজ্ঞ ট্রেডার হতে হবে। নতুন ট্রেডারের পক্ষে ছোট টাইমফ্রেম এ ট্রেড করে লাভ করা খুব কঠিন। কারন এতে ঝুকি বেশি থাকে। নতুদের উচিত বড় টাইমফ্রেম এ ট্রেড করা। তবে যারা ট্রেড করতে করতে অভিজ্ঞ হয়ে গেছেন তারা যেকোন টাইমফ্রেম এই ট্রেড করতে পারেন।
-
আমি মনে করি ফরেক্স মার্কেট এ যারা নতুন ট্রেডিং করতে চায় তাদের জন্য ভাল হল লং টাইম ফ্রেম ব্যাবহার করে ট্রেডিং করা, যদি কোন ফরেক্স ট্রেডার লং টাইম নিয়ে ফরেক্স ট্রেডিং করতে পারে তাহলে সে অনেক প্রফিট করতে পারবে,তাই আমি বলব ফরেক্স মার্কেট এ ট্রেডিং করতে হলে লং টাইম ফ্রেম নিয়ে ট্রেডিং করতে হবে।
-
ফরেক্স মার্কেট এ ট্রেড করার জন্য কোন নির্দিষ্ট সময় নেই।তবে আপনি যত বেশি সময় ফরেক্স কে দিবেন ফরেক্স আপনাকে তত বেশি সফলতালাভ এ সাহায্য করবে।আর যেহেতু ফরেক্স এ প্রফিট করতে হলে অভিজ্ঞতা অতি বেশি প্রয়োজন তাই নতুন ট্রেডারদের জন্য ফরেক্স মার্কেট এ বেশি বেশি সময় দেয়ায় শ্রেয়।
-
ফরেক্স মারকেতে নতুন যারা আসবে তাদের জন্য কোন সময় ধরে কাজ করা ভালো নয় আপনি যখন সময় পাবেন তখন ট্রেড করেন ডেমো তে অভিজ্ঞতা অর্জন করুন । আপনার ইচ্চে মত ট্রেড করুন বেশি বেশি সময় দিন মার্কেট । তারপর আপনি ডেমো একাউন্ট ত্ট্রেড করে রিয়াল এর জন্য নিজেকে তৈরি করুন । অলসতা দূর করুন মনোযোগ দিয়ে কাজ করুন ।
-
আমি মনেকরি, নতুনদের প্রথমে লং টাইম ফ্রেমে ট্রেড করা উচিত। কারন সর্ট টাইম ফ্রেমে বাজার আপনার অনুকুলে নাও থাকতে পারে তাই শর্ট টাইম ফ্রেমে ট্রেড করার সময় আমাদের প্রফিট যা আসে তাই নিয়েই খুসি থাকা উচিত।। আর পরবর্তি ট্রেড ওপেন করার আগে আমাদের কিছুক্ষন অপেক্ষা করা উচিত ।।।
-
আপনি যদি স্কাল্পিং করেন তাহলে অল্প সময় যা প্রফিত হয় তা নিয়ে মার্কেট থেকে বের হয়ে আসা। ফরেক্স এ সারা দিন বসে থাকলে ই লাভবান হোয়া যায় না। বরং মার্কেট এ বেশি সময় দিলে বেশি লস/বাশ খেতে হয়।
-
আমার মতে আপনি প্রথম প্রথম খুভ কম সময় নিয়ে কাজ করলে ভাল হয়। কারন আপনি তাে একে বারে সব শিখতে পারবেন না আপনাকে আসতে আসতে শিখতে হবে এবং নিজের লক্ষে পৌছাতে হবে।আপনি যদি সময় বেশি নিয়ে ট্রেড করেন আপনি তার পর না বুঝেন তা হলে সময় বেশি নিয়ে লাভ নেই।তাই আপনাকে কম সময় নিয়ে বুঝে কাজ করতে হবে।