আসলে কোন ব্রকার ভাল আর কোন ব্রকার খারাপ সেটা আপনার ব্যক্তিগত পরযবেক্ষন ই বলে দিবে । একটু চেষ্টা করলে ই হয়তু ধারন পেয়ে যাবেন আশা করি। তারপর ও আপনি অন্যান্যদের অভিমত জানতে চেয়েছেন । সেই ক্ষেত্রে আমার ব্যক্তিগত অপিনিওন হবে ইন্সতাফরেক্স । এখন পর্যন্ত আমার কাছে ইন্সতাফরেক্স ই শ্রেয় মনে হচ্ছে । কারন এখানে কাজ করে আমি খুব সাচ্ছন্দ অনুভব করছি।