-
যে ক্যান্ডেলটা ক্লোজ হয়েছে সেটার সেটার হাই এবং লো প্রাইজের গড় হল পিভট পয়েন্ট।অর্থাৎ পিভট পয়েন্ট ক্লোজ ক্যান্ডেলের মাঝামাঝি পড়ে।পিভট পয়েন্ট ব্যবহার করে ট্রেড করলে ভাল ফলাফল পাওয়া যায়।আপনি পিভট পয়েন্ট নির্ণয় করে আবার মাঝামাঝি জায়গা থেকে আবার ট্রেড শুরু করতে পারেন তা হলে আপনি ভালো প্রফিট আশা করতে পারেন।
-
ফরেক্স মার্কেটে পিভট পয়েন্ট হল একটি জনপ্রিয় টেকনিক্যাল ইন্ডিকেটর যা প্রতিদিন ফরেক্স মার্কেট এর সম্ভাব্য কিছু টার্নিং পয়েন্ট নির্ণয় করে থাকে। এই টার্নিং পয়েন্ট গুলো অনুযায়ী আমাদেরকে ট্রেডিং করতে হয় এবং এই টার্নিং পয়েন্ট গুলোকেই পিভট পয়েন্ট বলা হয়। মূলত পিভট পয়েন্ট গুলো পূর্ববর্তী সময়ের কোন ক্লোজ হওয়া ক্যান্ডেলের হাই প্রাইস, লো প্রাইস এবং ক্লোজ প্রাইস এর গড় মান। পিভট পয়েন্ট নির্ণয়ের সূত্র হল ,
পিভট পয়েন্ট= ( হাই+ ক্লোজ+ লো)/৩
পরবর্তী দিনের ট্রেডিং শুরু সময় এই পিভট পয়েন্ট অনুযায়ী ট্রেডিং করতে হয়। যদি পিভট পয়েন্টের নিচে মার্কেট প্রাইস থাকে তাহলে মার্কেট ডাউনট্রেন্ড এবং প্রাইস পিভট পয়েন্ট এর উপরে থাকলে মার্কেট আপট্রেন্ড ধরে ট্রেডিং করতে হয়।
-
পেভট পয়েন্ট আসলে আপনি আপনার মতো করে সেট করে নিতে পারেন। অর্থাত পুর্ববতীদিনের শেষ এবং শুরুর ন্থানটির মাধের একটি স্থান হলো পিভট পয়েন্ট। আপনি চাইলে ম্যানুয়ালীও করতে পারেন আবার এর জন্য অনেক ইন্ডি গেটর ও রয়েছে। আসলে আপনি চাইলে সেগুলোও ব্যবহার করতে পারেন।
-
আপনি যখন পিভট পয়েন্ট নির্নয় করবেন সেটা ক্লোজড ক্যান্ডেলের মাঝামাঝি এসে পড়বে। আপনি পিভট পয়েন্ট ব্যবহার করে ট্রেড করতে পারেন। এতে আশা করি ভালো ফল পাবেন। আপনি ১দিন কিংবা ১সপ্তাহ অথবা ৪ঘন্টার ক্যান্ডেলও ব্যবহার করতে পারেন। গত সপ্তাহের বা গতদিনের ক্লোজড ক্যান্ডেলটির হাই ও লো প্রাইস দেখেই এর একটা গড় হিসাব করে পিভট পয়েন্ট বের করা হয় এবং সেই অনুযায়ী অনেকেই ট্রেড করে৷এটিও টেকনিক্যাল এনালাইসিসের একটা বিষয়৷
-
পিভট পয়েন্ট বের করার একটি সূত্র আছে । তবে এত সূত্র না জানলেও চলবে । অনেক ধরনের কাস্টম ইন্ডিকেটর পাওয়া যায় যার মাধম্যে আপনি সুন্দর ভাবে আপনার পিভট পয়েন্ট, সাপোর্ট, রেসিটেন্স সব কিছু খুব সহজেই বের করতে পারবেন । এটি বিভিন্ন রেখাচিত্রের মাধম্যেও আপনার প্রত্যেকটা লেভেল দেখাবে । এটি ব্যবহার করার অনেক ধরনের সুবিধাও রয়েছে ।
