-
আজ ২৬ জুন তারিখের ক্লোজকৃত ট্রেড নিয়ে আলোচনা করছি। সাপ্তাহিক বন্ধের সময় আমায় বিটকয়েনের ট্রেডিং অনুশীলন করে থাকি। সেই ধারাবাহিকতা বিটকয়েনের আজও একটি ট্রেড ওপেন করেছি। বিটকয়েনে পেয়ারে ট্রেডটি 21391.33 থেকে 0.03 লটে sell দিয়ে নিয়েছি। বিটকয়েনে পেয়ারে নেওয়া ট্রেডটি স্টপ লস সেট করিনি এবং take profit সেট করেছি 20900. বিটকয়েনে পেয়ারে বর্তমানে প্রাইজ অনুসারে 0.02 USD লসে চলছে। আশা করছি প্রফিটের মাধ্যমে ট্রেডটি ক্লোজ করতে পারব।
-
আশা করি সকলেই পরিবার নিয়ে ভালো আছেন এবং কোয়ালিটি সময়ে অতিবাহিত করছেন। প্রথমেই সাম্প্রতিক ক্লোজকৃত ট্রেড গুলো নিয়ে আলোচনা করব। গতকালের নেওয়া বিটকয়েনে ট্রেডটি stop loss হিট করেছে। গতকালের বিটকয়েনে ট্রেডটি স্টপ লস হিট করার ফলে আর্থিকভাবে লসের সম্মুখীন হতে হয়েছে। তবে স্টপ লস সেট করার কারণে বড় ধরনের আর্থিক ক্ষতি হওয়া থেকে রক্ষা পেয়েছি। বিটকয়েনে পেয়ারে ট্রেডটি 21253.73 থেকে 0.02 লটে sell দিয়ে নিয়েছিলাম। বিটকয়েনে পেয়ারে নেওয়া ট্রেডটি স্টপ লস সেট নিয়েছিলাম 21450 এবং take profit সেট করেছিলাম না. বিটকয়েনে পেয়ারে ট্রেডটি স্টপ লস হিট করার ফলে 4.36 USD লস হয়। আমাদের ট্রেডিং একাউন্টটি বড় ধরনের আর্থিক লস থেকে রক্ষা পাওয়ার জন্য অবশ্যই স্টপ লস সেট করে ট্রেড করা উচিত।
-
২৭/০৬/২০২২
এখন সাম্প্রতিক চলমান ট্রেড গুলো নিয়ে আলোচনা করবো। প্রথমে গোল্ড পেয়ারে ট্রেডটি 1834 থেকে 0.01 লটে sell দিয়ে নিয়েছি। কেননা গোল্ডের প্রাইস দীর্ঘ সময় একটি নির্দিষ্ট রেঞ্জের মধ্যে দিয়ে অতিবাহিত করছে। সেটা এখনো বজায় রেখেছে। গোল্ড পেয়ারে নেওয়া ট্রেডটি স্টপ লস সেট নিয়েছি 1840 এবং take profit নিয়েছি 1823. উক্ত গোল্ড পেয়ারে ট্রেডটি বর্তমানে 1.77 USD লসে চলছে। দ্বিতীয় ট্রেডটি ক্রুড অয়েল পেয়ারে 107.83 থেকে 0.01 লটে sell দিয়ে নিয়েছি। ক্রুড অয়েল পেয়ারে নেওয়া ট্রেডটি স্টপ লস সেট নিয়েছি 108.60 এবং take profit করেছি 105.90. Crude oil পেয়ারে ট্রেডটি বর্তমানে 6.00 USD প্রফিট রয়েছে।
-
শুভ সন্ধা। আশা করি সকলেই সপ্তাহের প্রথম দিনে ভালো আছেন সুস্থ আছেন। জার্নালের শুরুতে সাম্প্রতিক ক্লোজকৃত ট্রেড গুলো নিয়ে আলোচনা করব। বিগত শনিবার ও রবিবার বিটকয়েনের নেওয়ার ট্রেডটি স্টপ লস হিট করে। যার ফলে বিটকয়েনে নেওয়া ট্রেড থেকে বিগত দুইদিন আমার লসের সম্মুখীন হতে হয়েছে। গতকালের নেওয়া পেয়ারে ট্রেডটি 21391.33 থেকে 0.03 লটে sell দিয়ে নিয়েছিলাম। বিটকয়েনে পেয়ারে নেওয়া ট্রেডটি স্টপ লস সেট করেছিলাম 21600 এবং take profit সেট করেছিলাম 20900. বিটকয়েনে পেয়ারে ট্রেডটি স্টপ লস হিট করার ফলে 6.90 USD লস হয়।
-
২৮/০৬/২০২২
বর্তমানে আমার একটি ট্রেড চলমান রয়েছে। ট্রেডটি EUR/USD পেয়ারে ওপেন করেছি। এখন চলমান ট্রেড সম্পর্কে বিস্তারিত আলোচনা করছি। প্রথমে EUR/USD পেয়ার নিয়ে আলোচনা করছি। EUR/USD পেয়ারে ট্রেড দীর্ঘ সময়ের পূর্বে আমি ওপেন করেছি যেটা এখনো চলমান রয়েছে। EUR/USD পেয়ারে ট্রেডটি resistance line 1.0582 থেকে sell দিয়ে নিয়েছি। উক্ত EUR/USD পেয়ারে স্টপ লস করেছি 1.0610 এবং take profit 1.0475। টেক প্রফিট এর কাছাকাছি গিয়েও ট্রেডটি অল্পের জন্য টেক প্রফিট হিট করেনি। বর্তমানে EUR/USD পেয়ারের প্রাইস অনুসারে 8.00 USD প্রফিটে চলমান রয়েছে।