-
মার্কেট প্রতিকুলে গেলে ব্যলান্স যাতে শুন্য না হয় বা লসের পাল্লা যেন বেশি না হয় সেইটা কন্টোল করাই হল মানিমেনেজমেন্ট । কি ভাবে করবেন মানিমেনেজমেন্ট ? আপনার মোট মুলধনের ২০ ভাগের একভাগ লট হিসাবে ট্রেড ওপেন করুন। আপনার এনা্লাইসিস অনুযায়ি স্টপ লস এবং টেক প্রফিট সেট করুন । দেখুন লাভ হলে তো ভাল না হলে কিছু লস দিয়ে ট্রেড অটো ক্লজ হয়ে গেল।
-
আপনি আপনার একাউন্ট এর ২-৫% রিস্ক নিলে এতে একাউন্ট সহজে লসে যাবে না। আপনার যদি একাউন্ট এ ১০০ ডলার থাকে তাহলে আপনি নিশ্চন্তে ০.০২ লটে ট্রেড ওপেন করতে পারেন। এতে একাউন্ট এর জন্য খুবই নিরাপদ। এভাবে আপনি ভালো মানি মেনেজমেন্ট ব্যবহার করতে পারেন। এতে আপনার একাউন্ট এর মাত্র ২% ব্যবহার করতে পারেন।
-
আমার জানামতে মানি ম্যানেজমেন্ট হল সঠিক ভাবে অর্থের ব্যবস্থাপনা করা । আর আমি মনে করি যে ফরেক্স মার্কেটে আপনি যে অর্থ বিনিয়োগ করবেন সে অর্থের অবশ্যই সঠিক মানিম্যানেজমেন্ট করতে হবে । কেননা আমি অনেক ভাইকে দেখেছি তারা প্রচুর টাকা ইনভেস্ট করে কিন্ত প্রকৃত অর্থে তাদের কাছে কোন মানিম্যানেজমেন্ট করার পরিকল্পনা নেই ।
-
আমি বলবো ভাল মানিম্যানেজমেন্ট জ্ঞান অর্জন করতে হলে আপনাকে অনেক ফরেক্সে ডেমো ট্রেড করে নিজের অভিজ্ঞতা বা দক্ষতাকে বাড়িয়ে নিতে হবে কারন ভাল দক্ষতা বা অভিজ্ঞতা ছাড়া আপনি কখনই ভাল করে ফরেক্স ট্রেডিংয়ের সময় মানিম্যানেজমেন্ট করতে পারবেন না।
-
ফরেক্স মার্কেটে মানি ম্যানেজ মেন্টের কোন বিকল্প নেই তাই আমাদের ফরেক্স মার্কেটে যা ডিপোজিট করে ট্রেডিং করে থাকি তার থেকে যদি আমরা ১০% রিস্ক নিয়ে ট্রেডিং করতে হবে।যাতে ফরেক্স মার্কেটে ট্রেডিং করার সময় আমরা স্টপলস আর টেক প্রফিট ব্যাবহার করে ট্রেডিং করতে হবে।
-
ফরেক্স মার্কেটে ট্রেডিং করার জন্য আমাদের মানি ম্যানেজমেন্ট সিসটেম অনুসরন করে ট্রেডিং করা উচিত ।কেননা আমি অনেকে ভাইকে দেখেছি তারা প্রচুর টাকা ইনভেস্ট করে কিন্ত প্রকৃত অর্থে তাদের কাছে কোন মানিম্যানেজমেন্ট করার পরিকল্পনা নেই ।ফলে তারা লস খেতে থাকে ক্যমাগ তাই আমি মনে করি ব্যবসার জন্য মানিম্যানেজমেন্ট করাটা জরুরি।
-
আমরা জানি মানি ম্যানেজমেন্ট হল সঠিক ভাবে অর্থের ব্যবস্থাপনা করা । আর আমি মনে করি যে ফরেক্স মার্কেটে আপনি যে অর্থ বিনিয়োগ করবেন সে অর্থের অবশ্যই সঠিক মানিম্যানেজমেন্ট করতে হবে । কেননা আমি অনেক ভাইকে দেখেছি তারা প্রচুর টাকা ইনভেস্ট করে কিন্ত প্রকৃত অর্থে তাদের কাছে কোন মানিম্যানেজমেন্ট করার পরিকল্পনা নেই । আর আমি অবশ্যই গুরুত্ব দিব মানিম্যানেজমেন্ট কৈশল শেখার দিকে । কারণ আপনি যদি কৈশল না জেনে টাকা বিনিয়োগ করেন তবে সেটা হবে নিজেকে লুজার বানানোর মতই ।
-
আপনার নির্ধারিত ট্রেড এর স্টপ লস এবং টেক প্রফিট এর উপর নির্ভর করে মানি ম্যানেজমেন্ট রোল আরোপ করতে হয়.যেমন আপনার ১০০ ডলার ডিপোজিটের ২০ পিপ স্টপ লসের ০.১০ ভলিউমের ট্রেডে টোটাল রিস্ক ২%।তাই আপনার যা দেপসিত আছে তা থেকে ১০-২০% হারে রিস্ক নিয়ে ট্রেড করার চেষ্টা. আপনি ইচ্ছা করলে ৫% ও নিয়ে ট্রেড করতে পারেন। সেক্ষেত্রে আপনি ৫% কে ২ টা পেয়ার এ ভাগ করে দিতে পারেন।
-
ভাই আমি ফরেক্স বেশি দিন না তাই আপনাকে আমি ফরেক্স মানি ম্যানেজমেন্ট সম্পরকে বেশি কিছু জানাতে পারছিনা তবে আপনি কিছু মনে করেন না আমি মানি ম্যানেজমেন্ট জেনে আপনাকে জানাব | তবে আপনি যদি কছু জানেন তবে আপনি আমাদে জানাবেন ধন্যবাদ|
-
ফরেক্স এর ক্ষেত্রে মানিম্যানেজমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় । কেনন ফরেক্সে ট্রেড করে লাভবান হতে হলে আমাদেরকে অনেক বেশি পরিমাণে দক্ষতা অর্জন করতে হবে ফরেক্সের বিভিন্ন বিষয়ের উপরেই । ফরেক্সে আমরা শুধু টাকা বিনিয়োগ করলেই হবে না বরং টাকাটাকে খুব সচেতনভাবে ব্যবস্থাপনা করতে হবে যাকে বলা হয় অর্থের ব্যবস্থাপনা । অর্থ ব্যবস্থাপনা সাফল্যর চাবিকাঠি ।