-
আমার মতেও ফরেক্স থেকে ডলার উঠানোর পদ্ধতিটা আরো সহজ করা উচিত। যাতে করে খুব সহজেই যারা ফরেক্সে কাজ করে তারা যেন ফরেক্স থেকে টাকা উঠাতে পারে। আমার কাছে তো বর্তমান পেমেন্ট মেথডের তেমন কোনো অসুবিধা দেখছি না। আমি ফরেক্স থেকে যে প্রফিট করি সেটা উইথড্র দেই একসময়। উইথড্র দেই আমার নেটলার একাউন্টে। তারপর সেখান থেকে টাকা তুলি। তবে হ্যা আরো ভালো পদ্ধতি হলে তো ভালো হয়ই। কিন্তু বাংলাদেশে ফরেক্সের অনুমোদন না থাকায় সে সম্ভাবনা কম বলা যায়।তবে এই ক্ষেত্রে আর একটা কথা হচ্ছে যে বাংলাদেশে ফরেক্স এর কোন অনুমোদন নেই তাই আর কি ফরেক্স নিয়ে বেশি কিছু করা ও সম্ভব না। তাই এর সম্ভবনাও অনেক কম।আমার কাছে তো বর্তমান পেমেন্ট মেথডের তেমন কোনো অসুবিধা দেখছি না। আমি ফরেক্স থেকে যে প্রফিট করি সেটা উইথড্র দেই একসময়। উইথড্র দেই আমার নেটলার একাউন্টে।
-
আমাদের জন্য ভালো একটি পেমেন্ট এর বেবস্থা থাকা দরকার.এখন আমাদের যা লাভ থাকে টা অনলাইন মানে ট্রান্সফার এর মাধ্যমে হাতে আসতে আসতে অনেকটাই কমে যায় কারণ এই টাকা খানিকটা হাত ঘুরে আসে.যার ফলে আমরা যা লাভ করি তাতো কমেই যায় আর বাটপারির ও একটা সম্ভাবনা থাকে.তাই একটি নিরাপদ এবং ভালো পেমেন্ট থাকা জরুরি.ফরেক্সে কাজ করে তারা যেন ফরেক্স থেকে টাকা উঠাতে পারে। তবে এই ক্ষেত্রে আর একটা কথা হচ্ছে যে বাংলাদেশে ফরেক্স এর কোন অনুমোদন নেই তাই আর কি ফরেক্স নিয়ে বেশি কিছু করা ও সম্ভব না। ফরেক্স মার্কেটে আমরা যারা ট্রেডিং করি তারা জানি যে টাকা্ লেনদেনের ক্ষেত্রেও নিজেস্ব কোন দেশীয় বিশ্বস্ত মাধ্যম না থাকায় আমাদেরকে অনেক বেশি ভোগান্তি পোহাতে হয় । তবে আমি মনে করি যে ফরেক্স মার্কেটে কিছু কিছু পেমেন্ট মেথড বিশ্বস্ততার সাথে সেবা প্রদান করে থাকে।তো সব মিলিয়ে আমি যা দেখতে পারলাম প্রফিট উইড্রো করার জন্য মানিবুকারস থেকে স্কিল একাউন্টে উইড্রো করে থাকি। পরবর্তীতে স্কিল থেকে ব্যাংকিং বা স্কিল টু স্কিল সেন্ড মানি করে উইথড্র করা যায়।
এই পদ্ধতিটি আমার কাছে সেরা মনে হয়েছে প্রফিট উইথড্র করার ক্ষেত্রে। এছাড়াও নেটেলার পায়োনিয়ার কিংবা কার্ডের মাধ্যমেও আপনি প্রফেট উইথড্র করতে পারেন।
-
আমার কাছে তো বর্তমান পেমেন্ট মেথডের তেমন কোনো অসুবিধা দেখছি না। আমি ফরেক্স থেকে যে প্রফিট করি সেটা উইথড্র দেই একসময়। উইথড্র দেই আমার নেটলার একাউন্টে। তারপর সেখান থেকে টাকা তুলি। তবে হ্যা আরো ভালো পদ্ধতি হলে তো ভালো হয়ই। কিন্তু বাংলাদেশে ফরেক্সের অনুমোদন না থাকায় সে সম্ভাবনা কম বলা যায়।