-
আমি এইপর্যন্ত কয়েকটি কারেন্সী পেয়ার এই ট্রেড করেছি.যেমন:USD/CAD,EUR/JPY,NZD/USD,USD/JPY.এসব পেয়ার অ আমার ট্রেড করা হয়েছে কারণ আমি ডেমো ট্রেড অ থাকা করলিন অনেক পরীক্ষার সামনে নিজেকে দাড়া করাতাম.মার্কেট এনালাইসিস প্রক্রিয়া সম্পাদন করতে গিয়ে আমার এত কারেন্সী তে ট্রেড করা হয়.এবং ভিন্ন ভিন্ন পেয়ার ভিন্ন ভিন্ন টাইম ফ্রেম অ ভিন্ন ভিন্ন আচরণ করে যা আপনার জন্য সুবিধা/অসুবিধা hote pare.
-
বাংলাদেশি ফরেক্স ট্রেডারদের জন্য কারেন্সি পেয়ার হিসেবে eru/usd ঈ উত্তম।। কারন এই কারেন্সি অন্যানি কারেন্সি এর তুলনায় মুভ কম করে তাই অল্প বিনিয়োগ কারিদের জন্য এই পেয়ারই ভাল বলে আমি মনে কর।।।
-
আমি অনেক গুলো কারেঞ্চি নিয়ে ফরেক্স মার্কেট এ ট্রেড করি।তবে তা খুব সীমিত।ফরেক্স মার্কেট এ আমি জোর কারেঞ্চি গুলো নিয়ে ট্রেড করি।এই কারেঞ্চি গুলতে ট্রেড করলে আমরা ভালো ট্রেড করতে পারবো।ফরেক্স মার্কেট এ এই কারেঞ্চি গুলো খুবি জনপ্রিয়।তাই আমি ফরেক্স মার্কেট এ ট্রেড করার সময় এই কারেঞ্চি গুলো ছাড়া ট্রেড করি না।আমরা চাইলে আরও বিভিন্ন কারেঞ্চি নিয়ে ফরেক্স মার্কেট এ ট্রেড করতে পারি।কিন্তু সেই কারেঞ্চি গুলতে ট্রেড করে আয় করা অনেক কষ্টকর।
-
জী,eur/usd পেয়ার সবচেয়ে ভালো পেয়ার৷নতুন ট্রেডারদের উচিৎ eur/usd পেয়ার নিয়ে ট্রেড করা৷এর ভলাটালিটি তুলনামূলক কম তাই ট্রেড করার জন্য বেশি নিরাপদ৷এই পেয়ারে সর্বাধিক লেনদেন হয়ে থাকে৷আমি eur/usd ছাড়াও gbp/usd,usd/jpy,aud/usd,nzd/usd,eur/jpy,gbp/jpy এবং gold নিয়ে ট্রেড করি৷
-
আমি এই পর্যন্ত খুব অল্প কারেন্সিতে ট্রেড করেছি । হ য ব র ল এর মত করে এ টু জেড ট্রেড করলে হয় না । আপনাকে প্রথমে বিশ্লেষণ করে দেখতে হবে কোন কারেন্সি পেয়ারের সম্ভাবনা বেশি । অল্প এর মধ্য সিলেক্ট করেই আপনাকে ট্রেড করতে হবে । এতে করে আপনি অবশ্যই ভালো কিছু করতে পারবেন বলে আমি আশা করি । এটার জন্য আপনার প্রাণান্তকর চেষ্টাও গুরুত্বপূর্ণ ।
-
আমি ফরেক্স মার্কেট এ সাধারণত সব কারেঞ্চিতেই ট্রেড করি । আমার কাছে ফরেক্স মার্কেট এ গোল্ড এবং এই জাতীয় সব কারেঞ্চি তে ট্রেড করতে ভালো লাগে । চেষ্টায় আছি যাতে একটা পেয়ারে ট্রেডের সুযোগ বা পেলে অপর পেয়ারগুলোতে ট্রেডের সুযোগ নিতে পারি । মার্কেট বুঝে যখন যে কারেঞ্চিতে লাভ হবার সম্ভবনা থাকে সেই কারেঞ্চিতে ট্রেড করি ।
-
আমি অনেক পেয়ার এ ট্রেড করেছি। দেখছি যে কন পেয়ার টা কেমন হয়। আমি ৭-৮ টা পেয়ার এ ট্রেড করছি। তবে আমি সব সময় জি বি পি ইউ এস ডি আর ইউ এস ডি সি এ ডি তে ট্রেড করি। এই ২ টি পেয়ার আমার বেশি ভাল লাগে।
-
ফরেক্স মার্কেট এ আমরা অনেকেই এই কারেঞ্চি তে ট্রেড করি এবং তার মধ্যে ইউরো/ ইউসডি কারেন্সি তে বেশি ট্রেড করি এই পেয়ার গুলোর মুভমেন্ট অনেক ভাল।সবচেয়ে কারন্সি পেয়ারগুলোর মধ্যে eur/usd বেশি পরিমাণে ট্রেড হয়ে থাকে।এটাই আমার ফেভারিট কারেন্সী।
-
আমার জানামত এক সাথে সর্বোচ্চ *দুই তিনটা মেজর পেয়ারে ট্রেড করা যায় এবং একই সাথে সাথে আরও দু একটা ক্রস পেয়ারে ট্রেড করা যেতে পারে। তবে আমি মুলত ইউ/জে,ই/ইউ,ই/জে,জি/জে,এ/ইউ এবং এন/ইউ পেয়ারে ট্রেড করে থাকি। তবে সব সময় নয়।
-
ফরেক্স আন্তর্জাতিক ফাইনান্সিয়াল ব্যবসা । যেকোন সময় যেকোন ব্যক্তি ফরেক্স ব্যবসায় অংশ গ্রহন করতে পারবে ও টাকা আয় করতে পারবে । ৯৫% ট্রেডাররা ফরেক্স মার্কেটে লস করে থাকে । তাই আমাদের ৩ তা কারেন্সি নিয়ে ট্রেড করা উচিত । আমি সব সময় ৩ টা কারেন্সি নিয়ে ট্রেড করি ও অনেক অনেক প্রফিট করি ফরেক্স থেকে ।