-
ফরেক্স মার্কেট থেকে অর্থ ইনকাম করতে হলে আমাদের কম ভলিউম দিয়ে ট্রেডিং করলে আমাদের রিস্ক অনেক কমে যাবে,তাই আমাদের সর্ব নিম্ন ০.০১ লট ভলিউম দিয়ে ট্রেডিং করলে অনেক প্রফিট করা যাবে,তাই আমাদের ফরেক্স মার্কেট এ কম ভলিউম দিয়ে ট্রেড করতে হবে বেশি ট্রেড ওপেন করা যাবেনা।
-
ফরেক্স মার্কেটটাই হচ্ছে রিক্সের ব্যবসা। আপনি যদি ফরেক্স মার্কেট সম্পর্কে অনবিজ্ঞ হন তাহলে আপনি যতই ছোট ট্রেড নেন না কেন আপনার রিক্স কিন্তু থেকেই যাবে। তাই ফরেক্স মার্কেটে ট্রেড করার আগে প্রথমে ভাল করে ট্রেড শিখতে হবে পরে আপনি ট্রেড করলে আপনার রিক্স হবে না বলে আমি মনে করি।
-
আসলে ভলিউমের ব্যপার টা আপনার ব্যালান্সের অনুপাতে নির্ধারিত হবে। যদি আপনার একাউন্টে ১০০ ডলার থাকে এবং আপনি ১% রিক্স নিতে চান তবে আপনি প্রতি ০.০৫ লটে ট্রেড করতে পারেন তবে আপনার স্টপলস হবে ২০পিপ যেটা মার্কেট একটু স্পাইক করলেই হিট হয়ে যাবে। তাই নিজে সেট করুন আপনি কোনটা চয়েজ করবেন।
-
ফরেক্স মার্কেটে ট্রেড করার জন্য কত ভলিউম নির্বাচন করতে হবে তা নির্ভর করে আপনার একাউন্ট ব্যালেন্স এর উপর । আপনার একাউন্ট ব্যালেন্স যদি ১০০ ডলার বা তার কম হয় তাহলে ০.০৫ ভলিউম দিয়ে ট্রেড করা উত্তম বলে আমি মনে করি । এতে রিক্স অনেকটা কম থাকে ।
-
ভলিউমের ব্যপার টা আপনার একাউন্ট ব্যালেন্সের উপর নির্ভর করে। আপনি যদি এক সেন্ট ভলিউমে ট্রেড ওপেন করেন তবে রিস্ক হবে সবচেয়ে কম হবে। আপনার একাউন্ট যদি ১০০ ডলারের হয় তবে আমার মনে হয় আপনি ২-৫ সেন্ট ভলিউমে ট্রেড ওপেন করতে পারবেন।
-
কত ভলিউম দিয়ে ট্রেড ওপেন করলে রিক্স কম হবে এই ব্যাপারটা পুরোপুরি নির্ভর করে মানি ম্যানেজমেন্ট এর উপর । আজও আমি একটি সেমিনারে গিয়েছিলাম । সেখানকার আলোচনার বিষয় ছিলো মানি ম্যানেজমেন্ট । সেখানে বলা হল ১০০০ ডলার অ্যাকাউন্ট এ সব্র্বোর্চ 0.03 থেকে 0.05 লট নেয়ার জন্য ।
-
এটি নির্ভর করছে আপনার অ্যাকাউন্ট ব্যালেন্স, ফ্রি মার্জিন ইত্যাদি বিষয়সমূহের উপর আপনার অ্যাকাউন্ট ব্যালেন্স যদি ১০০ ডলার হয় সেক্ষেত্রে আপনার ফ্রি মার্জিন অবশ্যই বেশি থাকবে সেক্ষেত্রে আপনি সবোচ্চ ০.১০ লটে ট্রেড ওপেন করতে পারেন তাতে করে আপনার ঝুকি অনেকাংশে কম থাকবে।
-
আপনি কত ভলিয়ম দিয়ে ট্রেড ওপেন করলে আপনার রিস্ক কম হবে এটা নির্ভর করবে একান্তই আপনার নিজের উপর । আপনার ব্্যোলেন্স কত আগে সেটি দেখতে হবে । আপনার ব্যালেন্স অনুসারেই আপনার ভলি য়ম ঠিক করতে হবে । এছাড়াও রয়েছে আপনার ট্রেডিং স্ট্রাটিজি কি রকম । এসব বিষয়েও নজর রাখতে হবে বলে আমি মনে করি ।
-
ফরেক্স এমনএমন একটা মার্কেট যেখানে কম রিস্কে ট্রেড করতে হলে অবশ্যই কম ভলিয়মের ট্রেড করতে হবে।প্রতিটি ট্রেডে মানি ম্যানেজমেন্টের অনুসরন করতে হবে। সবসময় কম ভলিউম ব্যবহার করার চেষ্টা করতে হবে।বিশেষ করে যাদের পুজি কম তাদের অনেক স্বল্প লটে ট্রেড করাই শ্রেয় বলে আমি মনে করি।
-
ফরেক্সে ব্যবসা করতে হলে সব সময় রিক্স নিয়ে ট্রেড করব না । সব সময় রিক্স ছাড়া ট্রেড করব তাহলেই আর কোন সমস্যায় পড়তে হবে না । আমরা যদি দক্ষতা অর্জন না করি তাহলে ফরেক্স মার্কেটে টিকে থাকা সম্ভব নয় । সুতরাং আমরা সব সময় এই ব্যবসা করার জন্য অভিজ্ঞতা অর্জন করব ।