-
আমি আমার ফরেক্সের অ্যাকাউন্ট এই প্রর্যন্ত দুইবার জিরো করে ফেলেছি আর এটি সেই সময় হয়েছিল যখন আমি ফরেক্সে একেবারে নতুন ট্রেড করতে শুরু করি। আমি প্রথমে ২০ ডলার ডিপোর্জিট করে ফরেক্সে ট্রেড করা শুরু করি আর সেই সময় আমার অ্যানালাইসিস জ্ঞান এবং মানিম্যানেজমেন্ট জ্ঞান একেবারেই কম ছিল যার কারনে আমি পর পর দুই বার আমার ফরেক্সের অ্যাকাউন্ট ব্যালেন্স জিরো করে ফেলেছিলাম তবে এখন আর সেই ধরনের সমস্যায় আমাকে পরতে হয় না।
-
আমি ফরেক্স মার্কেটে তিনবার অ্যাকাউন্ট জিরো করেছি। প্রথম যখন আমি সদ্যনতুন ফরেক্সে এসেছিলাম তখন মাত্র ১০$ পুজি নিয়ে ট্ররড করেছিলাম এবং এই প্রথম ডিপোজিট জিরো করেছিলাম। তারপর কিছুকাল ট্রেড অফ রেখে আবার দ্বিতীয় ডিপোজিট করেছিলাম। সেটা কিছুদিন টিকলেও শেষমেশ জিরোই করেছিলাম এবং তৃতীয় ডিপোজিট আবার জিরো করে হ্যাট্রিক করেছিলাম।
-
আমি ফরেক্স মার্কেটের ডেমো একাউন্ট করে প্রথম প্রথম বেশ অনেক বার একাউন্ট শূন্য করেছি।ফরেক্স আসলেই একটি কঠিন ব্যবসা দক্ষতা ছাড়া যেই ট্রেড করতে যাবে তাহলে তার একাউন্ট বার বার শূন্য হয়ে যাবে।
-
আপনি কতবার অ্যাকাউন্ট জিরো করেছেন? আমি মাত্র ২বার অ্যাকাউন্ট জিরো করেছি। তারপর ফোরাম পোস্টিং শুরু করি। এবং বর্তমানে এটা দিয়েই চলছে। পোরাম পোস্ট করতে আপনাদের কামন লগে?
আমার বেশ মজা লাগে।
-
আমি ফরেক্স মার্কেটে নতুন তাই এখন পর্যন্ত আমার একাউন্ট জিরো হয় নি।।। ফরেক্স মার্কেপ যেহেতু একটি অনলাইন ব্যবসা তাই এই ব্যবসায় যে সবসময় লাভ হবে তা কিন্তু নয় এতে আপনি অল্প সময়েও অনেক বেশি লাভ করতে পারেন তবে তার জন্য আপনাকে ফরেক্স সম্পর্কে জানত হবে তবেই আপনি লাভ করতে পারবেন।
-
আমি এ পযর্ন্ত দুই তিনটি একাউন্ট জিরো করেছি । তবে এখন আর একাউন্ট জিরো হয় না । কারন এখন আর এত বেশি রিস্ক নেই না । আমার ডিপোজিটের পর যতটুকু লাভ থাকে ততটুকু রিস্ক নেই । বেশিরভাগ সময়ই ব্রেক ইভেনে থাকি ।
-
ফরেক্স মার্কেট এ ট্রেডিং করতে হলে আমাদের ব্যালেন্স জিরো হয়ে যায়,তাই আমাদের ফরেক্স মার্কেট নিয়ে এনালাইসিস করতে হবে,যেতে আমাদের ব্যলেন্স জিরো না হয়,তাই আমাদের ফরেক্স মার্কেট এর ট্রেডিং করার নিয়ম মেনে ট্রেডিং করতে হবে,তার পরে ফরেক্স মার্কেট এর ট্রেডিং করার সময় স্টপ লস ব্যাবহার করতে হবে।
-
আমি ফরেক্স মার্কেটে ১ বছর যাবৎ ট্রেড করতেছি। আমি প্রায় ৬-৭ বার একাউন্ট জিরো করেছিলাম।কিন্তু মাঝে মাঝে আমার লাভ ও হত।তবে বর্তমানে আমি যখন ট্রেড করি প্রায় ৬০% ট্রেডই লাভ হয়।এখন থেকে আশা করি আমার ট্রেডে লস হলেও মনে হয় একাউন্ট আর জিরো হবে না।ধন্যবাদ
-
একাউন্ট যিরু করা ফরেক্স ট্রেডারদের একটি নিত্য দিনের কাজ কারন ফরেক্স মার্কেটে যে একাউন্ট যিরু করে নাই আমি মনে করি সে কোন ফরেক্স ট্রেডার না। ফরেক্স মার্কেট হচ্ছে এমন একটা মার্কেট যেখানে আপনি ভুল না করলে আপনি শিখতে পারবেন না আর ভুল করলেই আপনি লস করবেন।
-
আমি একবার রিয়াল ডলার ইনবেস্ট করে একাউন্ট জিরো করেছি। এরপর ডেমো একাউন্ট কয়েকবার জিরো করেছি তাই এখন ফরেক্স মার্কেট কিভবে প্রপিট করব এবং প্রপিট ধরে রাখব সেটা সম্পর্কে আমার এখনো অনেক কিছু জানার বাইরে আছে। তাই আমি এখনো ফরেক্স শিখার চেস্টা করছি ফোরাম থেকে অনেক কিছু জানতে পারছি।