-
আমি আগে অনেক লস করেছি কারন একাধিক ট্রেড ওপেন করতাম।তাই ফরেক্স মার্কেটে নতুন অবস্থায় কম লট দিয়ে ট্রেড করা ভাল বলে আমি মনে করি ।তাছাড়া এখন মনে হয় এক সাথে একধিক ট্রেড ওপেন না করে অল্প ট্রেড ওপেন করাই ভাল । কেননা একসাথে একাধিক ট্রেড নিয়ন্ত্রন করা খুব কষ্টকর ।এখন আমি সাধারনত ০.০৫ লট দিয়ে দিনে তিন থেকে চারটি ট্রেড ওপেন করি ।
-
অামরা যারা ফোরামে কাজ করে থাকি তারা অবশ্যই একটা নির্দিষ্ট সময়ের মধ্য পোষ্ট পাঠাতে হবে । কারণ আমরা ৫টি পোষ্ট ১০ মিনিটে দেব তারপর অাবার পোষ্ট ভালোভাবে লিখব যাতে মান সম্মত পোষ্ট হয়ে থাকে । অতএব আমরা সব সময় পোষ্ট বুুঝে শুনে দেওয়ার চেষ্টা করব তাহলেই আমরা লাভবান হতে পারব । অার আপনারাও চেষ্টা করেন কম লট ব্যবহার করার ।
-
ফরেক্স একটি লোভনীয় ব্যবসা। এখানে যত বড় লটে ট্রেড দেওয়া যায় ততই লাভ বেশী করা যায়। কিন্তু বেশী লাভ করতে গেলে আবার লস ও খেতে হয়। কেননা মার্কেট যে কোন সময় যে কোন দিকে যেতে পারে। তাই সব সময় ছোট ছোট ট্রেড করুন।
-
আমি এ হিসেবটা সঠিক করে বলতে পারব না। এমনো কোন দিন আছে যখন সারা দিনে কোন ট্রেড ওপেন করি না। এবার এমন ও হয় যে সারাদিন .10 থেকে 1 লট পর্যন্ত ট্রেড করেছি। আসলে এটা অনেকটাই নির্ভর করে মার্কেট মুভমেন্ট এর উপর। তাই নির্দিষ্ট করে বলার সুযোগ নেই যে আমি দিনে কত লট ট্রেড করি।
-
আমার ট্রেডিং একাউন্ট এ ২০ ডলার আছে যা ফোরাম থেকে পাওয়া তাই আমি ০.০১ সেন্ট লট এ দুইটি ট্রেড ওপেন করেছি। বেশি ব্যলেন্স হলে লট সাইজ বাড়িয়ে দিতাম কিন্ত অল্পতো তাই। আমার জানামতে শতকরা ০.১০ সেন্ট লট ওপেন করা ভাল। শতকরা ০.১০ সেন্ট লট ওপেন করলে একাইন্ট শুন্য হওয়ার সম্ভাবনা কম থাকে।
-
আপনার অ্যাকাউন্ট ব্যালেন্স ১০০ ডলার সেই কারনে আপনি প্রতিদিন সর্বোমোট ০.০১ দিয়ে মোট ১০ টি ট্রেড ওপেন করেন অর্থাত সব মিলিয়ে ০.১০ লট দিয়ে টেড করেন আপনি । আপনার এই লট দিয়ে টেড করা ঠিক আছে । আমার অ্যাকাউন্ট এ ২০০ ডলার থাকলে আমি সরবচ্চ ০.২০ লট এ টেড করি আর বেশি থাকলে বেশি লট এ টেড করি ।
-
আমি মনে করি ফরেক্স মার্কেট এ ঠিকে থাকতে হলে আপনাকে অবশ্যই মানি ম্যনেজম্যন্ট ফলো করতে হবে। আর না হলে ফরেক্স মার্কেট এ ঠিকে থাকা সম্ভব না বলে মনে হয়। আর নতুন দের জন্য মূল ট্রেডিং ব্যালেন্স এর ৩-৫% লাভ লস মাথায় নিয়ে ট্রেড করা ভালো।
-
ফরেক্স মার্কেট এ যার যত ব্যালেন্স বেশী আছে তা সে যার যার মত করে ট্টেড করতে পারেন। আমি ফরেক্স মার্কেট এ কমে 0.01 থেকে 0.10 এর চেয়ে বেশী লটে ট্টেড করি না। আমি ফরেক্স মার্কেট এ বেশীর ভাগ রাতে একটু মাঝারি 0.05 আকারে ট্টেড করি । এতে আমার কিছুটা হলেও লাভ হয়।
-
ফরেক্স মার্কেট এ যার যার পছন্দ মত করে ট্টেড করে থাকে। আমি ফরেক্স মার্কেট এ খুব কম লটে ট্টেড করার চেষ্টা করি। কারন আমি বেশী ঝুকি নিতে চাই না। আর তা ছাড়া আমার ব্যালেন্স খুব কম তাই আমি কম লটে ট্টেড করি। আমি ০.০১ থেকে ০.০৫ থেকে ট্টেড করি।
-
ভাই আমার অ্যাকাউন্ট ব্যালেন্স ১০০ ডলার আমি প্রতিদিন ০,০৩ থেকে ০,০৫ লট দিয়ে ট্রেড করি |আমি মনে করি ফরেক্স মাকেট থেকে বেশি লাভ করতে হলে বেশি বেশি লট দিতে হবে তবেই ফরেক্স থেকে ভাল লাভ করা যাবে |