-
আমি আমার ইনেস্টা ফরেক্স এর লাইভ অ্যাকাউন্ট আমার জাতিয় পরিচয় পত্র এবং আমার ব্যাংক স্টেটমেন্ট দিয়ে ভেরিফাই করেছি । আমার জানা মতে ফরেক্স মার্কেট এ সব গুলো ব্রোকারে অ্যাকাউন্ট ভেরিফাই করার নিয়ম রয়েছে । অ্যাকাউন্ট ভেরিফাই করা না থাকলে মুনাফা উত্তলন এর সময় অনেক সমস্যার সম্মুখীন হতে হয় । অ্যাকাউন্ট ভেরিফাই করার জন্য জাতিয় পরিচয় পত্র , ড্রাইভিং লাইসেন্স , পাসপোর্ট এগুলোর একটির স্ক্যান কপি আপলোড করতে হয় । এবং ঠিকানা ভেরিফাই করার জন্য ব্যাংক স্টেটমেন্ট, গ্যাস বিল , পানির বিল , বিদ্যুৎ বিল এগুলোর একটি স্ক্যান কপি আপলোড করলেই আপনার অ্যাকাউন্ট ভেরিফাই হয়ে যাবে ।
-
পিভট পয়েন্ট হলো বাই সেল নির্ধারন করার একটি জনপ্রিয় মেথড। পিভট পয়েন্টের ওপরে প্রাইস থাকলে মার্কেট গতিবিধি ঊধ্বমুখী এবং পিভট পয়েন্টের নিচে প্রাইস থাকলে মার্কেটের গতিবিধি নিম্নমুখী বুঝায়। ফরেক্সে পিভট পয়েন্ট ধরে ধরে ট্রেড করলে ভালো প্রফিট পাওয়া যায়।
-
পিভট পয়েন্ট সেট করার নিয়ম কি?
পিভট পয়েন্ট সেট করার নিয়ম কি? এটা আমরা কিভাবে সেট করতে পারি।এটা করতে কি আমাদের আলাদা কিছু করতে হয়।এটা আমাদের কি রকম সাহায্য করতে পারে।আমি মনে করি যে ক্যান্ডেল ক্লোজ হয়েছে সেটার হাই প্রাইস এবং লো প্রাইসের গড় হলো পিভট পয়েন্ট। অর্থাৎ আপনি যখন পিভট পয়েন্ট নির্নয় করবেন সেটা ক্লোজড ক্যান্ডেলের মাঝামাঝি এসে পড়বে। আপনি পিভট পয়েন্ট ব্যবহার করে ট্রেড করতে পারেন। এতে আশা করি ভালো ফল পাবেন। আপনি ১দিন কিংবা ১সপ্তাহ অথবা ৪ঘন্টার ক্যান্ডেলও ব্যবহার করতে পারেন।
-
পেভট পয়েন্ট আসলে আপনি আপনার মতো করে সেট
করে নিতে পারেন। অর্থাত পুর্ববতীদিনের শেষ
এবং শুরুর ন্থানটির মাধের একটি স্থান হলো পিভট
পয়েন্ট। আপনি চাইলে ম্যানুয়ালীও করতে পারেন
আবার এর জন্য অনেক ইন্ডি গেটর ও রয়েছে। আসলে
আপনি চাইলে সেগুলোও ব্যবহার করতে পারেন।
-
ফরেক্স মার্কেটে ট্রেডিং করতে গেলে আমাদের পিভট পয়েন্ট জানিতে পারলে অনেক ভাল হয় তার জন্য আমাদের পিভট পয়েন্ট বাহির করতে হবে,অনেকে জানেনা আমি বলতে চায়,যে দিনের সর্বউচ্চ প্রাইস,দিনের সর্বনিম্ন প্রাইস ও দিনের ক্লোজিং প্রাইস কে আমরা যোগ করে তিন দ্বারা ভাগ করতে পারলে যে ফলাফল আসে সেটাই পিভট পয়েন্ট।