আমি প্রথম প্রথম এনালাইসিস ছাড়াই ট্রেড ওপেন করতাম । অল্প লাভ হলেই ছেড়ে দিতাম । কিন্ত এখন দেখছি এনা্লাইসিস ছাড়া বড় লাভ করা সম্ভব নয় । তাই এনা্লাইসিস শিখছি এবং সেই অনুযাযী ট্রেড ওপেন করার চেষ্প া করছি।
Printable View
আমি প্রথম প্রথম এনালাইসিস ছাড়াই ট্রেড ওপেন করতাম । অল্প লাভ হলেই ছেড়ে দিতাম । কিন্ত এখন দেখছি এনা্লাইসিস ছাড়া বড় লাভ করা সম্ভব নয় । তাই এনা্লাইসিস শিখছি এবং সেই অনুযাযী ট্রেড ওপেন করার চেষ্প া করছি।
হ্যাঁ এই কথার সাথে অবশ্যই সহমত পোষণ করতে হবে যে ফরেক্স মার্কেটে সবচেয়ে বেশি পরিমাণে যে জিনিসটা প্রয়োজন হয় তা হল মার্কেট এনালাইসিস । প্রতিটা মার্কেট এনালাইসিসের সাথে অনেকগুলো বিষয় জড়িত থাকে । তাদের মধ্য প্রধান ও প্রথম বিষয় হল যে ফরেক্স মার্কেটে প্রতিটা বিষয়ের সাথে সাথে আপনার জ্ঞান ও ফরেক্স নিয়ে বিশ্লেষণ ক্ষমতা অনেক গুণ বৃদ্ধি পাবে ।
আমি মনে করি মার্কেট এনালাইসিস হচ্ছে ফরেক্স শিখার প্রথম পর্যায় । আপনাকে আগে যথাযথভাবে মার্কেট এনালাইসিসস করা আয়ত্ত্ব করতে হবে । সঠিকভাবে সাপোর্ট ও রেজিস্ট্যান্স বের করা শিকতে হবে । আরও অনেক টেকনিক্যাল এনালাইসিস এর টার্ম আছে সেগুলো আপনাকে আয়ত্ত্ব করতে হবে , তার সাথে আমাদের নুজ এনালাইসিস করাও শিখতে হবে । কোন নিউজ এর কি প্রভাব তা আমাদের জানতে হবে । আর সাথে মানি ম্যানেজমেন্ট এর চর্চা করতে হবে ।
এ ব্যাপারে আমি আপনার সাথে পুরোপুরি একমত। ফরেক্সে সবাই প্লানমাফিক ট্রেড করতে চায় এটা সত্য। কিন্তু এটাও সত্য যে প্রতিটি ট্রেড ওপেনের পূর্বে আপনাকে মিনিমাম ২৫ মিনিট ভালোভাবে মার্কেটের অ্যানালাইসিস করতে হবে। কেননা নতুন ট্রেড ওপেনের সময় ট্রেড ওপেনের পূর্বে অ্যানালাইসিস করে ট্রেড নিলে সেটা অনেক কার্যকরি প্রভাববিস্তার করতে পারে। তাই ট্রেড শুরুর পূর্বে ভালোভাবে অ্যানালাইসিস করে নেওয়া ভালো।
ট্রেডের পূরবে মারকেট এনালাইসেসের বিকল্প কোন কিছু নাই । টেকনিক্যাল এবং ফান্ডামেন্টাল এনালাইসেস এক সাথে মিলিয়ে যদি ট্রেড দেয়া যায় তবে প্রফিট আসবেই । তাই আগে এনালাইসেস পরে ট্রেড ।
ফরেক্স মার্কেট হচ্ছে একটি প্রিনান্সিয়াল মার্কেট এখানে যতবেশি সময় দেওয়া যায় ততবেশি মার্কেট এর গতিবেদ বুঝা যায় আর ফরেক্স মার্কেট এই নতুন ট্রেডার দের ক্ষেত্রে মার্কেট এনালাইসিস করে ট্রেড নেওয়া উচিত ফরেক্স মার্কেট যে ট্রেডার যত ভাল এনালাইসিস করতে পারবে সেই ফরেক্স মার্কেট থেকে অনেক টাকা লাভ করতে সক্ষম হবে।
যারা ফরেক্স মার্কেটে নতুন তারা যেন ট্রেড করার অাগে অবশ্যই এ্যানালাইসিস করে নেয় । নতুনরা ডেমো ট্রেড বেশী করে করার চেষ্টা করবে । নতুন ট্রেডারদের অামরা ডেমো ট্রেড বেশী করে করতে বলব । তারা যেন ভালোভাবে এ্যানালাইসিস করে নেন । তাদেরকে অবশ্যই মার্কেটে ধৈর্য্যের সহিত যেন কাজ করে ।
একজন দক্ষ ট্রেডার ফরেক্স মার্কেটে কখনো উদ্দেশ্যবিহীন ট্রেড ওপেন করে না।মার্কেট এনালাইসিস ফরেক্স মার্কেটের একটি গুরুত্বপূর্ণ অংশ। মার্কেট নালাইসিস করতে পারলে মার্কেটের ট্রেন্ড বা গতি বুঝা যায়। মার্কেটের গতি বুঝতে পারলে ট্রেডে এন্ট্রি নেয়া সহজ হয়। তিনভাবে মার্কেট এনালাইসিস করতে পারবেন, টেকনিক্যাল এনালাইসিস, ফান্ডামেন্টাল এনালাইসিস এবং সেন্টিমেন্টাল এনালাইসিস।
এই মার্কেটে লিকুইড মানি বা চলমান তরল মুদ্রা দিয়ে ট্রেড করা হয় যা কোনো ব্যাক্তি বা গোষ্ঠীর দ্বারা কখোনোই নিয়ন্ত্রণ সম্ভব নয় তাই অত্যন্ত ঝুকিঁ থাকে৷এই ঝুঁকি এড়ানোর জন্যই বিশ্বের সকল ট্রেডারগণ তিনটি পদ্ধতিতে এনালাইসিস করে ট্রেড করছেন৷১০ ভাগ হলো ফান্ডামেন্টাল,২০ ভাগ হলো টেকনিক্যাল আর ৭০ ভাগ হলো সাইকোলোজিক্যাল এনালাইসিস৷সবগুলোই গুরুত্ত্ব দিতে হবে৷
ফরেক্স মার্কেটে সফলতা পেতে হলে আমাদের প্রতিটি ট্রেড করার পূর্বে ভালোকরে এনালাইসিস করতে হবে।এতে করে আমাদের করা ট্রেডটি অনেকাংশে ঝুকিমুক্ত থাকবে।যে যত ভালো এনালাইসিস করতে পারবে ফরেক্স মার্কেটে সে ততবেশি সফলতা পেতে পারবে।