আমি মনে করি একটি ট্রেডে এন্ট্রি নেওয়ার আগে লাভের চেয়ে কত লস হবে তা দেখে নিতে হবে।কারণ প্রকূত ট্রেডাররা লাভের আগে লসের কথা চিন্তা করে।আর সেজন্য তারা একেকজন সফল ট্রেডার নামে সকলের কাছে পরিচিত।সুতরাং আমি লসের কথা চিন্তা করি।
Printable View
আমি মনে করি একটি ট্রেডে এন্ট্রি নেওয়ার আগে লাভের চেয়ে কত লস হবে তা দেখে নিতে হবে।কারণ প্রকূত ট্রেডাররা লাভের আগে লসের কথা চিন্তা করে।আর সেজন্য তারা একেকজন সফল ট্রেডার নামে সকলের কাছে পরিচিত।সুতরাং আমি লসের কথা চিন্তা করি।
ফরেক্স মার্কেটে আমরা যখন একটি ট্রেড এন্ট্রি নিব তার আগে আমাদের ফরেক্স মার্কেটের ট্রেন্ড দেখতে হবে,মার্কেটের কোন নিউজ আছে কিনা তা দেখা,তার পরে মার্কের মুভমেন্ট দেখতে হবে,তার পরে মার্কেটের ট্রেড অপেনিং করতে হবে,ট্রেড অপেনিং করার পরে স্টপ লস আর টেক প্রফিট ব্যাবহার করতে হবে।
আসলে একটা ট্রেড এ এন্ট্রি নেওয়ার আগে অনেক কিছুই দেখতে হয় যা আমরা কেউ তেমন একটা মানি না এবং মানতে চাইও না। যখন লসের দিকে যেতেই যেতেই থাকে তখন মনে মনে বলি ইস এই জিনিসটা দেখলে হয়ত বা আজ এই দিন দেখা লাগত না। তাই আমি বলব নিজের সিস্টেম এর বাইরে কখনও ট্রেড নিবেন না। সবাইকে ধন্যবাদ।
আমি ফরেক্স মার্কেটে নতুন ট্রেড করি তবে সব কিছু দেখে ট্রেড করলেই লস করতে বুল হয়না যেভাবে ট্রেড দিই সেভাবে লস হয় তাই আমি এখনো মানি মেনেজমেন্ট মেনে ট্রেড করি তাই কিছু টাকা একনো আছে তবে কিছু ট্রেড প্রপিট হয় বলে এখনো মার্কেটে টিকে অাছি।
কোন ট্রেড এ এন্ট্রি নেওয়ার আগে দেখতে হবে ওই কারেন্সি কোন পজিশন এ আছে। সাপোর্ট রেসিস্টেন্স এ থাকলে দেখতে হবে ব্রেক করতেছে কিনা? আর ব্রেক না করলে সাপোর্ট রেসিস্টেন্স অনুসারে ট্রেড এ অন্ট্রি নিবেন।। আর ব্রেক করলে ফলস নাকি রিয়াল ব্রেক দেখে নিবেন।। তারপর দেখা উচিৎ আমি যেই কারেন্সি নিয়ে ট্রেড করব সেটি অন্যান্য কারেন্সির সাথে কোন অবস্থানে আছে। এরপর দেখা উচিৎ যে এই কারেন্সিগুলোর নিউজ কেমন, কোনটি ভালো কোনটি খারাপ।।
ফরেক্স *মার্কেটে একটি ট্রেড নেওয়ার আগে অবশ্যই আপনাকে মার্কেট ভালভাবে এ্যানালাইসিস করে নেওয়া উচিত । মার্কেটের সাপোর্ট এবং রেসিস্ট্রেন্ট কোথায় তা নির্ধারণ করা দরকার । তাছাড়া আপনি ট্রেডটিতে কতটুকু রিক্স এবং কতটুকু প্রফিট করতে চান তাও নির্ধারণ করা উচিত ট্রেডটি ওপেন করার অাগে ।
আমি ফরেক্স মার্কেটে সবসম লেভেল থেকে ট্রেড ওপেন করে থাকি।যখন দেখি প্রাইস সাপোর্ট লেভেল না ভেঙ্গে আবার উর্দ্ধমূখি হয়।তখন ভালো কোন সিগনাল পেলে ট্রেড ওপেন করি।আমি লেভেলের মাঝখান থেকে ট্রেড ওপেন করার চেষ্টা করিনা।
প্রত্যেক ট্রেডে এন্ট্রী করার পূর্বে অবশ্যই সঠিক ভাবে এনালাইসিস করে নিশ্চিত হতে হবে৷আপনার ট্রেডিং চার্টে ট্রেন্ড এবং সাপোর্ট/রেসিসট্যান্স লেভেলগুলো পরিষ্কার চিনতে হবে এবং প্রাইস ঐ মুহূর্তে কোথায় অবস্হান করছে ? তা দেখতে হবে৷মার্কেট সেন্টিমেন্ট বুলিশ না বিয়ারিশ ? তা বুঝতে হবে৷নির্দিষ্ট কারেন্সী পেয়ারের নির্দিষ্ট সেসন দেখে ট্রেডে বসতে হবে৷প্রতিদিনই নিউজ ইমপেক্টগুলো দেখে নিতে হবে৷মানি মেনেজমেন্ট এবং রিস্ক রিওয়ার্ড রেশিও সঠিক ভাবে ফলো করে ট্রেডে এন্ট্রী করতে হবে৷স্টপলস ও টেকপ্রফিট যথাস্হানে সেট করতে হবে৷