-
ফরেক্সএমন একটা ব্যবসা যেটা পরিচিলনা করতে গিয়ে আমাদের দৈনন্দিন কোনো কাজেই ব্যাঘাত ঘটবে না। কেননা ফরেক্সে ট্রেড নিয়ে ট্রেডের সামনে সবসময়ইবসে থাকতে হবে এমন নয়। আপনার ইচ্ছামত সময়ে ইচ্ছাস্বাধীনভাবে ট্রেড করতে পারবেন। সুতরাংএজন্য ফরেক্সেট্রেড করতে গিয়ে দৈনন্দিনকোকোনো কাজেই ব্যাঘাত ঘটবে না
-
ফরেক্সে ট্রেড অন্যান্য কাজের পাশাপাশি করাই ভালো। কারন ফরেক্সে লাভ-লস সবসময় হয়। কম ঝুঁকি নিয়ে ফরেক্স ট্রেড করলে দুশ্চিন্তা মুক্ত থাকা যায়। তবে বড় ঝুঁকি নিয়ে ট্রেড করলে অন্যান্য কাজের মধ্যেও দুশ্চিন্তা সৃষ্টি হয়। তাই কম ঝুঁকি নিয়ে ফরেক্স ট্রেড করলে অন্যান্য কাজের মধ্যে ব্যাঘাত সৃষ্টি করবে না। তাছাড়া ফরেক্সে দক্ষ না থাকলে কাজের মাঝে ব্যাঘাত ঘটাতেও পারে।
-
ফরেক্স ট্রেডিং দৈনন্দির অন্যান্য কাজে কোন ব্যাঘাট সৃষ্টি করে না কারন আপনি ফরেক্স ট্রেডিং আপনার অবসর সময়েও করতে পারেন যার ফলে কাজে কোন প্রকার সমস্যা তৈরি হওয়ার সুযোগ নেই। ফরেক্স যে সব সময় ফুল টামই করতে হবে বিষয়টা কিন্তু তেমন নয় আপনি চাইলে এটিকে পার্ট টাইম পেশা হিসাবেও নিতে পারেন।
-
আমি মনেকরি,, ফরেক্স আমাদের অন্যান্য কাজের কোনো ব্যাঘাত ঘটায় না। আমি যে কোনো কাজের পাশাপাশি ফরেক্স ট্রেডিং করতে পারি।। তাই ফরেক্স আমার কাছে বাড়তি আয়ের একটা বিশাল মাধ্যম।। আমি ফরেক্সের পাশাপাশি যে কোনো কাজ করতে পারি এবং এর মাধ্যমে আমি আমার অবসর সময় কে ও কাজে লাগাতে পারি।।
-
না একধম না ফরেক্স মার্কেটে আপনি যদি ট্রেডদ্দদ করেন তুঅঅঅঅবে আপনার কোন প্রকার ব্যগাত ঘঠবে না। কারন আপনি যদি ফরেক্স ট্রেড করেন তবে আপনি ট্রেড অপেন্নকরে তারপর আপনি অন্যসব কাজ করতে পারবেন। কারন এখানে স্টপ লস এবং টেইক প্রফিট ব্যবহার করতে পারবেন।
-
ফরেক্স আমাদের অন্য সকল কাজের মতই একটা কাজ মনে করতে হবে । প্রতিদিন আমরা অল্প সময় হলে ও ফরেক্সে দিতে হবে । যদি অামরা সময় দিয়ে থাকি তাহলে অবশ্যই অামরা সফলকাম হতে পারব । আর আপনারাও এই ফরেক্স ব্যবসা করার জন্য নির্দিষ্ট সময়ে ঠিক করে নেব ।
-
ফরেক্স আমাদের দীনের কাজের কোন ব্যাঘাত ঘটায়না । বরং আমাদের কাজের শ্রিংখলা বজায় রাখে । যদি আপনি আপনার কাজগুলো সাজিয়ে নেন তা হলে কোন সমস্যা হবার কথা নয় ।
-
আমার মনে হয় আপনি যদি ভাল ফরেক্স ট্রেডিং দক্ষতায় নিজেকে দক্ষ করে তুলতে পারেন তা হলে ফরেক্স ট্রেডিং আপনার দৈনন্দিন কাজ কর্মের উপর তেমন কোন প্রভাব বিস্তার করতে পারবে না এবং আপনিও এখান থেকে ট্রেড করে বেশ ভাল প্রফিট অর্জন করে নিতে পারবেন।
-
নতুন অবস্থায় ট্রেডারদের এই সমস্যাটা হয়ে থাকে কিন্তু একবার রাস্তা পেয়ে গেলে আর কোন সমস্যা হবার কথা নয়। কিন্তু যদি আপনার কাছে মনে হয় এটা করে আপনি আপনার পরিবারকে পর্যাপ্ত সময় দিতে পারছেন না তবে আমার মনে হয় আপনার উচিত হবে আর একটু ভাল ভাবে যাচাই বাছাই করা। ধন্যবাদ।
-
ফরেক্স ট্রেডিংয়ের জন্য আপনাকে যে অনেক বেশি এর পেছনে সময় ব্যায় করতে হবে আসলে বিষটা ঠিক তেমন না আপনি চাইলে আপনার অবসর সময় গুলোতে এখানে ট্রেড করে এখান থেকে আয় করতে পারবেন অর্থাত আপনি ট্রেড ওপেন করে মার্কেটে না থেকেও একান থেকে আয় করতে পারবেন। ফলে আপনার সময়ের কোন ব্যাঘাট ঘটবে না।