-
ফরেক্স মার্কেটে ট্রেড করে আপনি কী বুঝলাম সেটা এতো অল্প কথায় কি করে বুঝাবো আপনাকে ভাই । আমি মনে করি ফরেক্স হলো এমন একটি প্লাটফ্রম যেখানে আপনি যদি শ্রম দেন তাহলে অন্যান্য পেশার থেকে হাজার গূণে ভালো করতে পারবেন । আর সাথে এটাও বুঝলাম এখানে লোভের ফলাফল খুব খারাপ । আপনার ব্যালেন্স খালি করে দিবে !!
-
ফরেক্স মার্কেটে করে আমি বুজলাম ফরেক্স মার্কেট একটি ভাল মার্কেট এখানে ট্রেড করে প্রফিট করা সম্ভব ফরেক্স মার্কেট একটি আন্তর্জাতিক মার্কেট এখানে ট্রেড করলে কোন প্রকার ঝামেলা ছাড়া এই মার্কেটে ট্রেড করা জায় এই মার্কেট থেকে আয় করে জিবনে সফল হয়ার একটি ভাল উপায়।
-
ফরেক্স মার্কেটে আমি ট্রেড করে যেটা বুঝলাম তা হলো ফরেক্স মার্কেটে একটা কঠিন জায়গা এখানে যারা বেশি বেশি লাভের আশায় বেয়াহি বেশি ট্রেড করে থাকে তারাই ফরেক্স মার্কেটে অনেক লস করে থাকে তাই ফরেক্স মার্কেটে আপনি যদি লাভ করতে চান তবে কম কম করে লাভ করলেই হয়।
-
ফরেক্স মার্কেটে ট্রেড করে আমি বুঝতে পারলাম অভিজ্ঞতা ছাড়া এ মার্কেটে সফলতা অর্জন করা যায় না । যার যত বেশী দক্ষতা রয়েছে সে তত বেশী সফলকাম হয়েছেন । সুতরাং আমরা ট্রেড করার আগে দক্ষতা অর্জন করার চেষ্টা করব ।
-
বাংলাদেশ ফরেক্স ফোরাম এর নাম অনেক দিন হলো শুনি। কিন্তু বাস্তবে যোগদান করেছি ১ মাস পুর্বে। ফরেক্স ফোরাম এর বোনাস এর টাকা তো নিয়মিত একাউন্ট এ যোগ হচ্ছে। এখন প্রফিট এর টাকা যদি উত্তোলন করতে কোন অসুবিধা না হয় তাহলে ফরেক্সকে মোবারক বাদ জানাতে হবে।
-
আমি অনেকদিন ধরে ট্রেড করি । আমি বুঝলাম অবশ্যই এখান থেকে ভাল কিছু করা সম্ভব । এখান থেকেই ভাল কিছু করা যাবে বলে আমার মনে হয় । এ জন্য হয়ত কিছু চেষ্টা করতে হবে এবং অনেক পরিশ্রম করতে হবে তবে আমি আশা করি আমি তা পারব ইনশাল্লাহ । সে জন্যই চেষ্টা করে যাচ্ছি ।
-
আমি ফরেক্স মার্কেটে ডেমো ট্রেড করে বুঝতে পারলাম মাথা গড়ম করলে লস হবে। তাই লস থেকে বাসতে হলে ফরেক্স সম্পর্কে বেশি করে শিখতে হবে। আমরা যত বেশি শিখব ততবেশি ফরেক্স সম্পর্কে জানতে পারব।
-
আমি অনেকদিন যাবত এই ফরেক্স ব্যবসায় সাথে আছি এবং থাকব , ফরেক্স আমার রক্তের সাথে মিশে গেছে । আর ফরেক্স করে আমি নিজের ভাগ্য পরিবর্তন করতে পেরেছি ।
-
ফরেক্স নেশা ধরিয়ে দেয়। অনেক বড় নেশা। বেচে থাকার নেশা, ভাল লাগার নেশা, ভাল আয় করার নেশা। সবচেয়ে বড় নেশা হলো ফরেক্সকে জয় করার নেশা। নিশ্চয়ই কেউ কোন জুয়াকে জয় করার নেশায় সময় কাটায় না। তাই ফরেক্স আমার খুব ভাল লাগে।
-
ফরেক্স মার্কেটে অামি ট্রেড করছি খুব বেশিদিন হয় নি । তবে এরই মধ্য আমি যা বুঝলাম তা হল ফরেক্স মার্কেট অনেক ব্যাতিক্রম একটা মার্কেট অন্য সব ব্যবসা থেকে । আর ফরেক্স মার্কেটে ট্রেড করতে পেরে নিজেকে একজন আন্তর্জাতিক ট্রেডার মনে হচ্ছে । তাই আমি মনে করি যে নিজেকে ভাগ্যবানই মনে করছি এখানে ট্রেড করতে পেরে ।