- 
	
	
	
	
		ফরেক্সে লাভ লস দুটাঈ আছে যারা ফরেক্স সম্পরকে ভাল
 যানে তারা অনেকেই ফরেক্স থেকে বিপুল অংকে লাভনান হচ্ছে। ফরেক্স ভালমত না শিখেই অধিক লাভবান হউয়ার ইচ্ছে  করলে ত লস করার সম্ভাবনা থেকে ঈ যাবে। তাই  আগে ভাল ভাবে ফরেক্স শিখতে হবে তারপর লাভ করার চিন্তা করতে হবে।
 
 
- 
	
	
	
	
		আমি মনে করি ফরেক্স মার্কেটে লাভ করতে হলে আপনাকে ফনেক দক্ষ হতে হবে কারন এই খানে অান্তর্জাতিক মানের বড় বড় গেমলারেরা রয়েছে। আপনাকে তাদের সাথে তাল মিলিয়ে কাজ করতে হবে তাহলে আপনি এই মার্কেটে ভাল ট্রেডার হতে পারবেন। আপনাকে সাপোর্ট রেজিসটেন্স এবং ট্রেন্ড ধরা জানতে হবে তাহলে আপনি এি মার্কেটে সফল ট্রেডার হতে পারবেন। 
 
- 
	
	
	
	
		প্রতিটি মানুষই ব্যবসায় পরিচালনা করে লাভের জন্য লসের জন্য কেউ ব্যবসায় পরিচালনা করে না। তাই ফরেক্স ব্যবসাও অবশ্যই লাভের জন্য করা হয়, লসের জন্য করা হয় না। লস হওয়ার জন্য ট্রেডার নিজেই দায়ী। নিজের কিছু ভুলের জন্য তিনি লস করে থাকেন। লাভ করার জন্য দক্ষ ফরেক্স ব্যবসায়ীদের গাইড লাইন অনুসরণ করা উচিত। 
 
- 
	
	
	
	
		আমি বলবো আসলে সবাই ট্রেড করে লাভের জন্য এবং কেউ চায় না লস করতে। কিন্তু তা হয়েই যায়। যাই হোক যদি লাভ করতে চান নিয়মিত তবে একটা প্রফিটেবল সিস্টেম তৈরী করুন। যদি না পারেন তবে ফরেক্স আপনার জন্য নয়। ভাল ভাবে শিখে তার পরে যুদ্ধে নামুন। 
 
- 
	
	
	
	
		ফরেক্স মার্কেটে ৯৫% ট্রেডার লস করে তবে এটাকে আমরা যারা পুরো ট্রেড মার্কেটের সামগ্রিক হিসেবে ভাবি তারা নিশ্চিতভাবেই ভুল করি । কেননা যে ৯৫% ট্রেডার লস করে তারা হল নতুন ট্রেডার । আর নতুন ট্রেডার লস করবে এটাই স্বাভাবিক । কেননা কেউ পূর্ণাঙ্গ দক্ষ ট্রেডার হয়ে ফরেক্স মার্কেটে আসে না , সবাই নতুন এসে লস করতে করতে একসময় গিয়ে অনেক লাভ করে । অার ফরেক্স অবশ্যই একটা লাভজনক ব্যবসা যদি আপনি সেই ব্যবসা থেকে লাভ বের করতে পারেন । 
 
- 
	
	
	
	
		নিয়মমাফিক কোন ভাল স্ট্রাটেজি নিয়ে ফরেক্স এ কাজ করলে কখনই লাভের চেয়ে লসের সংখ্যা কখনই বেশি হওয়ার কথা না। তবে আমার মনে হয় যারা ফরেক্স কে শুধু লস প্রজেক্ট ভাবে তারা ভাল কোন ট্রেডিং স্টাটেজি ফলো করেনা। ফরেক্স সম্পর্কে পুরোপুরি জ্ঞান অর্জন না করে ট্রেডিং শুরু করলে তো লস হবেই। আর তাছাড়া প্রথম প্রথম সব বিজনেসেই লস হয়। তাই বলে যদি বিজনেস ছেড়ে দেই তবে লাভ কি করে হবে । অন্যান্য সব বিজনেসের মত ফরেক্স এ ও বিজনেস আনতে হলে একটু সময় এবং কষ্ট মেনে নিতে হবে। 
 
- 
	
	
	
	
		অবশ্যই ফরেক্স লাভের জন্য। কিন্তু ফরেক্স এ শারীরিক পরিশ্রম কম, বাইরে যেতে হয়না বিধায় এটি অনেক জনপ্রিয় হয়ে উঠছে। লসের জন্য কেও কোনকিছু করেনা। যারা লস করে তারা মূলত লাভের জন্যই ফরেক্স করে। আমি এখন পর্যন্ত অনেক লস খেয়েছি। 
 
- 
	
	
	
	
		ফরেক্স লাভ করার জন্য ঠিক লাভ করতে হবে.লাভ না করতে জানলে কোনখান থেকেই লাভ করা সম্ভবনয়.ফরেক্স এও লাভ-লস বিদ্যমান.কিন্তু এইটি নির্ভর করবে আপনার উপর ওই আপনি অভিজ্ঞ হলে অবশ্শই লাভ করতে পারবেন.কিন্তু টানা হলে আপনাকে লস এর সম্মুখীন হতে হবে.ফরেক্স তো একটি মাধ্যম মাত্র এইখান থেকে আপনি লাভ-লস উভই হতে পারে. 
 
- 
	
	
	
	
		আমরা ফরেক্স মার্কেটে ট্রেডিং করি লাভের জন্য কিন্তু ট্রেডিং করতে গিয়ে মার্কেটের বিপরীতে ট্রেড দেওয়ার জন্য আমদের লস হয়ে যায়,সব ট্রেডার ফরেক্স মার্কেট হতে প্রফিট করতে চায় কিন্তু ভাল জ্ঞান না থাকার জন্য লস করব একাউন্ট জিরো করে ফেলে তাই আমাদের ফরেক্স মার্কেটের শিক্ষা এমন ভাবে নিতে হবে যাতে ভাল প্রফিট করা যায়। 
 
- 
	
	
	
	
		হ্যা, এ কথা সত্য যে ফরেক্স এ বেশির ভাগ লোক লস করে থাকে। আমার দেখামতে তবে অনেক লোক ভালো প্রফিট ও করে থাকে। ফরেক্স অব্যশই লসের জন্য না। ফরেক্স থেকে যদি লস হতো তাহলে ফরেক্স কেউ করত না। অব্যশই ফ্ররেক্স থেকে ভালো কিছু আয় করা সম্ভব। তাই অনেকেই ফরেক্স টড়েড করে থাকে।