জী অবশ্যই স্ক্রীল পেমেন্ট মেথড অনেক ভালো৷তবে নেটেলারও অনেক ভালো আবার পেয়জাও ভালো৷ডিপোজিট ও উইথড্রো এর জন্য কয়েকটা পেমেন্ট প্রসেসর মেথড থাকা ভালো৷এক এক ব্রোকার এক এক পেমেন্ট মেথড ব্যাবহার করে৷
Printable View
জী অবশ্যই স্ক্রীল পেমেন্ট মেথড অনেক ভালো৷তবে নেটেলারও অনেক ভালো আবার পেয়জাও ভালো৷ডিপোজিট ও উইথড্রো এর জন্য কয়েকটা পেমেন্ট প্রসেসর মেথড থাকা ভালো৷এক এক ব্রোকার এক এক পেমেন্ট মেথড ব্যাবহার করে৷
আমাদের বাংলা যদি পেপল চালূ হয় তাহলে আশা করা যায় আমাদের ডলার উঠানওর সমস্যা অনেক কমে যাবে। আমি নিজে ব্যক্তিগত ভাবে স্ক্রিল একাউন্ট ব্যবহার করে থাকি। এটা আমার কাছে সবচেয়েচ সহজ মাধ্যম মনে হয়।
আমি সাধারনত স্ক্রিল ব্যবহার করে থাকি। তবে এখন সবাই নেটেলার ব্যবহার করে থাকে। আমার একাউন্ট ভেরিফাই করা তাই আমি স্ক্রিল একাউন্ট ব্যবহার করি। তবে যার যেভাবে সুবিধা সে সেভাবে সেই অনুযায়িঈ পেমেন্ট মেথড ব্যবহার করতে পারে।
এটি অনেক দ্রুতগামি একটি মেথড যার ফলে খুব সহজেই টাকা তোলা যাই। তাই আমি বলব যে কারো টাকা তুলতে সমস্যা হলে সে মাইবুকাস্র মেথড ব্যবহার করতে পারেন। এতে আপনার একাউন্ট থেকে টাকা উঠাতে কোন সমস্যাই হবে না। ঝামেলা মুক্ত টাকা তুলতে পারবেন। সব যদি এক হয় তাহলেই আপনি ট্রেড করবেন না হলে ট্রেড করা থেকে বিরত থাকাই ভালো।
আমি আমার স্কিল বা মানিবুকার্সের অ্যাকাউন্ট ব্যবহার করে ফরেক্স থেকে আমার প্রফিট উঠাই । আমি মনে করি স্কিল বা মানিবুকার্সের অ্যাকাউন্ট ব্যবহার এর থেকে কোন সিস্টেম ভাল নয় । আমি আমার অন্য সকল ফরেক্স বন্ধুদের বলি স্কিল বা মানিবুকার্সের অ্যাকাউন্ট ব্যবহার করার জন্য ফরেক্স থেকে টাকা বের করার জন্য ।
ব্যক্তিগতভাবে আমি ফরেক্সের জন্য নেটলারই ব্যবহার করি। আমার কাছে এটাই সুবিধাজনক বলে মনে হয়। এছাড়াও অন্যান্য ব্রোকারের জন্যও আমি নেটলার ব্যবহার করি। কারন আমি নেটলারের সাহায্যে সহজেই টাকা তুলতে পারি, টাকা ট্রান্সফার করতে পারি। এটা বেশ নিরাপদ একটা পেমেন্ট মাধ্যম হিসেবে আমার কাছে মনে হয়।
ফরেক্স মার্কেট এ অনেক গুলো পেমেন্ট মেথড গুলো সার্পোট করে থাকে,যেমন স্কিল,নেটেলার,মাস্ টার কার্ড,আপনি এই খান থেকে যে কোন একটি ব্যবহার করতে পারেন,আমি সাধারনত অনলাইন পেমেন্ট মেথড স্কিল ব্যবহার করে থাকি,আপনি নেটেলার স্কিল যে কোন একটি ব্যবহার করে এই বিজিনেস করতে পারেন।
আমার মতে নিটেলার এর মাধ্যমে টাকা অনেক দ্রুত পাঠানো যায় এবং এর একাউন্ট হোল্ডার অনেক বেশি যার কারনে আপনি অতি সহজেয় গ্রাহক পাচ্ছেন টাকা লেনদেন করতে তবে মানি ব্রোকারসও অনেক ভাল এবং নিরাপদ। আজ পর্যন্ত কোনো ধরনের সমস্যায় পড়তে হয়নি । এতে চার্জ অনেক কম কাটে এটাই বড় সুবিধা তবে আপনি ইচ্ছা করলে অনান্য মেথডগুলোও ব্যবহার করতে পারেন । যেমন নেটেলার, পেইজা । অ হে স্কিল হলো নেটেলার গ্রুপেরই একটা অংশ ।
স্ক্রিল এবং নেতেল্লের এর পায়মেন্ত সিস্টেম ব্যবহার করি ।