না আমি প্রতিদিন ফোরাম এ পোস্ট করতে সময় পায় না । তা আমার অবসর সময় টা ফরেক্স ফোরাম এ কাটাতে ভালবাসি এবং আমি অনেক আন্দদ উপভোগ করি , আমার অনেক ভাল সময় কাটে ফরেক্স ফোরাম এ সবার সাথে আলোচনা ও আমার অভিঞ্জতা সবার সাথে শিয়ার করতে ।
Printable View
না আমি প্রতিদিন ফোরাম এ পোস্ট করতে সময় পায় না । তা আমার অবসর সময় টা ফরেক্স ফোরাম এ কাটাতে ভালবাসি এবং আমি অনেক আন্দদ উপভোগ করি , আমার অনেক ভাল সময় কাটে ফরেক্স ফোরাম এ সবার সাথে আলোচনা ও আমার অভিঞ্জতা সবার সাথে শিয়ার করতে ।
আমি ফোরামে নতুন সদস্য।হ্যা আমি ফোরামে প্রতিদিন পোস্ট করি।পোস্ট করতে আমার অনেক ভাল লাগে।ফোরামে পোস্ট করার মাধ্যমে অনেক কিছু জানা যায়।আবার প্রতিটি পোস্ট এর জন্য সম্মাননা পেয়ে থাকি।
আমি ফোরাম এ প্রতিদিন পোস্ট করি না।যখনি সময় পাই তখনি ফোরাম এ পোস্টিং করি।ফোরাম এ পোস্ট করে আমরা আয় করার পাশাপাশি ফরেক্স মার্কেট সম্পর্কে ভালোভাবে জানতে পারি।তাই আমি মনেকরি আমরা যদি প্রতিদিন ফোরাম এ পোস্টিং করতে পারি তাহলে আমরা দুই দিক থেকে লাববান হতে পারবো। যেমন-ফোরাম থেকে বোনাস পাব,ফরেক্স মার্কেট সম্পর্কে ভালোভাবে জানতে পারবো।তাই আমি শেষটা করি প্রতিদিন ফোরাম এ পোস্টিং করতে।
হ্যা আমি প্রতিদিনই ফোরামে পোষ্ট করি কারন আমি মনে করি আমি যতটুকু জানি তা যদি আমি সকলের সাথে শেয়ার করি তা হলে আমার অভিজ্ঞতা আর ও দিনে দিনে অনেক বেশি বৃদ্ধি পাবে আর সাথে সাথে প্রতিটি পোষ্টের জন্য আমিতো ২০ সেন্ট করে পাচ্ছিই। সেই কারনে আমি প্রতিদিন ফরেক্সের ফোরামে ২০ থেকে ২৫ টির মত পোষ্ট করি।
হ্যা আমি প্রতিদিন ফোরামে পোস্ট করি। কিন্তু আজেবাজে কোনকিছু পোস্ট করি না। কারণ আমি নতুন ট্রেডারদেরকে কিছু ধারণা দিতে চাই এবং কিছু শিখাতে চাই। কারণ আমি চাইনা কারো লস হোক। যাতে করে বেকাররা কাজের সন্ধান পাই। আমি প্রতিদিন পোস্ট করার চেষ্টা করি। কারণ একদিন একদিন করে সামান্য সামান্য শিখালে হয়তো সব ধারণা পেয়ে যেতে পারি।
ফোরামে পোস্ট করা এখন আমার নেশায় পরিনতি হয়েছে। একজন মানুষ নেশা না করে যেমন থাকতে পারে না টিক তেমনেই আমিও প্রতিদিন পোস্ট নাকরে থাকতে পারি না। তাই আমি ফোরামে প্রতিদিন কম করে হলেও ২০- ৪০ টি পোস্ট করে থাকি।তবে আমি এটা সব সময় চালিয়ে যেতে চাই।
আমি ফোরামে পোস্টিং করি মূলত শিখার জন্য। কাররন ফোরামে পোস্টিংয়ের সাথে জড়িত থাকলে অনেক কিছু জানতে পারারা যায়। এজন্য আমি যথাসম্ভব চেষ্টা করি দৈনিক ফোরামে পোস্টপোস্ট করে নিত্যনতুন বিষয় সম্পর্কে অবহিত থাকতে। তবে যদি ব্যস্ত থাকি তবে সবসময়ই দৈনিক ফোরামে পোস্টিং করা সম্ভব হয় না।
আমি প্রতিদিন ফোরামে পোস্ট করার সময় পাই না কারন আমি এখনো স্টুডেন্ট আর এই কারনে এটার সাথে বেশিক্ষন লেগে থাকতে পারি না। আমি গত মাসে ২০ ডলার এর মত পোস্ট করেছি কিন্তু এই মাসে এখন পর্যন্ত ১ ডলার পরিমান পোস্ট করতে পারি নি। তবে আশা করি আর যেই কয়দিন সময় আছে সেই কয়দিন আমি পোস্ট দিব যাতে করে আগামি মাস টা আমি ট্রেড করতে পারি এই বোনাস দিয়ে। আমার প্রতি মাসে পোস্ট না দিলেও যেই মাসে দেই সেই মাসে ১০- ১৫ দিন এর মত পোস্ট দিয়ে থাকি।
হ্যা আমি প্রতিদিনই ফোরামে পোস্ট করি । বাংলাদেশ ফরেক্স ফোরাম ফরেক্স সম্পর্কিত সমস্যা বিষয়ে আলোচনা করে বলে যে কোন সময় এর সঠিক সমাধান পাওয়া যায় । তাছাড়া ফোরাম প্রতি পোস্টে আমাদের ২০ সেন্ট করে দিয়ে থাকে যা দিয়ে আমাদের ট্রেড করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে । তাই আমি প্রতিদিনই ফোরামে সময় দেই এবং পোস্ট করি ।
না আমি প্রতিদিন ফোরামে পোস্ট করিনা। প্রতিদিন রেগুলার পোস্ট করা সম্ভবও না। কারন আমি একজন স্টুডেন্ট। মাঝে মাঝে পড়াশোনার অনেক বেসি চাপ থাকে। মাঝে মাঝে থাকে পরীক্ষা। এসবের ভেতর থেকে প্রতিদিন পোস্ট করা কষ্টকর। আমি যখন সুযোগ পাই তখনই ফোরামে পোস্ট করি।